![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভাল লাগে বলে লিখি। আমার সব লেখা নিজের জন্য।
তাহার নাম আফিফ। তাহাকে আমি “আফিম” নামে চিনি। মাঝে মাঝেই আমি আর আমার বর ভাবতাম “আফিম” কি করে কাহারো নাম হইতে পারে? কি ভাবিয়া তাহার বাবা-মা এই নাম রাখিলেন? গত দুই বৎসরে এই বালক আমাদের পরিবারকে পরিপূর্ণ করিয়া রাখিয়াছে। আমি এবং আমার বর প্রতিদিন বাসায় এসে প্রথমেই বারান্দায় চলিয়া যাই। যদি তাহাকে দেখা যায় (!), তাহার সাথে গল্প করিয়া আমরা আমাদের অপূর্ণ আশা খানিকটা মিটাইবার চেষ্টা করি। সে আমাদের বারান্দার ছেলে, কারন আমাদের সাথে তাহার কেবল বারান্দাতেই দেখা এবং কথা হয়। কেননা, এই বাসা দুইটির বারান্দা মুখোমুখি
এবার বলি, কি করিয়া আফিম আফিফ হইয়া গেলো। সেদিন তাহার জন্মদিনে প্রথম তাহার বাসায় গিয়ে দেখি কেকের উপর এবং দেয়ালে “আফিফ” লেখা। আমার বর কিছুতেই মানতে রাজি না, এতদিন আমরা তাহাকে ভুল নামে ডাকিতাম। তাহার ভাষ্যমতে, আফিমের পিতামাতা ভুল নাম এখন লিখিয়াছেন।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
সানফ্লাওয়ার বলেছেন: লেখাটা পুনরায় পড়ুন, বুঝতে পারবেন।
২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক বুঝলাম না
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
সানফ্লাওয়ার বলেছেন: কি বুঝলেন না?
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২
নিকষ বলেছেন: "আমাদের অপূর্ণ আশা খানিকটা মিটাইবার চেষ্টা করি"
অপূর্ণ আশাটা কি?