নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইসব দিনরাত্রি

প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ায় আমার ভাবনা গুলো, মাঝে মাঝে ওদের ছুঁতে পারি, মাঝে মাঝে হারিয়ে ফেলি...

সানফ্লাওয়ার

লিখতে ভাল লাগে বলে লিখি। আমার সব লেখা নিজের জন্য।

সানফ্লাওয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কাকে বলে?

১৩ ই মার্চ, ২০১৫ রাত ৩:১০

স্বাধীনতা কাকে বলে?
আমরা একটি স্বাধীন জাতি। কি কি করার স্বাধীনতা আমাদের আছে??
যেহেতু আমি জন্মেছি স্বাধীন দেশে, তাই পরাধীনতা আর স্বাধীনতার পার্থক্য আমি বুঝতে পারি না

আজ লোকাল বাসে এক বৃদ্ধ কাকে কাকে যেন মোবাইলে মাননীয় জনৈক প্রতিমন্ত্রীর সাথে দেখা করানোর কোন ফাঁক ফোকরের ব্যবস্থা করা যায় কি না জানতে চাইলেন। অপরপক্ষ সম্ভবত তাকে সংসদে দেখা করতে বললেন। বৃদ্ধ সরসে বললেন, তিনি তো সংসদে যান না, তিনি বসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অপরপক্ষ অপারগতা প্রকাশ করলে তিনি ফোনের লাইন কেটে আনমনে বলে উঠেন, "সোনার চাঁদ পিতলা ঘুঘু"। এসব শুনে আমরা বিমলানন্দ পেলেও এক মাঝবয়সী যাত্রী ক্রুদ্ধ হয়ে বৃদ্ধকে হুমকি দিতে শুরু করেন, পারেন কি মারেন। বলতে থাকেন, "জানেন এসব কথা পাবলিক বাসে বলার জন্য আপনি এরেস্ট হবেন। জানেন আমি কে? আর একটা কথাও বলবেন না। সখ কত মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে চায়"।
বৃদ্ধ সবিনয়ে জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা। কোন কিছুকে তিনি ভয় পান না। মাঝবয়সীকে থামাতে না পেরে শেষে বলেন, ঠিক আছে আমি আর কথা বলব না, বুঝতে পেরেছি আপনি অনেক বড় স্যার।

বাকিটা পথ বৃদ্ধ বিমর্ষ হয়ে চুপচাপ বসে থাকেন। আমিও বিমর্ষ হই। আমার মত অনেকেই...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



স্বাধীন বৃটিশ, স্বাধীন আমরা; এখানে মিল; আছে হাজারো গরমিল।

২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ২:১৭

সানফ্লাওয়ার বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.