![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
অতঃপর, এই যে বিস্মৃত প্রেমিক, আপনি কুকুরের বাচ্চা
কারণ, আপনি বিরহ কাতর, এখনো ভালবাসছেন তাকে!
আপনি তখন বাচ্চা কুকুর ছিলেন, লেজ নাড়িয়ে ঘুরতেন
জিভ দিয়ে গাল চাটতেন, বলতেন ঘেউ-ঘেউ! আই লাভ ইউ!
এক্ষণ আপনি আর বাচ্চা কুকুর নন, আপনি কুকুরের বাচ্চা
অবাঞ্ছিত, নিগৃহীত, নিপীড়িত আপনি, হোক না দিল সাচ্চা!!
ফোন অফ-সিম বদল-ফেসবুকে ব্লক, রিলেশনে হয়েছে ব্রেকাপ
এক্ষণ আপনি আর আদরের জানু নন, এ ভালোবাসার প্যাকাপ!!
তখন আপনি আচড়-কামড়ের জবাব দিয়েছে আচড়ে-কামড়ে
এই পাপ্পি, ছাড়ো, ব্যথা পাচ্ছি, লাগছে! ইগনোর করেছেন সাদরে!
আপনি তখন বাচ্চা কুকুর ছিলেন, লেজ নাড়িয়ে ঘুরতেন
জিভ দিয়ে গাল চাটতেন, বলতেন ঘেউ-ঘেউ! আই লাভ ইউ!
এই এখন আপনি বিস্মৃত, পুরনো প্রেমিক, বিশিষ্ট কুকুরের বাচ্চা
ব্রেকাপের পরও ভালোবেসে যাচ্ছেন? বহুত আচ্ছা! বহুত আচ্ছা!!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ। ভাল আছেন, আপনি?
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রচন্ড ক্ষোভ কবিতায়।
কবির মনে শান্তি আসুক।
সকল প্রেমিকারা ভালো মনের হোক।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
সানড্যান্স বলেছেন: হাহহা
জগতের সকল প্রেমিকারা ভালো মনের হোক!!
ছুম্মা আমীন!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: কি লিখলেন?
আপনি হয়ত অনেক বিষাদ মনে কবিতাটি লিখেছেন, কিন্তু পাঠক হিসাবে ব্যাপক মজা পেয়েছি ।
হাহাহা,
১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৫
সানড্যান্স বলেছেন: ক্ষোভের কবিতা, দ্রোহের কবিতা!! মামুন ভাই!!!
ঈদ মুবারাক!
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক কবি। ভাল থাকবেন সবসময়।
১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৫
সানড্যান্স বলেছেন: কি খবর বস? ভাল আছেন আপনি?
আপনিও তো কবি!!!
৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: ঈদ মোবারক ভাই । আপনার ঈদ ভালো কাটুক ।
১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাকেও ঈদের শুভেচ্ছা!!
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
অবচেতনমন বলেছেন: ঈদ মুবারাক, বেশ লিখেছেন।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২
হুমায়ুন তোরাব বলেছেন: seiram