![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
জ্বলন্ত উন্মাদনার হাহাকারে ডেকে বলি তুমি ...
তুমি,
তুমি কি দেবী নাকি শুধুই নারী ?
তোমার স্পর্শের অহংকারে অর্জিত পুরুষত্ব আমায় , বিক্ষোভ জানায় ,
বিক্ষোভ জানায়
নিঃশেষ হবার বাসনায় ..
শুষে নেও বিস্তৃত এই পাপের ছন্দ
অসহ্য ক্ষুধা আমার ,
কামের গর্জনে আজ যে আমি বড় অন্ধ ..
নগ্নতার মাধুর্যে সৃষ্ট স্বত্তা তোমার ,
মিশিয়ে দেও
মিশিয়ে দেও আমার মাঝে দেবী ,
জাগিয়ে তোলো আজ পবিত্রতার আধার...
আমি শুনেছি তোমার কম্পিত সে বক্ষ ধ্বনি, উত্তেজনায় পিষ্ঠ করেছ
বাড়িয়ে চলেছি শুধুই অসহ্য সুখের গ্লানি ..
তোমার শুভ্র দুটি ঊরুর কম্পনে সুপ্ত
আগ্নেয়গীরির অশান্ত উত্তাপে ,
জাগ্রত হোক অস্তিত্ব আমার ,
আজ চিরন্তন সৃষ্টির উল্লাসে ..
মিশিয়ে দিয়ে সুধা ,
ওষ্ঠে বাড়াও ক্ষুধা
আর যে পারিনা দেবী ,
এ অপেক্ষা আমার করে দিওনা
আজ বৃথা ..
তোমাতে হয়ে একাকার!!!
বিলীন হোক ক্ষুব্ধ স্বত্তা এ আমার ,
তবেই যে জানবো আবার
ওগো তুমি
তুমি কি দেবী ,
নাকি শুধুই নারী ?
অথবা অস্তিত্ব আমার..
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া। হুম বটে, খ্রাপ না!!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫
নীরব 009 বলেছেন: ব্লগে ছোট কেউ নাই। সবাই বড়। বড় মানে বয়সে ছোট হলেও চিন্তা (!!!) বুদ্ধি (!!!) সৌজন্যতাবোধ (!!!) সহ সব দিক দিয়ে বড়...
আজকে ব্লগে এসে একটা কমেন্ট দেখে তাই মনে হল
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১২
সানড্যান্স বলেছেন: খেপেছেন কার উপর?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪২
আফ্রি আয়েশা বলেছেন:
সুন্দর
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!!
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
নীরব 009 বলেছেন:
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১৭
সানড্যান্স বলেছেন:
৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:১৮
সাদরিল বলেছেন: আমাকে দেখে আপনি বলেছিলনে আমি নাকি এখনো বেবী! আমি যে এই কবিতা পড়ে ফেললাম! এখন কি হবে?????
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো
খ্রাপ না ।