![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তুমি যেমন বলেছ আমি ভোদাই
আমি আসলেই ভোদাই, সেই ছোটবেলা থেকে!
সবাই বলত, তুমিও বল, আমি ভোদাই
মজা নাও ভোদাই এর সাথে? নাও না!
কে নিষেধ করেছে? ভোদাই নামটা খারাপ কি?
এত সব চালাক লোকের ভীড়ে, কয়জনেই বা ভোদাই!
বলতে পার? হ্যাঁ, এই, শুনছো? তোমাকেই শুধাই!
বলছি আমি ভোদাই, যেমন তুমি বল!
যেভাবে বাকিরা বলে...
আমি ভো-দাই, আমি ভো-দাই...
খারাপ কি?
বেশ লাগছে শুনতে!
আমি ভো-দাই, আমি ভো-দাই!
নেহায়েতই স্যাটার, নো অফেন্স!
অবশ্য, এই ভো-দাই পায়না ভয়, তোমার ডিফেন্স!
২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, সবাই ভোদাই হইতে পারেনা, তাই কমেন্ট করে নাই, ব্লগের লোকজন হেভী চালু!!
অনেক ধন্যবাদ ভাইয়া!
২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভোঁদাই :!> :!> :!>
২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৬
সানড্যান্স বলেছেন: ভূত হয়ে গেলেন নাকি? চন্দ্রবিন্দু লাগিয়ে দিলেন যে!!
৩| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
অরুদ্ধ সকাল বলেছেন:
মিক্সিং লেখাটা মোটামুটি লাগলো। শুভ কামনা কবি ভ্রাতা___
২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৮
সানড্যান্স বলেছেন: আরেহ ভাই আমি কবি টাইপ কিছুনা, লিখতে ইচ্ছে হয় তাই লিখি, আজকে ভাওবলাম শ্রদ্ধেয় কবি আবুল হাসানের মত কিছু লিখতে পারি কিনা, তাই চেষ্টা করলাম।
ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন।
৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৫
নিশাত তাসনিম বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ভোঁদাই :!> :!> :!>
হা হা হা মজা পাইলাম ।
কবিতাই ভালো লাগা ।
২০ শে মার্চ, ২০১৪ রাত ২:৫৩
সানড্যান্স বলেছেন: এটা একটা সারকাজম বলতে পারেন
৫| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯
হুমায়ুন তোরাব বলেছেন: অবশ্য, এই ভো-দাই পায়না ভয়, তোমার ডিফেন্স!
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪
সানড্যান্স বলেছেন: আসলেই!!!
৬| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সে কেন আপনার মত এত স্মার্ট ছেলেটাকে ‘ভোঁ-দাই’ বলে, ব্যাখ্যা দিন
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৬
সানড্যান্স বলেছেন: কিছু কথা থাকনা গুপন!!
ধন্যবাদ মন্তব্যের জন্য!
ভাল থাকবেন।
৭| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০০
আফ্রি আয়েশা বলেছেন:
অশ্লীল
২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
সানড্যান্স বলেছেন: নতুন নাকি?
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই কেউ কমেন্ট করেনা বলে আমি একখান কমেন্ট করলাম।
ধন্যবাদ।