![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতকে মানুষ কেবল কালোই ভেবেছে!
গল্প, কবিতা, আবেগ, অনুভবে
বেশির ভাগ ক্ষেত্রে নিদারুন পক্ষপাতিত্ব দোষে,
রাতকে এঁকেছে হীনতা দীনতার রূপে।
দুঃস্বপ্নের প্রতিশব্দ হয়েছে রাত!
রাতকে করেছে নিঃসঙ্গতার প্রতীক।
হায়! কেউ...
এ যেন বড়ো ক্লান্ত বসন্ত !
আলস্য ভাঙ্গেনি ফুল পাখির
আম্রমুকুল করেনি সূর্যস্নান
পত্রক পল্লব মাতেনি সবুজের উৎসবে ।
এ যেন বড়ো উদ্ভ্রান্ত বসন্ত !
কোকিলের কর্কশ কন্ঠ
বিষাদ দাড়িয়ে দুয়ারে
মাটির বুকে এখনো...
আমার কেবল দুপুর হতে ইচ্ছে জাগে
তেজস্বী সূর্যের টকবকে রোদেলা দুপুর।
রাত্রি আমার ভালো লাগে না !...
বিচ্ছুরিত আলোক রশ্মির বর্ণিল ছটা
দেখা হয়নি চোখ মেলে
তবে, তার প্রতিচ্ছায়া দেখেছি তোমার চোখে...
অমীমাংসিত রয়ে যাবে অনেক কিছুই-
সময়ের পাড় ভাঙতে ভাঙতে
শোধরানো হবেনা কখনোই কিছু কিছু ভূল ।...
বেঁচে থাক আনন্দরা বেঁচে থাক সুখ
বেঁচে থাক চোখের ছায়ায় প্রিয় চেনা মুখ
বেঁচে থাক উচ্ছাস, ছন্দ-দন্দময় কৈশোর...
নিঃশব্দতা বড় বেশী শব্দময়তায় বাজে কানে
অন্ধকারের বুকে মুখ লুকিয়ে কাঁদে অভিমানী চোখ
দহনের তীব্রতায় অনন্ত হাহাকার ;...
সময়ের বুকে আঁচড় কেটে ভেবেছিলাম থাকব সুখে
থাকব আমি আমার মত বলুক লোকে ইচ্ছা যত
চোরাস্রোত চোরাবালি ডিঙিয়ে যাব খামখেয়ালী...
- এই, কবিতা কি ?
- কবিতা হলো পাখি
ডানা মেলে নীল আকাশে ওড়া...
চোখের ছায়ায় খেলা করে ভালবাসার প্রজাপতি
গন্ধবিহীন ফুলে ফুলে করছে কেবল ওড়াউড়ি,
কন্ঠে আমার বেসুরা সুর তবু গান গেয়ে বেড়াই...
সোনালী রৌদ্রময় দিন ফিরে ফিরে আসে
বার বার ফিরে আসে নক্ষত্রের রূপালী রাত।
বাতাসে ফুলের ঘ্রাণ ভাসে...
©somewhere in net ltd.