নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

প্রথম চিঠি, প্রথম চুম্বন

২০ শে জুন, ২০১৪ রাত ১২:৪৯

এই ছেলে, এদিকে আসো

ধর তো স্যান্ডেলের ব্যাগটা, বাহ, তুমি তো আগের চেয়ে আরো শুকিয়েছ!!

-হ্যা, তুমি পূর্ণ যুবতী হয়েছ!সুন্দরীও হয়েছ বেশ!!

--চুল আচরাওনি কেন? এত বছর পর দেখা, একটু ভদ্রস্থ হয়ে আসবে না?

-অভ্যাস নেই, আসলে আমার চিরুনী নেই!

--এ ক্যামন কথা? শার্টের উপরের বোতাম খোলা কেন? তুমি কি মাস্তান?

ইশশ...আবার কনুই পর্যন্ত ফোল্ড করা!

-নাহ, আসলে আমি এরকম ই, চলো ভেতরে যাই।

--আমি কিন্তু বেশীক্ষন বসতে পারব না, আমার অনেক কাজ, আরে! কি ব্যাপ্পার ব্যাগ আমার দিকে এগিয়ে ধরে আছ কেন? সামান্য স্যান্ডেলের ব্যাগ ধরে রাখতে কষ্ট হচ্ছে?

-না মানে, মেয়ে দের ব্যাগ...

--ধরতে দিয়েছি, ধরে রাখো...চল ভেতরে!

তোমার বাসা কই? কল্যাপুরেই?

-হ্যা, তোমার?

--নন্দী পাড়া

-এটা কোথায়?

--এইতো, এখান থেকে শ' দেড়েক টাকা রিক্সা ভাড়া।

-আমি কি আজ দিয়ে আসতে পারি, তোমাকে?

--রিক্সায় আজে বাজে কিছু করবে নাতো? সেফ করার অজুহাতে?

-নাহ, অভ্যেস নেই!

--চলো তাহলে, অনেক রাত হয়েছে, আজ আর নাইবা বসি, এই মামা যাবেন, বাসাবো, নন্দী পাড়া?

-আমি বাসাবো চিনিনা, নন্দী পাড়াতো দূরের কথা। আমি বাসায় যাব কি করে?

--ঠিক আছে, যেওনা!!

-নাহ, সিএনজি করে যাব হয়ত!

--সরে বস, গায়ে গা লাগাচ্ছ কেন?

-কই? ওহ স্যরি, রাস্তার ঝাকুঁনিতে...

--ইশশ, আবার বলে অভ্যাস নেই! ডানে চেপে যাও আরো!

কয়জনের সাথে এরকম ঘুরেছ রিক্সায়?

-অভ্যাস নেই, তুমি দ্বিতীয় জন!

আগের জন গাড়ী প্রেফার করত!

--শোন, আমার সাথে ঘুরতে চাইলে রিক্সায় ঘুরতে হবে, আমার গাড়ী নেই।

-যদি তোমাকে নিয়ে সারা দুনিয়া ঘুরতে চাই, তখন?

--কেন? তুমি রিক্সা চালাবে, আমি পায়ের ওপর পা তুলে দিয়ে সিটে আরাম করে বসব, পারবে না?

-এটা সম্ভব?

--ওকে, তাহলে স্বপ্ন দেখো না, তোমাকে আমি কিছু বলিনি, তুমিই চেয়েছিলে!

-আমি রিক্সাওয়ালা হব, তুমি প্যাসেঞ্জার হবে, গ্রীস থেকে দক্ষিন মেরু পর্যন্ত!

--ওরে ঢং!!!!

-

------------

---

--

গল্প শেষ!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:৫৬

আহমেদ নিশো বলেছেন: শিরোনামের কিছুই গল্পে পাইলাম না। নাকি আমি দেহি নাইক্কা।

২০ শে জুন, ২০১৪ রাত ১:০৭

সানড্যান্স বলেছেন: Click This Link

২| ২০ শে জুন, ২০১৪ রাত ১:০৮

একজন ঘূণপোকা বলেছেন: তোমার বাসা কই? কল্যাপুরেই?
-হ্যা, তোমার?[/sb


---সত্য কাহিনী মনে হচ্ছে ;)

২০ শে জুন, ২০১৪ রাত ১:১৪

সানড্যান্স বলেছেন: হ্যা, আপনার বাসাস কই? বাসাবো? :)

৩| ২০ শে জুন, ২০১৪ ভোর ৪:২২

মৃদুল শ্রাবন বলেছেন: চুম্বনড়া কি ঐ রিক্সায় হয়েছিল?

২০ শে জুন, ২০১৪ ভোর ৪:৫৮

সানড্যান্স বলেছেন: বাংলাদেশে রিক্সায় প্রেম করে যে প্রেমিকা রে চুমু খতে পারে নাই, তার মত অভাগা আর নেই!!!

নেন এইটা শুনেন

Click This Link

৪| ২০ শে জুন, ২০১৪ ভোর ৬:২৩

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।

২০ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৬

সানড্যান্স বলেছেন: আর আমার যে মন খারাপ হল!!!!

অনেক ধন্যবাদ ভাই!!!!

৫| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৮

আফ্রি আয়েশা বলেছেন:
চমৎকার :)

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সানড্যান্স বলেছেন: :)

৬| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: একটা ছবির অভাববোধ করছি এখানটায় ...
সুন্দর লেখা ...

৭| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

আকিব আরিয়ান বলেছেন: সুন্দরররর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.