নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি। সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল

সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল › বিস্তারিত পোস্টঃ

ছবিতে কুয়াকাটা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০


কুয়াকাটা সিবিচে সূর্যাস্তের আগে তোলা। একমাত্র কুয়াকাটাতেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সূর্যাস্তের ছবিটা দিতে পারিনাই কারন সকালবেলা কুয়াশা ছিলো সূর্যাস্ত দেখতে পারিনাই।


কুয়াকাটা শুটকি পল্লীতে মাছ শুটকির দৃশ্য।


শুটকি পল্লীর ভিতরে মাছ শুটকির জন্য ঝুলিয়ে রাখা হয়েছে।


শুটকি করার প্রসেসিং চলছে, মাছ কেটে লবন মাখানো হচ্ছে।



লাল কাকড়া।কাকড়াগুলো খুবই দ্রুত ছোটে কাছে যাওয়ার আগেই পালিয়ে যায় নতুবা গর্তের ভিতর ঢুকে যায়। দূর থেকে দেখতে অসাধারণ লাগে।


লাল কাকড়ার চড়ে লাল কাকরা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য ছবি ভাল আসে নাই।

কুয়াকাটা বৌদ্ধমন্দির


বৌদ্ধমন্দিরের পিছনে ঐতিহ্যবাহী কুপ


বৌদ্ধমন্দিরের পিছনে ঐতিহ্যবাহী কুপের ভিতরের ছবি


পাশে যে বোট দেখতে পাচ্ছেন এগুলোতে সমুদ্রের ভিতরে ঘোরা যায়, বিভিন্ন সমুদ্রের ভিতর দিয়ে বিভিন্ন স্পটে যাওয়া যায়, ঘুড়তে ভালই লাগে।


বিশাল সিবিচে সাদা শামুক খন্ড পরে আছে। দূর থেকে দেখতে অসাধারন লাগছে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

সানহিমেল বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২

জুন বলেছেন: বহুবছর আগে কুয়াকাটা গিয়েছিলাম যখন সাঝের আলো নেভার আগেই সেই জনশুন্য বীচে রাতের আধার নেমে আসতো । ত্রিসীমানায় ছিলোনা কোন দোকানী তার পশরা সাজিয়ে। ছিলোনা কোন ঝালমুড়িওয়ালা। তখন বীচের পাশেই ছিল নারকেল বাগান । যার অনেকগুলোই ছিল সৈকত জুড়ে । তবে এরই মাঝে শুটকী পল্লীটি ঠিক আপনার ছবির মতই ছিল । সেখানে দেখেছিলাম তখনই সমুদ্র থেকে শিকার করে আনা অজস্র হাংগর আর স্টিং রে । হাংগরের ফিনের শুটকির নাকি সাউথ ইষ্ট এশিয়ার দেশগুলোতে ব্যাপক চাহিদা বলে জানালো শুটকি নির্মাতারা।
আপনার ছবিতে সেই পুরোনো কুয়াকাটাকে আতিপাতি করে খুজে আসলাম :)
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

সানহিমেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনার বিস্তৃত মন্তব্যের জন্য। তবে কুয়াকাটার অবস্থা এখন অগের থেকে অনেকটা চেইঞ্জ হয়েছে স্পটগুলো অাকর্ষন বেড়েছে , জীবন যাত্রার মান উন্নত হয়েছে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি সুন্দর ।তবে ছবি কম হয়ে গেছে আরও দিতেন । আমিও গেছি কুয়াকাটা ভালই লাগে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

সানহিমেল বলেছেন: আসলে পোস্ট দেয়ার উদ্দেশ্যে তখন ছবিগুলো তোলা হয়নি এ কারনে বেশীর ভাগ ছবিই ছিলো আমাদের নিজেদের ছবি ষেখান থেকে খুঁজে খুঁজে কিছু ছবি দেয়া হয়েছে তবে নেক্সট টাইম বিস্তারিত দেয়ার চেষ্টা করবো। অনেক ছবিই বাদ পরেছে তন্মধ্যে রাখাইন মার্কে ট অন্যতম। ধন্যবাদ অাপনাকে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

আলভী রহমান শোভন বলেছেন: শুঁটকি পল্লীর ছবিগুলো এবং কাঁকড়ার ছবিটা সুন্দর এসেছে। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

সানহিমেল বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

সানহিমেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.