নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা-তরী

সন্ধ্যা-তরী › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততা

২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২

সময়ের স্রোতে ভাসতে ভাসতে আজ কতদূর চলে এসেছি। জীবনের এতগুলো সময় কিভাবে যে কেটে গেছে টেরও পাইনি। সে দিনের সে ছোট্র শিশুটির শৈশব-কৈশোর পেরিয়ে আজ যৌবনে পদার্পন। সময়ের ফেরে একাকী জীবনের দুয়ার বন্ধ করে প্রবেশও ঘটেছে নতুন প্রহরে। হৃদয়ের খোলা আকাশে তৈরিও হয়েছে দুজনের শীতল সামিয়ানা। পরশ লেগেছে নতুন কিছুর। স্বপ্নের পায়রাগুলোও ডানা মেলে উড়ছে এখন দিকবিদিক। হ্যাঁ, আমার কথাই বলছি। আজ বৃষ্টিভেজা মেঘলা দিনে আনমনা হয়ে ভাবছিলাম ফেলে আসা অতীতের কথা। কত সুখময়, স্মৃতিময় ছিল সেই ছোটবেলা। কষ্টের কোন আঁচড়ই ছিলনা সে জীবনে। হৃদয়াকাশে শুধু সুখের বৃষ্টি ছিল। সময়ের ব্যবধানে পাল্টে গেছে কতকিছু। বদলে গেছে জীবনের গতিও। ব্যস্ততার ভীড়ে কাছের মানুষটিকেও ঠিক মত সময় দিতে পারিনা। আজ কয়েকদিন খুব বেশি মনে পড়ছে তার কথা। তাই সব ব্যস্ততা ফেলে (২২-০৭-২০১৪) চলে যাচ্ছি প্রিয় মানুষগুলোর কাছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪২

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: জীবনের পাতা উল্টে উল্টে একদিন
চুকে যাবে এ পৃথিবীর পাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.