![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
ঐশীকে লেখা খোলা চিঠি
ঐশীর চিকিৎসার দরকার ছিল, লোক লজ্জার ভয়ে তার বাবা মা তাকে রিহ্যাব করাতে পারেনি। মাদকাসক্তি একট অসুস্থতা, গোপনে অদ্ভূত সব চিকিৎসা এবং পারিবারিক স্নেহের অভাব এবং সামাজিক সহোযিগাতার অভাবেই ড্রাগ এডিক্টরা সহজে সুস্থ হতে পারে না। আবার অধিকাংশ সুস্থ এডিক্ত খুব সামান্য কারনেই পুনরায় রিলাপ্স করে, কারন এরা প্রচন্ড ইমোশনাল হয়। আমাদের সমাজে একটা প্রচলিত কথা হল, ওয়ান্স অ্যান এডিক্ট, অলয়েজ অ্যান এডিক্ট! ধারনাটা অধিকাংশেই ভুল। সঠিক চিকিৎসা পেলে তুমিও হয়ত একদিন সুস্থ হতে! আশা করতে দোষ কি? তুমি অনেকের চেয়েই শিক্ষিত ছিলে, সতেরটা বছর পার করেছিলে তুমি এই সুন্দর পৃথিবীতে! তোমাকে বোঝালে নিশ্চই তুমি বুঝতে!
সঠিক চিকিৎসা এবং পিতৃদেবের সততা দেখলে তুমি কখনোই এরকম করতে পারতে না বলে আমার বিশ্বাস! ঐশী তার ড্রাগ উইথড্রল সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থায় জীবনের ভয়ঙ্করতম কাজটি করে ফেলেছে!! আই সয়্যার!
সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, একজন সরকারী পুলিশ অফিসার কত টাকা বেতন পান যে, অক্সফর্ড ইন্ট্যারন্যাশনাল স্কুলে ছেলে মেয়ে কে পড়ান? যে ফ্যামিলির সন্তান যখন দেখবে তাদের পিতার মাঝেই দূর্নীতি, সেই সন্তান ই বা কেন নেশার মত খারাপ কাজ করতে দ্বিধা করবে? এই ঢাকার শহরে মাফিয়াদের মাদকের ব্যবসা চালু রেখেইছেই তো আমাদের হিজড়া পুলিশ বাহিনী, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে! এর পুলিশ নয়, এরা চাদাঁবাজ, সরকারী লাইসেন্স পাওয়া চাদাঁবাজ কিংবা ভিক্ষুক!!
বাংলাদেশের পুলিশের অসততা নতুন কিছু নয়, আমি ছিনতাইকারী ভয় পাই,খুনী ভয় পাই কিন্তু পুলিশ দেখলে আমার ভয়ের বদলে ঘেন্না হয়! এরা টাকার জন্য নিজের মায়ের গলায় ছুড়ি চালিয়ে দিতে পারে! এরা ভিক্ষুকের ও অধম। তারা মানুষের অসহায়ত্ব কে পুজিঁ করে গড়ে তোলে সম্পদের পাহাড়! ইনফ্যাক্ট ঢাকার ম্যাক্সিমাম পুলিশ কন্সটেবল ৯ টাকা পিস বেনসন সিগারেট খায়!!!
কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না, আমার এপর্যন্ত দেখা অধিকাংশ দূর্নীতিবাজ পুলিশের সন্তান অটিস্টিক/কিংবা পড়াশোনার গন্ডি শেষ করতে পারেনি। অথবা অন্য কোন ভাবে তাদের বড় ধরনের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বাংলাদেশের পুলিশ কে হেদায়াত দান করুন।
প্রিয় ঐশী,
অসুস্থ অবস্থায় তুমি যেই ভুল করেছ, মহান আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। ড্রাগস কখনোই কোন সল্যুশন হতে পারেনা! আশাকরি, মহামান্য আদালত, তোমার অসুস্থতা এবং বয়স বিচার করে শাস্তি দেবেন।
আমি নিশ্চিত, তোমার বাবা-মা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তারা সন্তানের অপরাধ মনে রাখেন না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, মৃত্যুর ওপাশে গিয়েও তারা তোমার ভাল চাইছেন! সব কিছুর পরেও তুমি তাদের মেয়ে, নাড়ী ছেড়া ধন!
