নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Mystery and Melancholy of a Street”

http://joyodrath.blogspot.com/

সুমন রহমান

সুমন রহমান › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশন ও হিম কার্তিকের হাওয়া

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭



পনের দিনের শীত, ওর জন্য আবার তিনদিনের লালগালিচা! অক্টোবরশেষের ডিপ্রেশন আর হিম কার্তিকের হাওয়া মিলেমিশে আমার জীবনটাকে জীবনাতিরিক্ত হাহাকার দিয়ে ভরিয়ে তুলবে নাকি? স্যান্ডেলের ভেতর আঙুল জমে বরফ, প্যাঁচপ্যাঁচে রাস্তায় হাঁটি। আধাঘণ্টার ছুটি পেয়েছি এই সন্ধ্যায়, যুক্তির ব্যায়াম থেকে, আনাজপাতির মুহুর্মুহু প্রয়োজন থেকে, পুত্রের মোটরগাড়িগুলোর পেছনে লাগাতার ধাওয়া করবার দায় থেকে, স্ক্রীনে মিনিমাইজ হয়ে থাকা সময়খেকো ব্লগগুলো থেকে। এই আধাঘণ্টা আমার, কী ফূর্তি, একান্তই আমার, আমি ভেসে বেড়াই ডিপ্রেশনের মেঘমেদুর ছন্দে আমার অতীতে, হাহাকারগুলোর ভেতর, যেসব হাহাকারের অর্থ আমার মগজে আর কোনোদিন পরিস্ফূট হয়ে উঠবে না!



[এই লেখাটিকে যিনি পাদটিকা মনে করবেন তিনি আমার ব্লগপাতা থেকে "শীতকালীন বৃষ্টি" কবিতাখানি পড়ে আসতে পারেন।]

মন্তব্য ৬ টি রেটিং +২/-৪

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮

কুম্ভকর্ণ বলেছেন: আলুব্লগে আমার নিক হ্যাক হইছে। তাই মাইনাচ।

২| ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫

রাহা বলেছেন: আহারে বেচারা!! কুম্ভকর্ণের জন্য সমবেদনা!!

৩| ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৯

মুয়ীয মাহফুজ বলেছেন: আর আমরা হয়তো মনিটরের পোড়া আকাশ দেখতে দেখতে ভুলেই গিয়েছি বিগত আকাশ দেখবার স্বতঃপ্রতীত দৃশ্যাবলী...

ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩

সুমন রহমান বলেছেন: ধন্যবাদ মুয়ীয মাহফুজ।

৪| ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৪

আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা, তুমার পুষ্টে আসিলেই তুমি আবার হাইকুট দেকাই দেও। তুমার কবিথাকানি এইকানে দেও না কেনু? তুমার বলগপাথায় যাউয়াআসার সিন্জিভাড়া কে দিবেক?

আলুবলগের সম্বিদান লই তুমার কি মত বাথিজা?

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪

সুমন রহমান বলেছেন: কবিতা তো এইখানেই আছে। আমার আগের পোস্টে। ওয়ান মিনিট ওয়াক, সিএনজি লাগবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.