নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

অস্থির একটা কবিতা!!! না পড়লে মিসাইবেন!!!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

অবাক বিস্ময়ে চেয়ে দেখি,

একি অদ্ভুত! একি অদ্ভুত!

পাড়ার সবচেয়ে মারকুটে ছেলেটাও

প্রেমে বুঁদ হয়ে শান্তির বাণী শোনায়!



রাস্তায় দৌড়ে এসে গলা মিলায় ভালবাসার মিছিলে ।

ক্লাস মাতিয়ে রাখা ডানপিটে ঘরনার বালকটিও,

হঠাত্‍ করেই স্হির হয়ে যায়, চুপসে যাওয়া বেলুনের মতো হঠাত্‍ করেই ব্যাস্ত হয়ে যায় নিজেকে গুটাতে!

টিচারশুদ্ধ সবাই অবাক,

তদন্ত রিপোর্টের ফলাফলে সবাই জেনে যায়,

প্রেমে পড়েছে ও!



সারাদিন খুনোখুনির পর অস্ত্রে জীবনের দাগ মুছতে মুছতে,

কোন রমণীর নাম মুখে সুর তুলে তুলে, বেসুরে গলায় কেদেঁ ওঠে পেশাদার খুনীদের একজন ।

পত্রিকায় চোখ বুলাতেই হঠাত্‍ করেই,

অবাক হয়ে যান আশরাফ সাহেব।



"শীর্ষ ভাড়াটে খুনী আজাদ বন্দুক যুদ্ধে নিহত ।লাশ তল্লাশী করে নতুন চকচকে বিদেশী পিস্তলের সাথে পাওয়া গেছে অনেক দিনের পুরানো শুকিয়ে যাওয়া গোলাপের কয়েকটি পাপঁড়ি!"



খুনী ও প্রেমিক হয়! বলেই উঠে দাড়াঁয়,

সদ্য বিয়ে করা বৌটার কাছে পরম যত্নে অনুরোধ জানায়,

"এক কাপ চা হবে গো?"



শোনা যায় রাস্তার পাশের বিরাট জটাধারী পাগলটা নাকি,

ভালবাসার জন্যেই পথে নেমেছিলো ।

আজও সে পথেই আছে, আমিও বা পথে হয়তবা মাঝে মাঝে, রাস্তায় নামি ।

ওর সাথে পার্থক্য আমার একটাই,

সে তার হারানো ভালবাসা খুজতে এসেছিলো,

আর আমি পাওয়া ভালবাসা হারাতে এসেছি !!!!



ইমরুল হোসেন তানিম

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৮

আশকারি রহমান বলেছেন: ++

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১০

সানড্যান্স বলেছেন: অসাধারন রে!!!

২| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

সাকিব শাহরিয়ার বলেছেন: ভাল হয়েচে।

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১২

সানড্যান্স বলেছেন: আমি লেকিনি

ইমরুল হোসেন তানিম

লিকেচেন :)

৩| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৩

আমি সাজিদ বলেছেন: দুর্দান্ত লিখেছে ।

৪| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

মামুন রশিদ বলেছেন: খুনী ও প্রেমিক হয়!



দারুণ! অস্থির কবিতা :)


++

৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :) :)

৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

ভূতাত্মা বলেছেন: ভ্যাঅ্যাঁআআআআআ :(( :(( :((

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

রেজওয়ান তানিম বলেছেন: বেশ ভালো

অবশ্য তানিম রা ভালই লেখে ;)

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সানড্যান্স বলেছেন: হাহা!! তানিম ভাই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.