![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
মেমসাহেব, তুমি যদি বল,
প্রয়োজনে কিনে নেব প্রথম আলোর হেডলাইন!
বিবিসি-সিএনএন লাইভ ব্রডকাস্ট করবে আমাদের!
নিত্য-নতুন খুনসুটির গল্পে ভরে যাবে ওয়েব পোর্টাল গুলো!
মেমসাহেব, যদি ইচ্ছে কর
ভালোবাসার সুর ছড়িয়ে দেব নাসার স্যাটেলাইটে মহাকাশে!
ক্রেমলিন-হোয়াইট হাউজ মিলিত হবে ভালোবাসার আহবানে!
হামলা করবেনা আইএস, একদিনের জন্য নীরব থাকবে আল-কায়েদা!
মেমসাহেব, যদি তুমি চাও,
আফ্রিকায় বিতাড়িত হবে সব সামরিক সরকার, গণতন্ত্র হবে পুনর্বাসিত!
ইজরিয়েল কে বাধ্য করব প্যালেস্ট্যাইন কে স্বীকৃতি দিতে!
আমার কসম, হিজবুল্লাহ একদিন রকেট ছুড়বে না বৈরুতে!
মেমেসাহেব, তুমি শুধু একবার বল!
মেমসাহেব, তোমার বলার, চাওয়ার, ইচ্ছের অপেক্ষায়!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৬
নাবিক সিনবাদ বলেছেন:
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২
অপ্রতীয়মান বলেছেন: মেমসাহেব আদৌ এইসব আর্তনাদের আহবান শুনছেন তো??
ছন্দময় ভাব প্রকাশে ভালোলাগা
৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
শামছুল ইসলাম বলেছেন: কবিত আমার ভালই লেগেছে তবে যার (মেমসাহেব) জন্য লিখেছেন তার প্রতিক্রিয়াটা জানাটা আপনার জরুরী।
ভাল থাকুন। সবসময়।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
আবদুল্লা আল ফয়সাল বলেছেন: মেমেসাহেব কোথায় এখন??
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সাড়া দাও মেম সাহেব !
ভালো লাগলো ++