![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি উহ-আহ শীৎকার করা মেহজাবীন কে ছুড়ে ফেলে দেব,
মারব না থাপ্পড়, ওই চুমু খাওয়া গালে,
তোমার আন্ডার গ্র্যাজুয়েট ভালোবাসায় দেব লেটার কিংবা অনার্স!!
জমানো টাকায় কেনা সস্তা ম্যাগাজিনের মাঝ পৃষ্ঠায় চটচটে আঠায় আর আটকাবে না কোন ফারিয়া শবনমের ছবি!!!
কতবার কত স্বপ্নদোষে নিহত কত শবনম দিতে পারেনি তোমার হাজারো হারানো সুখ!!
ওরা ভুল বোঝাবুঝির সমঝোতায় পৌঁছে গেছে
আমরা পারিনি, না আমি! না তুমি!
হয়ত ভালোবাসা গুলোও পারেনি!
আমাদের যে আর কোন সংলাপ হয়নি!
অথচ টেলিফোন গুলো সব সচল!!!
ছোটখাট মনোমালিন্য গুলো আমরা কেউ ক্ষমা করিনি
অথচ মেহজাবিন করেছে, শবনম করেছে!!
ফেসবুকের নীলচে বুকে তুমি-আমি
নীলে নীলে ঢাকা পড়ে গেছি!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
সানড্যান্স বলেছেন:
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১০
আমি অপদার্থ বলেছেন: মেহজু আমার। শুধু আমার। তুমি ওকে নিয়ে লিখলে কেন ?
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
সানড্যান্স বলেছেন: মেহজু পেয়াঁজু সব আপনের, খুশি এবার?
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
একজন আরমান বলেছেন:
আগেই বলেছি !
মুগ্ধ !!!
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
একজন ঘূণপোকা বলেছেন: অসাধারণ ছাড়া আর কিছু বলার নাই
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৫
সাদা মাটা বলেছেন: