![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভাল লাগে বলে লিখি। আমার সব লেখা নিজের জন্য।
বিয়ের আগের রাতে নাকি কনেকে অনেক নিয়ম মেনে চলতে হয়। যেমন, একা ঘুমানো যাবে না,মুরব্বীদের সাথে ঘুমাতে হবে...আরো কত কি(!)।
এসব নিয়মের বাড়াবাড়ি দেখে মেয়েটি হয়ত সারারাত ঘুমাতেই পারে না। বিয়ে নিয়ে ছোটবেলা থেকেই মেয়েরা স্বপ্ন দেখে, সেই সুখস্বপ্ন যখন সত্যি হবার পথে তখন না ঘুমানোই স্বাভাবিক। তবে সবার বেলায় সেটা হয় না। এই যেমন আমি, কোন চিন্তা ভাবনা ছাড়াই সেই রাত্রি কেটে গেছে। আমি জানতাম, ওদের ক’জন আসবে আমাদের বাসায়, দুইপক্ষের মতের মিল হলে হয়ত এনগেজমেন্ট হতে পারে। তাই টেনশাণ ছাড়া এক ঘুমে রাত্রি শেষ। বেলা ১০টায় আম্মুর ডাকাডাকিতে বিছানা ছেড়ে উঠলাম।
বেলা ১২ টায় তিনি ফোন করলেন,
ঃ আমি কি চাঁদপুর আসবো? (তার যে এইমাত্র ঘুম ভেঙ্গেছে বেশ বুঝতে পারছিলাম)
ঃ আপনি কি করতে আসবেন? আপনি আসলেওতো আমাদের বাসায় আসতে পারবেন না।
ঃ আপনি কি শাড়ি পরবেন?
ঃ জানি না। হয়ত...
ঃ শাড়ি পরেন। সবাই চলে গেলে আমি আপনাকে দেখতে আসবো।
ঃআজব(!)।
কি করে?
ঃ আপনি আপনাদের বাসার গেটে আসলেই হবে।
ঃ আমি পারব না। এটা সম্ভব না।
রাত ৯ টা। আবার তার ফোন। এতক্ষনে এনগেজমেন্টের অনুষ্ঠান শেষ। কিছুক্ষণের মধ্যে মেহমানরা চলে যাবেন।
ঃ আপনাকে না বলেছিলাম, কাবিনের কথা বললে রাজি হবেন না।
ঃ আরে... আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কি রাজি নাকি? (আমি সত্যি খুব অবাক)
ঃ তাহলে এখন ভাইয়া আমাকে আপনাদের বাসায় আসতে বলছে কেন? আমি ঢাকা চলে যাচ্ছি।
ঃ আপনাকে আমি আসতে বলেছি? চলে যান আপনি। (কথা শুনে মনে হচ্ছে আমার কথায় তিনি ঢাকা থেকে এসেছেন। মেজাজ খারাপ করিয়ে দিয়েছে)
তারা একটা শাড়ি এনেছে। অদ্ভুত সুন্দর শাড়িটা। আম্মু এসে বলল শাড়িটা পরতে হবে। আমি কি শাড়ি পরতে জানি? আমাকে তো শাড়ি সবসময় লাবনী পরিয়ে দেয়। এটা নাকি বিয়ে বাড়ি। আম্মু আর কাকী ছাড়া বাসায় মহিলা বলতে আর কেউ নেই। আমার শাড়ি আমি-ই পরলাম। কবুল পরাতে এসে দুই হুজুর ঝগড়া শুরু করলেন। একজন বলছেন ‘কবুল’ বলতে, আরেকজন বলছে, ‘আলহামদুল্লিল্লাহ’ বলতে। ভয় পেয়ে কি বলেছি মনে করতে পারছি না। কোন অনুভূতি হচ্ছিল না। হাতে মেহেদি নেই, অথচ বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হবার পর আন্টি আকাকে বললেন আমার হাতে একটু মেহেদি দিয়ে দিতে। আকা নিজের হাতেই মেহেদি দিতে পারে না, তবু চেষ্টা করল আঁকাবুকি করার। শুক্রবার ফুল পাওয়া যাচ্ছিল না। আন্টি অনেক কষ্টে ফুলের দোকান থেকে ফুল এনে রুমটা সাজিয়েছিল। এখনও মনে পরলে খুব খারাপ লাগে, আমার বিয়ে এভাবে হবার কথা ছিল না। ছিল কি???
রাত ১২টা। ১২টা বাজতেই বাসা পুরোপুরি খালি। ফুল দিয়ে বাসর সাজানো রুমে এরোসল স্প্রে করাতে সে আমাকে বারান্দায় এসে দাঁড়াতে বলল। ঠাণ্ডা বাতাসে যেন স্বস্তি ফিরে পাচ্ছিলাম। সেই সময় সে যেন আমার মনের কথাটিই বলল, “১৪দিন আগে আপনার সাথে আমার প্রথম দেখা। মাত্র চারদিন কথা বললাম, এত দ্রুত আমাদের বিয়ে হবে এটা কখনো ভাবিনি”।
সত্যি এত দ্রুত, কোন মানসিক প্রস্তুতি ছাড়া কারো বিয়ে হয়???
