নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি। সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল

সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল › বিস্তারিত পোস্টঃ

ছবিতে সেন্টমার্টিন্স ভ্রমণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অনেকদিন পর ছবিগুলো দেখলাম প্রায় ৪ বছর আগে তোলা। হঠাৎ মাথায় আসলো ছবিগুলো দিয়ে একটা পোস্ট দেয়া যায়। যেই ভাবা সেই কাজ দিয়ে দিলাম আর কি! সো আর কথা নয় এইবার ছবি দেখেন-


টেকনাফ থেকে জাহাজে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর ঐ পাড়ে মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে।


সেন্টমার্টিন্সগামী জাহাজ


যাওয়া আসার সময়ে এ পাখিগুলো আমাদের অনেক আনন্দ দিছে। চিপস দিলেই ওরা কাছে আসে, আমাদের সাথে অনেক্ষণ ছিলো।


আকর্ষনীয় সমুদ্রের নীল পানি


ঐ দূরে সেন্টমার্টিন্স জাহাজঘাট দেখা যাচ্ছে।


কোড়ালময় সেন্টমাটিন্স


অসাধারন এ কোড়ালগুলোই সেন্টমার্টিন্স এর বিশেষত্ব। মডেল: হাকিবুল ও তার বন্ধু।


সেন্টমার্টিন্স বিচে সূর্যাস্তের আগে তোলা ছবি।


আছড়ে পরা সমুদ্রের ঢেউ


অসাধারন সৌর্ন্দযর্মন্ডিত সেন্টমার্টিন্স এ একঝাক তরুন


মাছ হাতে মডেল মুজাহিদ


ন্যাচারাল বিউটি


সম্ভবত এ কারনেই সেন্টমার্টিন্স এর অপর নাম নাড়িকেল জিঞ্জিরা।


বারবিকিউ পার্টির জন্য সংগৃহীত মাছ। মডেল: তানভীর


আফটার বারবিকিউ


বারবিকিউ

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছি, বারবিকিউ দেন :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

সানহিমেল বলেছেন: ওকে, বারাবকিউ হবে ব্রো।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ছবি এবং ভ্রমণ পোষ্টের ভক্ত আমি, আপনার চমৎকার পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

সানহিমেল বলেছেন: আপনার ভাল লাগাতে আমি খুশি। অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

সানহিমেল বলেছেন: দেখেই মনে হচ্ছে অসাধারন হবে খেতে, ভাল লাগলো। খেতে পারলে আরো ভাল লাগতো। আসেন একসাথে খাই।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


যেখান থেকে যাত্রা শুরু, সেখানে নাফ নদী কতটুকু প্রশস্ত, আরাকান দেখা যায়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সানহিমেল বলেছেন: টেকনাফ থেকে শুরু করেছিলাম নাফ নদী দিয়ে। নদী খুব বেশী বড় নয় এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব ক্লিয়ারলি দেখা যায়।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে লন্চ ফন্চ ডুবেছে নাকি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

সানহিমেল বলেছেন: সম্প্রতি এরকম কোন খবর পাইনি তবে ওখানে শীতের সিজনে বিশেষ করে ভ্রমণ মৌসুমে যাতায়াতের ভাল ব্যবস্থা থাকে লঞ্চ, জাহাজ বাট বর্ষাকালে কিছুই যায়না শুধুমাত্র ট্রলার যায় ঝুঁকিপূর্নভাবে। সিবিচ হিসেবে সেন্টমার্টিন্স সত্যিই অসাধারন আর রিসোর্ট গুলোও ভাল। আমরা নীল দিগন্ত রিসোর্টে ছিলাম ছড়ানো ছিটানো ছোট ছোট ঘর একবারে ন্যাচারাল পরিবেশ। ওদের খাবার দাবার ও ভাল ছিলো।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

আবু ছােলহ বলেছেন:



''চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে লন্চ ফন্চ ডুবেছে নাকি?''

-আচ্ছা, ফন্চ কি?

সুন্দর পোস্ট!

ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

সানহিমেল বলেছেন: গানের সাথে টানের ব্যাপারটা যেরকম লঞ্চের সাথে ফঞ্চের ব্যাপারটা ও অনেকটা সেরকমই মনে হয়। ধন্যবাদ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

সানহিমেল বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

কালীদাস বলেছেন: এই বারবিকিউ নিয়া কয়েকটা ইডিয়ট যেই পেইন দিছিল সেন্ট মার্টিনে। মনে পইড়া গেল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

সানহিমেল বলেছেন: আসলে ভ্রমনে গেলেে এরকম ছোটখাট অনেক ঘটনাই ঘটে থাকে। ধন্যবাদ

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

জুন বলেছেন: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো সেন্ট মার্টিন দ্বীপে একাধিকবার যাবার সুযোগ হয়েছে । তারপর ও মনে হয় আলেকবার যেতে হবে । আপনার তোলা ছবিগুলো সেই সৌন্দর্য্যকে যেন শতগুন ফুটিয়ে তুলেছে । খুব ভালোলাগলো দেখে ।
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

সানহিমেল বলেছেন: সেন্টমার্টিন্স আসলেই অনেক সুন্দর। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.