![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যেন বড়ো ক্লান্ত বসন্ত !
আলস্য ভাঙ্গেনি ফুল পাখির
আম্রমুকুল করেনি সূর্যস্নান
পত্রক পল্লব মাতেনি সবুজের উৎসবে ।
এ যেন বড়ো উদ্ভ্রান্ত বসন্ত !
কোকিলের কর্কশ কন্ঠ
বিষাদ দাড়িয়ে দুয়ারে
মাটির বুকে এখনো গ্লানির ঘ্রাণ ।
এ যেন বড়ো শীতল বসন্ত
হৃদস্পন্দন কম্পন স্থিমিত
শিরায় শিরায় রক্ত ডাকেনি বান
শরীর খুঁজে পায়নি শরীরের রহস্য ।
এ যেন বড়ো বিবর্ণ বসন্ত !
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২
কলমের কালি শেষ বলেছেন: মনের মাঝে বসন্ত গড়ে উঠুক ।