![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তোমার ভালোবাসা গুলোকে তুমি
হিন্দি সিরিয়ালের এপিসোড হিসেবে ধরে নিয়েছ,
রঙ্গীন কাচের দেয়ালে ঘেরা রেস্টুরেন্ট
তোমাদের ভালোবাসার আশ্রয় হয়,
রোদ-বৃস্টি ছাড়া হুড তোলা রিক্সা হয়
তোমাদের ভালোবাসার ছাঁদ!
নতুন নতুন সাজে তোমার প্রোফাইল
পিকচার গুলো বাড়ায় শত তরুনের হতাশা ,
কবিদের অজান্তেই তুমি হয়ে ওঠো
ডিএসেলারের কবিতা!
তোমার প্রেমে ব্যর্থ যুবকেরা
শতবার বুঝেও অবুঝ হয়!
তোমার ভালোবাসা মানে
তিন বেডরুমের ফ্ল্যাট,
হাইওয়েতে লং ড্রাইভে প্রিমিও এফ গাড়ী!!!
তোমাদের ভালোবাসা হয়
ওষুধ মেশানো অর্কিডে,গ্ল্যাডিওলাসে,
বাজারের পাচ টাকার গোলাপ
সেখানে নিতান্তই মূল্যহীন হয়ে থাকে!
বছরে দুবার দেশের বাইরে ঘুরতে যাওয়া
এই তোমরা কখনো জাহাঙ্গীর নগরে
অতিথি পাখি দেখোনি,
স্বাদ পাওনি টি।এস।সি এর
গরম পানি গোলানো তরলের
-আমরা তাকে চা বলতাম!!!
মিথ্যে কথার ফুলঝুরী ছোটানো
হলমার্ক এর কার্ডে তোমাদের
ভালবাসার কথা গুলো আটকে থাকে,
বইয়ের পাতায় আটকে থাকা
দুটো গোলাপের পাপড়ি
-খুব নোংরা-বইয়ের মাঝে কেউ এসব রাখে?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
সানড্যান্স বলেছেন: ঠান্ডা সর্দির জন্য বর্ডারের ওইপারের একটা সিরাপ পাওয়া যায়,খেয়ে দেখতে পারেন আমিনুর ভাই!!!
এইটা আসলে কবিতার জন্য হতাশা বলতে পারেন,হতাশা ছাড়া কি কবিতা হয়!!!
অনেক ধন্যবাদ আমিনুর ভাই,আমারে ফোন দিয়া চলে আসেন,ফ্রী ঔষধ সহ দেখে দিব!!
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
মাক্স বলেছেন: মিথ্যে কথায় জড়ানো হলমার্ক এর কার্ডে তোমাদের ভালোবাসার কথাগুলো আটকে থাকে!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
সানড্যান্স বলেছেন: ম্যালা টাকা নস্ট করছি ছূডুবেলায় আউলা ফাউলা কার্ড কিনা,সব টাকা জলে গেছে!!
ভাল আছেন ভাইয়া?
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
shfikul বলেছেন: +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!!
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: মেয়েদের পঁচানোমুলক( ) হতাশা কাব্য খুব ভালো হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
সানড্যান্স বলেছেন: কি করবো বলেন?লাইফ তা রে জীবন বানায়ে যেই পোল্টি তিনারা দিছেন,ধাক্কাই সামলাইতে পারিনাই এখনো!!!
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আহা ! এতো হতাশা কেন ? ওরা তো এমনই
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
সানড্যান্স বলেছেন: সত্যিই আসলেই তিনারা এমন,স্যরি ওস্তাদ বুঝতে লেইট হয়ে গেছিল!!!!কম্প্যুটার ঠিক হইছে?
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
লক্ষ্মীপেঁচা বলেছেন:
স্বাদ পাওনি টি।এস।সি এর
গরম পানি গোলানো তরলের
-আমরা তাকে চা বলতাম!!!
কবিতা খুব ভালো লিখেছেন। +++++
আর এতো হতাশ হওয়ার কিছুই নেই। হতাশা কাটানোর ওষুধ খেয়ে ফেলেন। নিজেই তো ডাক্তার । ফ্রি ওষুধ ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
সানড্যান্স বলেছেন: হতাশার ট্যাবলেটের নাম ভালোবাসা!!!
প্রশংসার জন্য অনেক ধন্যবাদ!!!লজ্জা পেয়ে গেছি!!!
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
বোকামন বলেছেন: “তোমার ভালোবাসা গুলোকে তুমি
হিন্দি সিরিয়ালের এপিসোড হিসেবে ধরে নিয়েছ,”
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সানড্যান্স বলেছেন: হু,পর্বে পর্বে রূপ পালটায়!!!
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
মাক্স বলেছেন: জি ভালো আছি! আপনিও নিশ্চই ভালো আছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সানড্যান্স বলেছেন: এইতো ভাই,চলে যাচ্ছে দিন কাল!!
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
আমিনুর রহমান বলেছেন: হতাশা কাব্যে ১ম ভালো লাগা ।

এত হতাশা কেন ডাক্তার?? আমার ঠান্ডা ভালো হয় নাই এখন