নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইসব দিনরাত্রি

প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ায় আমার ভাবনা গুলো, মাঝে মাঝে ওদের ছুঁতে পারি, মাঝে মাঝে হারিয়ে ফেলি...

সানফ্লাওয়ার

লিখতে ভাল লাগে বলে লিখি। আমার সব লেখা নিজের জন্য।

সানফ্লাওয়ার › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

পেছন থেকে আমার অবলা রিক্সাটাকে কে ধাক্কা দিল বুঝার আগেই নিজেকে মাঝ রাস্তায় আবিস্কার করলাম। কাঁচ ভাঙ্গার শব্দের সাথে কিছু লোকের চিৎকারও শুনলাম। মানুষ এখনও মানুষই আছে, তাই তো তারা আমাকে টেনে তুলে রাস্তার একপাশে নিয়ে মাথায় পানি ঢালতে লাগল। মাথার প্রচণ্ড ব্যাথা জল চিকিৎসায় খানিকটা কমে গেল। টের পেলাম ডান হাত নাড়াতে পারছি না। মনটা মুহূর্তেই খুশি হয়ে গেল। যাক বাবা, বাম দিকের কুফা তাহলে কাটল।





আমি এক্সিডেন্ট করলেই চোট পাই বাম দিকে। বাসায় ফিরে কোঁ কোঁ করছি, আর মা কে ডাকছি। মনে হচ্ছে আম্মু কাছে থাকলে আমার ব্যাথা অনেক কমে যেত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শীলা শিপা বলেছেন: আমি ভাবতাম শুধু আমিই কিছুদিন পর পর একসিডেন্ট করি। এখন আপনাকে পেলাম।ভালই হলো।

ব্যাথা পেলেই মার কথা মনে পরে। মা থাকলে আসলেই ব্যাথা কমে যায় অনেকখানি।

তারাতারি সুস্থ হয়ে উঠেন নাহলে আবার একসিডেন্ট করবেন কেমন করে????

২১ শে মে, ২০১৩ রাত ৯:১৭

সানফ্লাওয়ার বলেছেন: ঠিক বলেছেন। আপনার মন্তব্য আমার জন্যে অনেক উৎসাহবাঞ্ছক। ধন্যবাদ।

২| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঘটনাবহুল মাইক্রোব্লগিং! :)

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

সানফ্লাওয়ার বলেছেন: :)

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ছোট ছোট লেখাগুলো ভালই লাগে।


২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

সানফ্লাওয়ার বলেছেন: আপনাদের ভাললাগা টুকুই আমার সঞ্চয়

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০০

নিশি মানব বলেছেন: ছোট্ট লিখা কিন্তু অনেক সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.