| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশে বিবর্ণ মেঘেদের আনাগোনা
আমার সাদাকালো স্বপ্নে দুঃস্বপ্নের দস্যিপনা
নিজের ভেতর বাস করি এ এক অন্য আমি
পৌষের কনকনে শীতেও তাই অঝোরে ঘামি
আমার বুকেতে চোট, নিকোটিন আক্রান্ত ঠোঁট
চোখের নিচের কালশিটে কখনো অশ্রুস্রোত
হৃদয়ের বালুচরে বসেছে হাহাকারের মেলা
ভালোবাসা বেচে কিনেছি সীমাহীন অবহেলা
শেষ পেরেক ঠুকতে বাকি, প্রস্তুত আছে কফিন
আমি অষ্টপ্রহর হৃৎপিণ্ডে গেঁথে আছি সেফটিপিন
২|
১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:১৪
সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ মীর মফিজুল ইসলাম মানিক
৩|
১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৪
আমি দিহান বলেছেন: অনেক ভালো লেগেছে।
"শেষ পেরেক ঠুকতে বাকি, প্রস্তুত
আছে কফিন
আমি অষ্টপ্রহর
হৃৎপিণ্ডে গেঁথে আছি সেফটিপিন"
৪|
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:২৮
ফাল্গুনী আলম বলেছেন: দারুন!! সেফটিপিন টা কি "কষ্ট" নাকি??!!!!!!!!!!!!!!!!!!!!!
৫|
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২
মিনুল বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
৬|
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩
সুমন নিনাদ বলেছেন: অনেক ধন্যবাদ সব্বাইকে। শুভকামনা।
৭|
১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: নিজের ভেতর বাস করি এ এক অন্য আমি!
সুন্দর লিখেছেন!
ভালো লাগা!
৮|
১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫১
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৭
মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: ভাল লেগেছে...