| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্দ্র চোখে দেখা ঠুনকো স্বপ্ন ভেঙ্গে যায়
তোমায় নিয়ে লুকিয়ে লেখা কবিতা পুড়ে ছাই
সেই দহনের ধোয়ায় দূষিত হয় বাতাস
সেই বাতাসে মিশ্রিত হয় আমার দীর্ঘশ্বাস
আমি প্রবল আশাবাদী ও চরম হতাশ
প্রতিধ্বনি হয়ে ফিরে আমার হাহাকার
হারিয়ে যায় সবকিছুই যা ছিল হারাবার
স্বপ্ন স্মৃতি ভালবাসা কিংবা অহংকার
সবকিছুই যায় হারিয়ে যা ছিল হারাবার
কেমনে দিব পাড়ি এই অথৈ পারাবার
ভেবে দেখো আমায় ভালবাসবে কিনা আবার???
২|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কয়েকটা চরণ...
৩|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
সুমন নিনাদ বলেছেন: ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা স্বপ্নবাজ অভি এবং মুনতাসির নাসিফ। ভাল থাকবেন।
৪|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৩
চড়ুই বলেছেন: প্রতিধ্বনি হয়ে ফিরে আমার হাহাকার
হারিয়ে যায় সবকিছুই যা ছিল হারাবার
স্বপ্ন স্মৃতি ভালবাসা কিংবা অহংকার
সবকিছুই যায় হারিয়ে যা ছিল হারাবার
কেমনে দিব পাড়ি এই অথৈ পারাবার
ভেবে দেখো আমায় ভালবাসবে কিনা আবার???
সুন্দর সুন্দর সুন্দর !!!
অসম্ভব রকমের সুন্দর লাইন গুলো।
৫|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৮
সুমন নিনাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চড়ুই
৬|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫২
অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো