![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
বসন্ত এলো কবে
আবার নাকি যাচ্ছেও চলে,
আমি কেন বুঝিনি তবে
যাচ্ছে সময় কেমন ছলে।
আবার তুমি আসবে যখন
জানিয়ে দিও আগে থেকেই,
সাঁজবো তোমার মনের মতন
পথ চাইবো সেই আশাতেই।
©somewhere in net ltd.