নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি। সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল

সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার তাগিদ অনুভব করি

সানহিমেল › বিস্তারিত পোস্টঃ

বান্দরবান ভ্রমণকালীন মনোমুগ্ধকর কিছু দৃশ্য(ছবি ব্লগ)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০


বান্দরবান যাওয়ার পথে প্রথমেই পড়ে স্বর্ণ মন্দির। স্বর্ণমন্দির এর মনোমুগ্ধকর দৃশ্য সবার নজর কাড়ে।


স্বর্ণমন্দির এ উঠতে হলে দীর্ঘ সিড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে হয়। সিড়ির সর্বশেষ ধাপ, স্বর্ণমনিদরে প্রবেশ মুখ দেখা যাচ্ছে।


অসাধারন সৌন্দর্য মন্ডিত বান্দরবানের একটি ঝর্ণা সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ এর পাশে গেলে এমনিতেই মন ভাল হয়ে যায়। ঝর্ণার আরো কিছু ছবি নিচে দেয়া হলো।







নীলাচল পর্যটন স্পট বান্দরবান। সত্যিই অনেক সুন্দর জায়গা। সুন্দর সাজানো গোছানো ভাল লাগবে। সবচেয়ে বড় কথা হলো এখান থেকে বান্দরবানের পুরো ভিউ দেখা যায়। উচু নিচু পাহাড়ী এলাকা দেখতে চমৎকার লাগে। নীলাচল এর কিছু দৃশ্য নিচে দেওয়া হলো।








ঝুলন্ত ব্রিজ , মেঘলা পিকনিক স্পট বান্দরবান।

বান্দরবানে আরো সুন্দর সুন্দর অনেক স্পট রয়েছে এবং প্রতিটি স্পটে অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে অল্প কিছু দেয়া হয়েছে। ঘুরতে ঘেলে শুধু বান্দরবানেই অনেক দিন কাটিয়ে দেয়া যায়। এখানকার উঁচুনিচু রাস্তায় চান্দের গাড়িতে ঘোরার মজাই আলাদা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

সানহিমেল বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

হাতুড়ে লেখক বলেছেন: আমার কাছে নীলাচলটা বেশ লেগেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

সানহিমেল বলেছেন: হুম, নীলাচল বেশ সুন্দর তবে বান্দরবান সব ‍স্পটগুলোই সুন্দর। ধন্যবাদ

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক ভাল লাগল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

সানহিমেল বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: ঝুলন্ত ব্রিজ টা সব থেকে ইন্টারেস্টিং লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

সানহিমেল বলেছেন: ব্রিজটাই আসলেই অনেক সুন্দর। হাটার সময়ে দোলে, অসাধারন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সানহিমেল বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ফারজানা আকতার বলেছেন: Nice pictures.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সানহিমেল বলেছেন: থ্যাঙ্কু

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: সানহিমেল ,



সন্দেহ নেই এই প্রকৃতি সুন্দর । কিন্তু তার সাথে মনুষ্যসৃষ্ট স্থাপনাগুলোও প্রকৃতির সাথে মিলেমিশে যদি এই ছবিগুলোর মতোই সুন্দর থাকতে পারতো চিরকাল !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

সানহিমেল বলেছেন: হুম, তাহলেতো খুবই ভালো হতো। ধন্যবাদ

৮| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা বান্দরবানের কোন ঝর্ণা? শৈলপ্রপাত কি?

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

সনেট কবি বলেছেন: সুন্দর+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.