নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

যীশু আর জিউসদের যুদ্ধ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

প্রিয় যীশু, তুমি কেমন আছ? তুমি কি এখনো ক্রুশবিদ্ধ গণতন্ত্র?

তুমি কি এখনো গ্যালিলিওর পৃথিবী আর সূর্যের বিধান নিয়ে ব্যস্ত?

এদিকে একপাল নেকড়ে, ঈশ্বর হতে চাইছে, অহর্নিশ পূজোও করে যাচ্ছে

নাহ, তোমার নয়, ঈশ্বরের সন্তানেরা আজ পূজো করছে জাগতিক ক্ষমতার,

তারা জিউস হতে চায়, আমরা অবশ্য তাদের স্বৈরাচারী বলি!



তারা পান করে পরস্পরের রক্ত, আর বলি দেয়, ক্ষমতার লোভে

অক্ষমতার গান হাহাকার হয়, তাদের মুখে শোনায় বেশ্যার অশ্লীল শীৎকার

অবশ্য সে শীৎকার পুরৈপুরি রাজনৈতিক, তারা সংবিধান বাইবেলে সতর্ক করে দেয়,

আহবান জানায় পারস্পারিক হিংস্রতার, তারা ঘোষনা দেয় তারা জিউস!

তাদের কেউ কিছু করতে পারবে না, আসলে কিছু করার থাকবে না!



প্রিয় যীশু, তুমি নেমে এসো ক্রুশ থেকে, আমাদের ধৈর্যরা বাঁধ ভেঙ্গেছে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় যীশু, তুমি নেমে এসো ক্রুশ থেকে, আমাদের ধৈর্যরা বাঁধ ভেঙ্গেছে!
প্রিয় যীশু, তুমি নেমে এসো ক্রুশ থেকে, আমাদের ধৈর্যরা বাঁধ ভেঙ্গেছে!
প্রিয় যীশু, তুমি নেমে এসো ক্রুশ থেকে, আমাদের ধৈর্যরা বাঁধ ভেঙ্গেছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ভাললাগা রইলো .....!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

একজন আরমান বলেছেন:
দারুণ !

সমসাময়িক !

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আরমান

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

আফ্রি আয়েশা বলেছেন: ক্ষমতা লোভীদের চরিত্র - ঈশ্বর হতে চাওয়া . . . দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ফুটে উঠেছে কবিতায় , বলা যায় আসলে, ভাবলে , বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির ছাপও পাওয়া যাচ্ছে :)
যীশু এবং জিউস দুজনকে এক কবিতায় নিয়ে আসা - চমৎকার ।
অসাধারণ কবিতা । আপনাকে কখনো বলা হয়নি - আপনি শুধু ভালো লিখেন না , বেশ ভালো লিখেন :)

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৯

সানড্যান্স বলেছেন: এখানে কেউ কবিতা পড়েনা অথবা আমাদের মত বালের কবিদের কোন দাম নেই এই ব্লগে। সেফ আইডি হওয়ার কারনে কিছুক্ষন প্রথম পাতায় থাকে, তারপর সিন্ডিকেটবাজদের আধিক্যের কারনে আমরা হারিয়ে যাই!

মডুরা নিজেদের পুচ্ছে রাই লাগানো তেল না পেলে আমাদের স্থান নির্বাচিত তে হয় না!!

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.