আজ সেই দিন। একে একে তিন তিনটা বছর চলে গেল। আমাদের দু’জনের অনিচ্ছাসত্ত্বেও সেদিন আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। ভালোই হয়েছিল। সেদিন শুধু এনগেজমেন্ট হলে পরে সত্যি বিয়ে আদৌ হত কিনা আমাদের দু’জনেরই সন্দেহ আছে। কিছুদিন আগেও আমাদের খুব মতের অমিল হত। ক’মাস ধরে হচ্ছে না। বরং দু’জনের মতের এখন দারুন মিল। সন্ধ্যে হলেই মন কেমন করে, সে বাসায় এখনও আসছে না কেন? তাকে দেখলেই আমার মুখে হাসি ফুটে উঠে। তার মন খারাপে আমারও মন খারাপ হয়। সে আসেপাশে থাকলে কোন কাজে মন বসে না। সে বিকেলে বাসায় থাকলে তার সাথে থাকা কাটানো মুহূর্তগুলোর জন্য চেম্বারে যাই না। হুমম, আমার মনের অলিগলিতে এখন শুধুই তার বসবাস। “ভালবাসি, অনেক ভালবাসি শুধু তোমাকেই”।
View this link
০৮ ই মে, ২০১৩ রাত ৯:১২
সানফ্লাওয়ার বলেছেন:
২| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৩
আলবিরুনী বলেছেন: লেখাটা পরে ভাল লাগল।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৯
সানফ্লাওয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫০
লিচপেথ বলেছেন: অনেক ভালো লাগলো , আনার বিয়ের গল্প টি পড়ে।
০৯ ই মে, ২০১৩ রাত ২:৩৬
সানফ্লাওয়ার বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৭
রাজীব দে সরকার বলেছেন: ভালো লাগলো পড়ে, সুখের গল্প শুনতে ভালো লাগে
০৯ ই মে, ২০১৩ রাত ২:৩৭
সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৯ ই মে, ২০১৩ ভোর ৪:৪৮
বাংলার হাসান বলেছেন: শীলা শিপা বলেছেন: তাহলে এমন হুট করে বিয়ে হলেই ভাল। ভাবতেই অনেক মজার মনে হচ্ছে। আপনাদের মতের মিল থাকুক চির জীবন অটুট। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেণ।
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৬
সানফ্লাওয়ার বলেছেন: শুধু শীলা শিপা কেন, আপনি কি আমাদের সাথে একমত না? আমাদের সাথে একমত না হলেও কষ্ট করে আমার লেখা পড়েছেন তার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৬
সানফ্লাওয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মনের অলিগলিতে এখন শুধুই তার বসবাস। “ভালবাসি, অনেক ভালবাসি শুধু তোমাকেই”।
ভাল লাগল কথাগুলো।
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৭
সানফ্লাওয়ার বলেছেন:
৮| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮
কেএসরথি বলেছেন: বাহ!
০৯ ই মে, ২০১৩ রাত ১১:০৪
সানফ্লাওয়ার বলেছেন: ধন্যবাদ
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
শুধুই স্বপ্ন বলেছেন: খুব সুন্দর একটা লেখা এবং বাস্তব জীবন থেকে নেয়া। তবে কেন যেন এভাবে বিষয়টা চিন্তা করলে ভয় লাগে,বিয়ে বলে কথা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯
সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। তবে না জেনে শুনে বিয়ে আসলেই ভয়ের ব্যাপার। সবার জীবনে ভাল টা নাও ঘটতে পারে।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
অনেক অনেক শুভকামণা আপনাদের জন্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯
সানফ্লাওয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭
চটপট ক বলেছেন: শীলা শিপা বলেছেন: তাহলে এমন হুট করে বিয়ে হলেই ভাল। ভাবতেই অনেক মজার মনে হচ্ছে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২
সানফ্লাওয়ার বলেছেন: শীলা শিপা কি বলেছেন, সেটা তো দেখেছি, কিন্তু আপনার কেমন লেগেছে সেটা জানা হল না
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
তৌফিক আনজাম বলেছেন: শুভকামনা । আমাদের ভাগ্যে নাই এইসব
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
সানফ্লাওয়ার বলেছেন: কি করে বুঝলেন ভাইয়া, আপনার ভাগ্যে নেই? ভাগ্যের কথা কি কেউ আগে থেকে জানে?
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ৯:১০
শীলা শিপা বলেছেন: তাহলে এমন হুট করে বিয়ে হলেই ভাল। ভাবতেই অনেক মজার মনে হচ্ছে।