![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী রৌদ্রময় দিন ফিরে ফিরে আসে
বার বার ফিরে আসে নক্ষত্রের রূপালী রাত।
বাতাসে ফুলের ঘ্রাণ ভাসে
মাছরাঙ্গা ছুঁয়ে যায় নদীর বুক
বহমান নদী ছুটে চলে ক্লান্তিহীন।
পথে পথে ধূলোর আস্তরন; পায়ে পায়ে স্মৃতির স্বারক
সমুদ্রের ফেনিল ঢেউ মুছে দেয় তটে লেখা নাম।
শ্নশান ঘাটে কাঠ-কয়লার ধুম্র গন্ধ
কাঠ-কয়লার পোড়া ধোঁয়ায়-
মিশে যাব চাঁদের সাথে মিশে যাব রাতের সাথে
মিশে যাব সূর্য কিরণে মিশে যাব জলতরঙ্গে।
সোনালী রৌদ্রময় দিনে ফিরে ফিরে আসি
বার বার ফিরে আসি নক্ষত্রের রূপালী রাতে.........
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
sushama বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
শূন্য পথিক বলেছেন: +