শুধু আল্লাহর কাছে প্রার্থনা, মাদক সহ অন্যান্য অবৈধ কাজের জন্য মোটা অঙ্কের ঘুষ খাওয়া এইসব ভিক্ষুক গুলোর বিচার কর তুমি আল্লাহ!! এই খাকি পোশাক কে তুমি ভিক্ষুকের অমর্যদা থেকে রক্ষা কর।
ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আকরাম বলেছেন: মাদকাসক্তি এবং ঐশীঃ সময় থাকতেই সাবধান!
http://ptohelp.blogspot.com
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৫
সানড্যান্স বলেছেন: আমি বেশ কিছুদিন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করেছি ডাক্তার হিসেবে, আর আমার যতদূর মনে হয় আমি বেশ ভাল একজন কাউন্সেলর, মানে বড় স্যাররা বলতেন আর কি?!
আপনার একজন এমবিবিএস কম্পলিট করা এবং মানসিক ও মাদকাসক্তি বিষয়ে ডাক্তার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
কথা দিচ্ছি ,আমার জ্ঞানের সাধ্যে আমি সর্বোপেক্ষা ভাল সার্ভিস দেয়ার চেস্টা করব।
ধন্যবাদ
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
রেজওয়ান তানিম বলেছেন: তোমার লেখার সাথে কিছু জায়গায় একমত হওয়া গেল না
পরে বলব সে বিষয়ে
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২
সানড্যান্স বলেছেন: এখানেই বলতেন বস, অথবা ফেসবুকে লিঙ্ক দিয়ে দিয়েন।
ধন্যবাদ তানিম ভাইয়া!
৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
বাংলার হাসান বলেছেন: মাদকাসক্তি একটি অসুস্থতা, আজ তরন প্রজন্যের বড় একটি অংশ এই অসুস্থতার বেড়া জালে বন্দী।
আগামীর তারুন্যকে রক্ষায় এখনি সচেতন না হলে জাতিকে এর জের টানতে হবে দীর্ঘ থেকে দীর্ঘকাল।
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৬
সানড্যান্স বলেছেন: আমাদের দেশে বিনোদনের খুব অভাব, তাছাড়া ড্রাগ করাটা কারু কারু প্যাশনে পরিণত হয়েছে, এবং সেটা হয়েছে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের প্রশ্রয়ে!!!
আমি হঠাত পরিচয়ে এক ধনীর দুলাল বড় ভাইকে জিগেস করেছিলাম, হোয়াটস ইয়োর প্রফেশন?
খুব গর্ব করে সে জবাব দিয়েছিল- আই ডু ড্রাগস (পিল)!!!!
তাহলে বুঝুন আমাদের যুব সমাজে নৈতিকতা কোথায় পৌছে গেছে!!!!
৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: ঐশীর ঘটনায় অনেক ভাবনার ব্যাপার আছে । এর একটা দিক খুব সুন্দর করে তুলে ধরেছেন ।
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭
সানড্যান্স বলেছেন: মেয়েটা যা করেছে, সুস্থাবস্থায় করেনি, খুব ই খারাপ লাগছে আমার ঐশীর জন্য!!!
৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
ভূতাত্মা বলেছেন: ড্রাগস কখনোই কোন সল্যুশন হতে পারেনা! ++++
সহমত....
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২০
সানড্যান্স বলেছেন: ড্রাগস সাময়িক ভাবে আপনাকে আনন্দ দিতে পারে, বাট ইন লং রান ইট ইজ গুড ফর নাথিং, নট আ সিঙ্গেল বেনিফিসিয়ারী এফেক্ট!!
৭| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
ত্রিশোনকু বলেছেন: "
ঐশীর চিকিৎসার দরকার ছিল, লোক লজ্জার ভয়ে তার বাবা মা তাকে রিহ্যাব করাতে পারেনি। মাদকাসক্তি একট অসুস্থতা, গোপনে অদ্ভূত সব চিকিৎসা এবং পারিবারিক স্নেহের অভাব এবং সামাজিক সহোযিগাতার অভাবেই ড্রাগ এডিক্টরা সহজে সুস্থ হতে পারে না।"
-সর্বাংশে সহমত।
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫
সানড্যান্স বলেছেন: ড্রাগ এডিকশনের বিরুদ্ধের ক্যাম্পেইন গুলোকে আমি থুতু মারি। এগুলো ইউজলেস! ইল্লিগাল ড্রাগস বাংলাদেশে ব্যান করতে হবে, তা সে যেভাবেই হোকনা কেন!
