নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক-টুইটারের নীতিমালা সহজ করার নির্দেশ

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৬



ফেসবুকের নীতিমালা সহজ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের একটি সংসদীয় কমিটি। কারণ ওই কমিটি মনে করে— জটিল নীতিমালার জালে আটকে গেছেন ফেসবুক-টুইটার ব্যবহারকারীরা! ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো কীভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং তা কী কাজে লাগায়— সে বিষয়টি স্পষ্ট করে বলে না। এক প্রতিবেদনে বিষয়টি আরও স্বচ্ছভাবে ব্যবহারকারীদের জানানোর জন্য বলেছে যুক্তরাজ্যের ‘কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’। বার্তা সংস্থা বিবিসি রবিবার এ খবর জানিয়েছে।

কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেয়া ব্যবহার বিধিমালা ও শর্তাবলী সাধারণ ব্যবহারকারীদের কাছে দীর্ঘ ও জটিল মনে হয়। কমিটির সদস্যরা মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অ্যাপে দেয়া তথ্য কীভাবে কাজে লাগানো হয়, সে বিষয়টি ব্যবহারকারীরা ঠিকমতো বোঝেন না। এ ছাড়া যেভাবে প্রাইভেসি ও ব্যবহার বিধিমালার দীর্ঘ বর্ণনা দেয়া থাকে তা পড়তেও যথেষ্ট কষ্ট করতে হয়। এ ছাড়া যুক্তরাজ্যে ওই সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রাইভেসি-সংক্রান্ত নীতিগুলো ব্যবহারবান্ধব করার পরিবর্তে যুক্তরাষ্ট্রের আদালতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়, যাতে কোনো আইনি জটিলতায় পড়লে ওই প্রতিষ্ঠানগুলো পার পেয়ে যেতে পারে।

প্রতিদিনের আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.