![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
লাবণ্য তুই আবার এলি কি করে? সেই আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
তোর জন্য কত কিছু ভুলে গেছি, প্রেম-ভালোবাসা মিথ্যে সব, মিছেমিছি!
লাবণ্য তুই আবার এলি কি করে? তোর বোচা সেই চ্যাপ্টা নাকে ফিরে?
লাবণ্য তুই আবার এলি কি করে? সে আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
তোর সেই চিকন সরু ঠোঁট দুটিতে আমায় ডুবিয়ে! তোর মাদকতায় ভুলিয়ে?
তোর হাসিতে মাড়ি বের হয়ে যাওয়া দাঁতে, তোর কামড়ের দাগ নিয়ে?
লাবণ্য তুই আবার এলি কি করে? সেই আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
সেই পুরনো বুনো গন্ধ নিয়ে? কামার্ত আহবানে উন্মত্ত আমাকে উষ্ণ করে?
সব কিছুতে মিল নিয়ে, সাথে সেই পুরনো প্রেম নিয়ে, আমাকে বান ভাসিয়ে!
ছোট্ট হাতের করতলে, ইচ্ছে করে খামচে দেয়া সে লাল টুকটুকে নেইলপলিশে?
লাবণ্য তুই আবার এলি কি করে? তোর ছোট্ট দুটি গোটা গোটা পায়ে!
লাবণ্য তুই আবার এলি কি করে? সে আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
সানড্যান্স বলেছেন: আপনার নাক বোচা, না?
২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: সাধারন কিছু প্রশ্নে অসাধারন কিছু সরল অনুভুতি ফুটিয়ে তুলেছেন। ভালোলাগায় আপ্লুত হইলাম ভাই। সত্যি সুন্দর, অবশ্যই সুন্দর।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
সানড্যান্স বলেছেন: নেক অনেক ধন্যবাদ, আন্তরিকতার সাথে!
৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪
রাইসুল নয়ন বলেছেন: লাবণ্য তুই আবার এলি কি করে............
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬
সানড্যান্স বলেছেন: সে ই তো প্রশ্ন রে ভাই!
ভাল আছেন?
৪| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬
মায়াবী রূপকথা বলেছেন: অন্যরকম লেখা। শুভকামনা
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ।
আচ্ছা, অন্যরকম কিরকম?
৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:০৬
সাদরিল বলেছেন: আপনি আবার ফিরে এলেন কি করে? সেইসব কবিতা নিয়ে?
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
সানড্যান্স বলেছেন: তোমাদের জন্য স্পেশালী!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৫
তাশমিন নূর বলেছেন: লাবণ্য তুই আবার এলি কি করে? সেই আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
তোর জন্য কত কিছু ভুলে গেছি, প্রেম-ভালোবাসা মিথ্যে সব, মিছেমিছি!
লাবণ্য তুই আবার এলি কি করে? তোর বোচা সেই চ্যাপ্টা নাকে ফিরে?
লাবণ্য তুই আবার এলি কি করে? সে আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
চমৎকার কবিতা।