![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন হয়ে গেছে মাইক্রোসফট তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন বের করেছে। তবে উইন্ডোজ ভক্তদের খুশির খবর দিতে, সম্প্রতি ইভান ব্লাস যিনি কিনা বিশ্বখ্যাত টুইটার ইভলিক'স এর প্রধান হোতা, ফাঁস করে দিয়েছেন কি হতে যাচ্ছে মাইক্রোসফটের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
ইভলিক'স থেকে পাওয়া তথ্যমতে, মাইক্রোসফট দুটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন উন্মুক্ত করতে যাচ্ছে। 'সিটিম্যান' কোডনামের ৫.৭ ইঞ্চির স্মার্টফোনটির নামকরণ করা হবে লুমিয়া ৯৫০এক্সএল তবে 'টকম্যান' কোডনামের ৫.২ ইঞ্চি স্মার্টফোনটির নামকরণ কি হবে তা এখনো জানা যায়নি।
'সিটিম্যান' এবং 'টকম্যান' ফোন দুটিতে থাকছে যথাক্রমে
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর
দুটো ফোনেই থাকছে ২৫৬০ x ১৪৪০ রেজ্যুলেশনের OLED ডিসপ্লে
অন্যান্য সব টোপ-নোচ ফিচারের মধ্যে দুটো ফোনের ফিচার প্রায় একই। দুটো ফোনেই থাকছে ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, মাইক্রো এসডি এক্সপ্যানশন স্লট, কিউআই ওয়্যারলেস চার্জিং, ইউএসবি টাইপ-সি এবং ৩,০০০ (টকম্যন) ও ৩,৩০০ (সিটিম্যান) মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উইন্ডোজ ১০ এর ফেসিয়াল রিকগনিশনের জন্যে ইনফ্রারেড আইরিশ স্ক্যানার।
আর লুমিয়ার বিখ্যাত ক্যামেরাতো আছেই। উভয় ফোনেই থাকছে ২০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনেনি মাইক্রোসফট, আগের মত থাকছে পলিকার্বনেট ব্যাককাভার যা কিনা হাতে প্রিমিয়াম ফোনের অনুভূতি দিতে সক্ষম। ফোনদুটি কবে মুক্তি পাবে তা নিয়ে বেশি কিছু জানা না গেলেও, ফোনদুটি যে আগামী অক্টোবরেই বিশ্ববাজারে উন্মুক্ত হবে তাতে কোন সন্দেহ নেই।
আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।
২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
শিশির খান ১৪ বলেছেন: লাভ নাই মাইক্রোসফট মোবাইল ফোন এর মার্কেটে খুব একটা সুবিধা করতে পারবে বইলা মনে হয় না
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