নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুন নাহার সানজিদা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা › বিস্তারিত পোস্টঃ

একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইলো

২৪ শে জুন, ২০১৫ রাত ১২:৪৮

মাঝে মাঝে আমার খুব স্বস্তি লাগে এই ভেবে যে যাক, আমি এমন একটা পরিবার পেয়েছি যেখানে আমি সব পাই। শান্তি লাগে যে আমি ওইসব ছেলে-মেয়ে না যাদের জন্ম কোথায় তা সে নিজেও জানে না। জীবন কাটে তাদের পথে-ঘাটে, যেখানে-সেখানে।

অপরাজেয় বাংলাদেশে এমন অনেক শিশু দেখলাম যারা কিছুক্ষণ এখানে থাকে তো কিছুক্ষণ ওখানে। ঠিকমতো খেতেও পায় না। তাই একবেলা খেতে পারার আশায়, গোসল করে একটু ঘুমাতে পারার আশায় চলে আসে এখানে।

আমরা দূর থেকে তাদের দেখে কাক-কুকুরের মতোই নজর সরিয়ে ফেলি। পরিচয়হীন এসব শিশুরা যে কেমন একটা জীবন কাটাচ্ছে তা তাদের সাথে একটু কথা না বললে বোঝা যায়না।

প্রতিবারের মতো আবারো রমজান এসেছে। সবাই ইপতার পার্টির আয়োজনে মেতে উঠবে আবার। বন্ধু-আড্ডা,হই-হুল্লোড় সবই থাকবে ওতে। আর সেই রেস্টুরেন্টের পাশের রাস্তাতেই হাত পেতে মানুষের দয়ায় পাওয়া কিছু খাবারের দিকে চেয়ে থাকবে পথশিশুরা।

কিছুদিন আগে আমি অপরাজেয় বাংলাদেশের একটি সেন্টারে গিয়েছিলাম। সেখানকার কো-অর্ডিনেটর আমাকে ইফতারের দাওয়াত দিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন, একদিন কিন্তু আপনি এখানে এসে ইফতার করে যাবেন। আরেকদিন নিজে ইফতার করিয়ে যাবেন।

রমজান এসে গেছে। আমার পরিচিত যারা আছেন তাদের কেউ কি এই বাচ্চাদের সাথে একবার ইফতার করবেন? আমি কাউকে জোর করছি না। কারও যদি একবার ইচ্ছে হয় আমাকে জানাবেন?

আমার খুব ইচ্ছে এই বাচ্চারা কিছু শিক্ষিত ও উচ্ছল মানুসের সংস্পর্শে আসুক। তারা কখনো এটা যেনো না ভাবে যে, মানুষ শিক্ষিত হলেই অহংকারী হয়। আমরা তাদের কাছে সমাজের কাছে অবাঞ্চিত।

শুধু একবেলা ইফতার করানোর আহবান জানাচ্ছিনা। এই বাচ্চাগুলোর সাথে একটু পরিচিত হওয়ার , একটু কথা বলে তাদের সম্পর্কে একটু ভাবার। আমার সাথেই করতে হবে তা নয়। নিজেদের উদ্যোগেও দু একটা বাচ্চাকে নিয়ে করতে পারেন।

এমন এক একটা বাচ্চা যে কি তা তাদের সাথে মিশলেই বুঝতে পারবেন :)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: উদ্যোগের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.