![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
এই যে আপনি, এক বাচ্চার মা, এদিকেই আসুন, হ্যা আপনাকেই আমি খুঁজছি!
দেখুন, আমি কাউকে ব্যথা দিতে চাইনা। না আপনাকে, না আপনার সন্তান কে। মনে কস্ট নিবেন না, ইমার্জেন্সীতে এসে কারু রেফারেন্স দিবেন না। আপনার স্বামী নেই তো কি হয়েছে? ম্যায় হু না!
আজকের বয়ান খুব গুরুত্বপূর্ণ। এর আগে এক স্ট্যাটাসে ইরশাদ ফরমাইয়াছিলাম, আমি মাঝে মাঝে পুরো দেশের দায়িত্ব নিই, সারা দেশ আমাকে স্যার ডাকে। আজ আমার সেরকম দিন ছিল। তো হয়েছে কি জানেন? আজকের শতকরা ৮০ ভাগ রোগী ছিল শিশু! আপনার শিশু হাত-পা-কোমর ইত্যাদি ভাংবে, অবশ্যই ভাংবে, না ভাঙ্গলে এত গুলো মানুষ আমরা, আমাদের পেট চলবে কি করে? কিন্তু আপনি আমার বন্ধু মানুষ, আমি চাইনা আপনার সন্তানের কিছু হোক।
ছোট বাচ্চাদের হাড়ের ইলাস্টিসিটি বেশী, বাঁশের কঞ্চির মত, কিন্তু একসময় ইলাস্টিসিটি শেষ হয়, ভেঙ্গে যায় হাড়, তো ব্যাপার কি জানেন? খেয়াল রাখতে হবে, যেন খাট থেকে পড়ে না যায়, খেলতে গিয়ে আছাড় না খায়, বাজারে গিয়ে গাড়ীর তলে পড়ে না যায় ইত্যাদি। হাড় ভাংবে, আপনি আমার কাছে আনবেন, কুনু বেপার নহে, বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, আপনি ইমার্জেন্সীতে এবং আমি স্যার, কুনু রেফারেন্স আসলে / চোটপাট দেখাইলে আপনাকে ইগ্নোর করা হবে। এসময় টানা বারো ঘন্টা ডিউটি চলে এবং আপনার চাইতে ও সিরিয়াস কেস আমার হাতে থাকে, একদম ট্রাক চাপা পড়ে আধমরা, ঠ্যাং এর হাড় মাংস বের হয়ে যাওয়া পেশেন্ট। একটু ধৈর্য ধরতে হবে, আমি আপনাদের সিরিয়াস্নেস বুঝতেই ডাক্তার, বাচ্চা আমার না তো কি হয়েছে, বাচ্চার মা একসময় আমার হতেই পারে! আল্লাহ পাক কার ভাগ্যে কি রেখেছেন বলা যায়?
বাচ্চাদের দুইরকম বেশী হয়, গ্রীণ স্টিক আর কলি'জ ফ্র্যাকচার। আসবেন, জোড়া লাগায় দিব ইংশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনি খাস দিলে চাশত দুয়া করবেন, হুর নাযিল হবে আমার নামে, কই বাত নেহি। তবে আপনারা নাই আসুন, আমি কখনোই চাই না আপনারা আমার রোগী হয়ে আসুন। আর এক বাচ্চাদের মা'দের নোটি ফাই করলাম, কারণ দুই বাচ্চার মা দের এসব অভিজ্ঞতা হয়ে যায়। বুক ভরা ভালোবাসা, মুখ ভরা ফ্লাইং কিস দিয়ে বিদায় নিচ্ছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
সানড্যান্স বলেছেন: বস্তন্ত এসে গেসে কবি!!!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
ইমরান আশফাক বলেছেন: আপনি অর্থোপেডিক্টস?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন: "...............ছোট বাচ্চাদের হাড়ের ইলাস্টিসিটি বেশী, বাঁশের কঞ্চির মত, কিন্তু একসময় ইলাস্টিসিটি শেষ হয়, ভেঙ্গে যায় হাড়, তো ব্যাপার কি জানেন? খেয়াল রাখতে হবে, যেন খাট থেকে পড়ে না যায়, খেলতে গিয়ে আছাড় না খায়, বাজারে গিয়ে গাড়ীর তলে পড়ে না যায় ইত্যাদি।........."
আশা করি আমরা যারা পড়ছি এব্যপারে আরো খেয়ালী হবো।
দারুণ কাজ। ধন্যবাদ আপনাকে
@ইমরান আশফাকঃ উনি হৃদয় ছাড়া সব কিছু জোড়া লাগাতে পারেন
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
মাছুম আহ্মেদ বলেছেন: রোমান্টিক ভঙ্গিতে সিরিয়াস কথাবার্তা
৫| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩
সোহানী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: কবি লিলুয়া বাতাস লেগেছে আপনার গায়ে...
হাহাহা সেলিম ভাই.. এটা একদম ঠিক কথা......
৬| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: কি কন এগুলা! আপনার কাছে তো শেষে রোগীই যাবে না
৭| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:০২
ট্রোল বলেছেন: আরে আপনার পোষ্ট টাই খুজছিলাম, প্রত্যেকদিন পোষ্ট দিবেন
নাইলে বিচারে আপনার শাস্তি দেয়া হবে আজীবন ফাঁসি !!
কথাটা মনে রাখবেন
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২
সানড্যান্স বলেছেন: াআহাআহাহাহাহাহ
৮| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৮
হুমায়ুন তোরাব বলেছেন: প্লাস ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কবি লিলুয়া বাতাস লেগেছে আপনার গায়ে ।যাইহোক ভাল থাকুন ।