![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
রাষ্ট্রোদ্রোহিতার মামলা হইলে কেয়ার নাই- এই গানটা কে আমি জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই!!
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
সানড্যান্স বলেছেন: কোন সমস্যা নাই ভাই, এই গানটা আমাদের ইতিহাস ঐতিহ্যের স্মারক, আমাদের এই বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করে করে এই গান!!
ধন্যবাদ!!
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭
েনহ।ল বলেছেন: প্রথম আমার সাথে মেলে একজন লোক পাইলাম , ,।। আমিও চাই এইটা
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ,
নতুন প্রজন্মের যে কারো কাছে এটাই বেশী সুমধুর লাগবে!!!
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮
একজন আরমান বলেছেন:
এইটাও খারাপ না।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
সানড্যান্স বলেছেন: দিস ওয়ান ইজ পারফেক্ট!!
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩
যেড ফ্রম এ বলেছেন: জেমসের এই গানটা খুবই সুন্দর
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে--
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
ভাই মনোযোগ দিয়ে পড়ে দেখেন, জাতিয় সঙীত আরেকবার শুনে দেখেন এর চেয়ে স্নিগ্ধ, মাধুর্যপূর্ন, মায়াভরা জাতিয় সঙীত পৃথিবীতে কোথাও পাবেন না। চ্যালেন্জ কোথাও না!
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
সানড্যান্স বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি, আমি এই জেমসের গাওয়া গান কেই জাতীয় সঙ্গীত হিসেবে চাই!
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার!
কি নেই গানটিতে? প্রতিটি নেতা, প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রয়েছে এখানে, আছে দেশের প্রতি ভালোবাসায় তাদের আত্মত্যাগের কথা!রয়েছে ভাষা আন্দোলন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা!
চ্যালেঞ্জ আপনাকে, এরকম কম্বিনেশন কোথাও পাবেন না!! এই গান আমাদের জাতীয় ইতিহাসের বাহক!
৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
সানড্যান্স বলেছেন: হাসেন কেন ভাই?
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬
দুঃখিত বলেছেন: অসাধারন হয়েছে। বাস্তবসম্মত
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
সানড্যান্স বলেছেন: জ্বী ধন্যবাদ!
৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: valo laglo..du campus a jems ai ganta gawar shomoi sobai akjugey dariay ganta shunechhi..daroon enjoy korechhilam ganta
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
সানড্যান্স বলেছেন: ভাই, এই গান হৃদয়ে নাড়া দেয়, দেশের প্রতি আমাকে উদ্বুদ্ধ করে।
গানতা সত্যিই সুন্দর!!
৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪
আশিক মাসুম বলেছেন: সহমত।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম ভাই!
৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
আহসান২০২০ বলেছেন: আসলেই ভালো। বাংলার ইতিহাস মিশে আছে এই গানে। এটা করলে মনে হয় কারও আপত্তি থাকবে না।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
সানড্যান্স বলেছেন: আপত্তি করার মত কিছু নাই, এটলিস্ট নতুন প্রজন্মের কাছে ভালো লাগার মত গান।
অনেক ধন্যবাদ!!
১০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪
শিপু ভাই বলেছেন:
এই গানটা আপনার কতটা প্রিয় তা বোঝা যাচ্ছে।
কিন্তু তাই বলে একে জাতীয় সঙ্গীত হতে হবে কেন। অসংখ্য সুন্দর দেশাত্মবোধক গান আছে আমাদের। আমরাতো সেগুলোও গাই। নিষেধ তো নাই!!!
আজকে জাতিয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন- কালকে আরেকজন বলবে দেশের নাম বাংলাদেশ বদলে বাংলাস্তান রাখা হোক!!!
ভুল সময়ে ভুল পোস্টে মাইনাস!!!
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
সানড্যান্স বলেছেন: শিপু ভাই,
নতুন প্রজন্মের নেতা হয়ে এরকম কথা বলায় আপ্নারে মাইনাস!!
রাসেল ভাই বলেছেন: অনেক ভাল লাগা একটি গান । জাতিয় সঙ্গিতের আছে মধুরতা, কোমলতা আর এই গানটির সাথে আছে স্বাধিনতা, স্বাধিনতার ইতিহাস, সংগ্রামি অধ্যায় ।
আমাদের দেশাত্ববোধক গান অনেক আছে, কিন্তু আর কোন গানে এভাবে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আপনি খুজে পাবেন?
বাংলাস্তান বানাতে চাইলে ১৬ কোটি মানুষ প্রস্তুত আছে শহীদ হইতে!
আমার সোনার বাংলা-আমি তোমায় ভালোবাসি!!!
১১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
সোহাগ সকাল বলেছেন: গানটা আমারও খুব প্রিয়।
তবে জাতীয় সঙ্গীত হিসেবে ভাবাটা ঠিক নয় বোধকরি।
শুভ কামনা।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১
সানড্যান্স বলেছেন: আমি আমার মতামত দিয়েছি।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ!
১২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের জাতীয় সঙ্গীত অনেক সুন্দর..কি ছায়া কি মায়াগো কি স্নেহ বিছায়েছো ....
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২
সানড্যান্স বলেছেন:
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
১৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫
রাসেল ভাই বলেছেন: অনেক ভাল লাগা একটি গান । জাতিয় সঙ্গিতের আছে মধুরতা, কোমলতা আর এই গানটির সাথে আছে স্বাধিনতা, স্বাধিনতার ইতিহাস, সংগ্রামি অধ্যায় ।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ঠিক আপনার কথাটাই আমি সবাইকে বুঝাতে চেয়েছি!!!
১৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
শিপু ভাই বলেছেন:
জেমসের এই গানটা অন্যান্য গানের বাই প্রোডাক্টের মত।
এটা আপনার ব্যক্তিগত ভালোলাগা।
আমার খুব প্রিয় একটা গান- "ধনধান্য পুষ্প ভরা"
কিন্তু আমি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই না।
সব কিছুর পরিবর্তন চাইতে নেই।
১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: আসলেই গানটা সুন্দর ! তবে এই গানটার একটা এক্সপেরি টাইম আছে , খেয়াল করে দেখেন ! এখানে যাদের নাম উল্লেখ আছে হয়তো তাদের মতো নেতা আরও শত বছর পরে আমার পেতে পারি এবং আরও শত বছর পরে সকলের মনে হবে অই নেতার নামটা নাই কেন ?
১৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
বিষণ্ণ বালক বলেছেন: সাথে আছি
১৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমার সোনার বাংলা
কত যে যাদু ভরা
সবুজ ও সুন্দরে মমতার ছায়া
রূপে মনোহর বিশ্ব সেরা
কত জ্ঞানি , গুনি
লয়ে বাংলার মুক্ত হাওয়া
বিশ্ব বুকে কত বরণীয়
সব হৃদয়ে প্রদিপ পাওয়া
স্যান্দেন্স
সত্যিই সুন্দর অজেয়
দেশ মাতাকে ভালাবাসা
শুভেচ্ছা নিও
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
গগণজয় বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: আসলেই গানটা সুন্দর ! তবে এই গানটার একটা এক্সপেরি টাইম আছে , খেয়াল করে দেখেন ! এখানে যাদের নাম উল্লেখ আছে হয়তো তাদের মতো নেতা আরও শত বছর পরে আমার পেতে পারি এবং আরও শত বছর পরে সকলের মনে হবে অই নেতার নামটা নাই কেন?
কথা টি ভেবে দেখ সান্ড্যান্স।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন: হাহাহা । যেটা আছে এটাতে সমস্যা কোথায় ?