![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
সৌমিত্র আর সুপর্ণার প্রেম হয়েছিল
কোন এক পূজোর রাতে
বেশামাল বখাটে ছেলে সৌমিত্র
সুপর্ণা কে বলেছিল-
দেবী, আমি তোমায় পুজো দেব
নেবে তুমি?
তারপর থেকে, সৌমিত্র, সুপর্ণাকেই
পূজো দিত, ভালবাসার আশীর্বাদ নিত।
বড় আহ্লাদী সুপর্না নামের দেবীও
দুহাত বাড়িয়ে এফ্রোদিতি হয়ে যেত
ভালবাসা ও হত, খুব করে
হারিয়ে যাওয়ার মত!
একে একে অনেকগুলো পূজো
অনেকগুলো তন্ত্র-মন্ত্রের পর
দেবী আর দেবতারা
একাকার হয়ে যেত,স্বর্গ সুখ হত!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
সানড্যান্স বলেছেন: এইটা কিছুই হয়নাই,হুদাই মজা নেন ভাই!!!
ফেলুদা মানে?ব্যার্থ প্রেমিক?তা বলতে পারেন!!
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ফারজানা শিরিন বলেছেন: :!> :!>
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
সানড্যান্স বলেছেন: ঐ দিন আপনার পোস্টে যা লেখছিলাম,ঐটা লেখলেই তো হইত!!
আপনেও মজা নিলেন!!!
এইটা কিছুই হয়নাই!
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া মযা নিলাম মানে ???
কবিতা ভালো হইছে বলেই লজ্জা পাইছি বিশয়বস্তুর কল্যাণে ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
যুবায়ের বলেছেন: চ্রম কোবতে...
পিলাচ দিলাম++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
সানড্যান্স বলেছেন: হাহহাহাহহা
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগলো । কোন এক ফেলুদার প্রেমময় ইতিহাস।