![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
যে App টি আপনাকে বুয়েটে চান্স পাওয়াবে, বাচাঁবে কারওয়ানবাজারে সবজি বেচাঁ থেকে-
আমার পুরনো বন্ধুরা জানেন আমি একসময় বেশ কিছু কবিতা লিখেছিলাম। কালের বিবেচনায় বেশীরভাগ ই হয়ত মানোত্তীর্ণ হয়নি, তবু ভালোবেসে ভালোবাসাকে হারিয়ে সেই শোক গুলো তুলে ধরেছিলাম কবিতায়। Ferdous Nahian Mugdho সম্পূর্ন নিজের প্রচেষ্টায় আমার কিছু কবিতা নিয়ে এপটি বানিয়েছেন, তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমার প্রিয় বেশ কিছু কবিতা সে বাদ ও দিয়েছে! যেহেতু আমি এসব পারিনা, তাই আমাকে তার জবরদস্তি মেনে নিতে হয়েছে। এপের নাম দিয়েছিল সে-সান ড্যান্সের পকেট কবিতা! সে যাইহোক, কবিতা ঝালমুড়ি কিংবা নেহায়েত চিনেবাদাম নয়, তাই তাকে এপের নাম বদলাতে বাধ্য করা হয়েছে। আপনাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে এপ টিকে ভবিষ্যতে আপগ্রেড করবেন বলে কথা দিয়েছেন। এপটি ডাউনলোড করবেন কিনা আপনার ব্যাপার! বুয়েটে পড়বেন নাকি সবজি বেচঁবেন, এখনি ঠিক করে নেন! মাত্র দেড় মেগাবাইটে লোডশেডিং এর সময় আপনাদের সহায়ক হবে ভেবেই আপনাদের জন্য করা হয়েছে এই এপ! প্লে স্টোরে যেয়ে লিখুন- (বাঙ্গলায়) সানড্যান্সের কবিতা অথবা লিঙ্ক ফলো করুন। ধন্যবাদ মুগ্ধ কে, ধন্যবাদ আপনাদের!
লিনক:
সানড্যান্সের কবিতা
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: দারুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অলরেডি নামানো হয়ে গেছে। বরাবরের মতই তেলেসমাতি কবিতা স্যাম্ভাইয়ের।