ড্রাগস বিজনেস কিংবা এবিউজারদের মৃত্যুদন্ড দিলে ব্যাপারটা ইজি হয়ে যায়, যেমন চীনে হামেশাই এটা করা হয়!
আর নয় সচেতনতা, এবার চাই প্রতিরোধ!!
৮| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
প্রিন্স হেক্টর বলেছেন: সহমত
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ হেক্টর!!!!
৯| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৪
বনলতা মুনিয়া বলেছেন: মামুন রশিদ বলেছেন: ঐশীর ঘটনায় অনেক ভাবনার ব্যাপার আছে । এর একটা দিক খুব সুন্দর করে তুলে ধরেছেন ।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
১০| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: ভাল লাগলো
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
১১| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯
শিপন মোল্লা বলেছেন: নিয়ন্ত্রণহীন মাদকের বিস্তৃতি এখন দেশজুড়েই, ক্রমেই হয়ে উঠেছে সর্বগ্রাসী। ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব- সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধন পর্যন্ত। যার জীবন্ত প্রমান ঐশী তার বাবা মাকে হত্যা করলো । এমন অনেক সন্তানের হাতে বাবা-মা, ঘনিষ্ঠ স্বজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, নেশাখোর পিতা মাদক সংগ্রহে ব্যর্থ হওয়ার ক্রোধে নিজ সন্তানকে খুন করছে অবলীলায়। নেশার টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা, মাকে জবাই করা, আদরের সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো মর্মস্পর্শী ঘটনা ঘটেছে সম্প্রতি।
পোস্টে প্লাস।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সানড্যান্স বলেছেন: আমি একজনের কথা জানি, যে মাদকের টাকা যোগাড় করতে গিয়ে বউকে দেয়া নাকফুল খুলে বিক্রি করে দিয়েছিল।
আল্লাহ আমাদের সহায় হোন, মাদকের কালো থাবা থেকে যুবসমাজ কে রক্ষা করুন!!!
ধন্যবাদ আবুশিথি ভাই!
১২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর লিখেছেন ব্রো। সহমত।
+++++
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুব ভাই
১৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সহমত ।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সানড্যান্স বলেছেন: সহমত লিখেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, চাই সম্মিলিত প্রতিরোধ!!
১৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ লিখেছো ব্রাদার।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সানড্যান্স বলেছেন: আমার- আপনার সবার এখন এই মাদকের আগ্রাসনের বিরুদ্ধে নামতে হবে!!!
১৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: ঐশী ইনসিডেন্ট আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করে দিয়ে গেছে।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সানড্যান্স বলেছেন: এর জবাব আমাদেরকেই খুজে বের করতে হবে হামা ভাই!!!
১৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
অ্যামাটার বলেছেন: খুব ভাল লিখেছেন। +
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
আশকারি রহমান বলেছেন: নিঃসন্দেহে ঐশী একজন খুনি। সে শুধু তার বাবা-মাকে হত্যা করেনি; হত্যা করেছে আমার বাবার আস্থা কে। যিনি এই মুহূর্তে আমি কোথায় আছি তা নিয়ে চিন্তিত। আমার মার শান্তি কে যা ছেলেকে বুকে জরিয়ে ধরে পেতেন। ঐশী এবং ড্রাগস তাদের চরম বাস্তবতার চেহারা দেখাচ্ছে।
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সানড্যান্স বলেছেন: সুন্দর কথা বলছ আশকারী, মাদকের ভয়াবহতা কতখানি নির্মম এখান থেকে আমরা বেশ বুঝতে পারছি!
১৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
ড. জেকিল বলেছেন: বাবা দূর্নীতি করে বলে নিজেকে মাদকসেবী হতে হবে, উশৃঙ্খল জীবন যাপন করতে হবে আর বাবা মা সেই কাজে বাধা দিলে তাদের খুন করতে হবে এটা কেমন কথা !!
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সানড্যান্স বলেছেন: পিতা মাতার অসততা সন্তান সহ পুরো পরিবারের উপর পরে, এটা কি আপনি কখনো দেখেন নি বা শোনেন নি?
১৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ঐশী -- একটা নাম অনেক কিছু স্মরণ করিয়ে দেয়
২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সানড্যান্স বলেছেন: বাস্তবতা বৈ কি!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আকরাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ।
এ ব্যাপারে আমার ব্লগটি পড়ুনঃ
http:ptohelp.blogspot.com