নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইসব দিনরাত্রি

প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ায় আমার ভাবনা গুলো, মাঝে মাঝে ওদের ছুঁতে পারি, মাঝে মাঝে হারিয়ে ফেলি...

সানফ্লাওয়ার

লিখতে ভাল লাগে বলে লিখি। আমার সব লেখা নিজের জন্য।

সানফ্লাওয়ার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা গোল!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

খুব ছোটবেলায় এক রাতে আব্বুকে নির্বাচন নিয়ে খুব বিরক্তি প্রকাশ করতে দেখেছিলাম। 'অর্থনীতি'র অধ্যাপক হিসেবে অধ্যাপনা করার অপরাধে তাকে পোলিং এজেন্ট হিসেবে এক প্রত্যন্ত অঞ্চলে যেতে বলা হয়েছিল। না গেলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিবেন। সেখানে সহিংসতার ভয়ও ছিল। দীর্ঘশ্বাস ফেলে আম্মু বলেছিল, "সাবধানে থেকো, কি আর করবা?"



সেবার নির্বাচনের ফলাফল দেখে আব্বু মিটিমিটি হাসছিল। বলেছিল, "ভোট কেন্দ্রে কেউ যায়নি, তারা আবার বিপুল ভোটে জয়লাভ করেছে। হাহ! নির্বাচনের নামে প্রহসনের কি দরকার?"



সেদিন আমার মুক্তিযোদ্ধা বাবার কঠিন কথা আমি বুঝতে পারিনি। বুঝতে শেখার পর থেকে এরশাদ কে প্রেসিডেন্ট দেখেছি। সে-ই প্রেসিডেন্ট থাকবে এটাই তো স্বাভাবিক। নির্বাচন, প্রহসন এসব শব্দের মানে কি?



পৃথিবীটা গোল। তাই বোধ হয় সব কিছু ঘুরে ফিরে আসে। হা হা হা!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনার মুক্তিযোদ্ধা বাবার জন্য শ্রদ্ধা রলো।

এরশাদ ৯ বছর প্রেসিডেন্ট থাকার পরও লাথি ইত্যাদি খাওয়ার জন্য ও ভায়াগ্রার ফ্যাক্টরী খোলার জন্য রাজনীতি করছে। তবে, এরশাদের সময় থেকে এখ সময় কঠিন।

আপনি আবার শিবিরে নাম লিখায়ে ফেলিয়েন না।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫১

সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখা কথাগুলোর অনেকটাই আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা। আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইল।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

সানফ্লাওয়ার বলেছেন: আমার বাবা আজ আর পৃথিবীতে নেই। থাকলে হয়ত কষ্ট পেতেন সেদিন যুদ্ধ করেছিলেন বলে। আমি তার স্বপ্ন কে খুব কাছ থেকে দেখেছি।
দুই নেত্রীর দড়ি টানাটানিতে আমাদের গলায় যে ফাঁস আটকে গেছে, এটা দেখলে খুব কষ্ট পেত আমার বাবা।

অনেক অনেক শ্রদ্ধা রইল আপনার বাবার জন্য।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১

নিশি মানব বলেছেন: গাজা কেন খাবে মেননদা ?
লিখাটা তো অনেক সুন্দর হয়েছে।
আপনার তো বরং বাহবা দেওয়া উচিৎ ছিল।
কেনযে এমন করেন আপনারা বুঝিনা!

এসব অর্থহীন মন্তব্যের কারনে ঝরে পড়ে অনেক প্রতিভাগুলো।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সানফ্লাওয়ার বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

মেনন আহমেদ বলেছেন: আপনাদের বোঝার ভুল হয়েছে,আমি পাঠক১৯৭১ কে ঘাতক১৯৭১ বলি।

আর সানফ্লাওয়ার এর লেখাটা অবশ্যয় অনেক ভালো হয়েছে।

ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত,মাফ করবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

সানফ্লাওয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। ধন্যবাদ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০২

মামুন নজরুল ইসলাম বলেছেন: 'পৃথিবীটা গোল। তাই বোধ হয় সব কিছু ঘুরে ফিরে আসে।'
হুম, অনেক ভাল লিখেছেন, + দিলাম। :-)

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সানফ্লাওয়ার বলেছেন: :)। ধন্যবাদ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

ভিটামিন সি বলেছেন: মামুন নজরুল ইসলাম বলেছেন: 'পৃথিবীটা গোল। তাই বোধ হয় সব কিছু ঘুরে ফিরে আসে।'
হুম, অনেক ভাল লিখেছেন, + দিলাম। :-)

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

সানফ্লাওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ভিটামিন সি :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬

মুহসিন বলেছেন: +

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০

সানফ্লাওয়ার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮

সংগ্রামী বালক বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

সানফ্লাওয়ার বলেছেন: ধন্যবাদ

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

শীলা শিপা বলেছেন: সবকিছুই ফিরে আসে...ঠিক বলেছ আপু...

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

সানফ্লাওয়ার বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.