নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুন নাহার সানজিদা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনকে এক পলক দেখার জন‌্য গুগলে সার্চ ;)

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সানি লিওনের বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় দেখে বেশ মজা পেলাম। :D

তবে একটু অবাক হচ্ছি এই ভেবে যে, যে সানি লিওনকে এক পলক দেখার জন‌্য সবাই গুগলে সার্চ দিতে দিতে সানি লিওনকে সার্চবারে খোজাঁ এক নাম্বার ব্যক্তিতে নিয়ে এসেছে তার আসা নিয়ে কেনো এত সমালোচনা!

সানি লিওন বিবস্ত্র হয়ে তার শরীর দেখায় বলে সবাই তাকে খু্ব অপছন্দ করে। তাহলে লুকিয়ে লুকিয়ে তাকে ইন্টারনেটে এতোবার খোজা হয় কেনো।

আমাদের দেশে পতিতাবৃত্তিতে থাকা নারীদের বাঁকা চোখে দেখা হয়। ।এটা তাদের পেশা। তাই তারা একাজ করে। কিন্তু খদ্দের না থাকলে কি কেউ দোকান খুলে?
পতিতাদের ঘৃণার চোখে দেখা হয়। কিন্তু যারা তাদের খদ্দের তাদের কেউ প্রশ্ন করেনা।

আজ জিইসি’তে বাসে ওঠার সময় একটা বাস-হেল্পার আমাকে খুব অশ্লীল একটা কথা বলেছিলো। আমি থেমে গিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ছিলাম।
প্রশ্ন করতেই সে উত্তর দিলো, ছি আপা! আমি তো আপনাকে বলিনি। আমার স্টাফকে বলেছি।

আমার তখন খুব ইচ্ছে হচ্ছিলো তাকে বলি, বাসায় আপনার বোনকে এই কথা বলুন ভাইয়া। সে তো আপনার বোন। সে খুব সখ করে আপনার এই কাজ করে দিবে।
কিন্তু রাস্তায় খারাপ ভাষায় তাকে গালি দিয়ে আমিও তার সমকক্ষ হতে চাইনি। তবে এই কথা বলতে না পারায় আমার খুব কষ্ট হচ্ছিলো। সারাদিন এটা আমাকে যন্ত্রণা দিয়েছে।

শুধু আমাদের দেশের নয়। নগ্নতা, যৌনতা সব দেশেই খুব প্রিয়। কিন্তু সেটা লুকিয়ে-চুরিয়ে। কামলালসা সম্পন্ন মানুষগুলো সানি লিওনকে খুব পছন্দ করেন। কিন্তু বাংলাদেশে তার আগমনে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে যারা এমন তুলোধুনা করছেন তারাও ঠিকই খোজ নিচ্ছেন সানি লিওন কোন হোটেলে থাকবে? কোন প্রোগ্রামে জয়েন করবে? কি খাবে? কোথায় যাবে?

মুখে মুখে সবাই খুব সন্নাসী সেজে বসে আছেন। ভেতরে ভেতরে তাদেরও পেট ফেটে যাচ্ছে। ;) ;) =p~

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নগ্নতা, যৌনতা সব দেশেই খুব প্রিয়। কিন্তু সেটা লুকিয়ে-চুরিয়ে। কামলালসা সম্পন্ন মানুষগুলো সানি লিওনকে খুব পছন্দ করেন। কিন্তু বাংলাদেশে তার আগমনে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে যারা এমন তুলোধুনা করছেন তারাও ঠিকই খোজ নিচ্ছেন সানি লিওন কোন হোটেলে থাকবে? কোন প্রোগ্রামে জয়েন করবে? কি খাবে? কোথায় যাবে?

মুখে মুখে সবাই খুব সন্নাসী সেজে বসে আছেন। ভেতরে ভেতরে তাদেরও পেট ফেটে যাচ্ছে। ;) ;) =p~

তা যা বলেছেন!! একেবারে খাসা!!!

আর আমরা যারা দু'চারটে মূখপোড়া আছি-যা মনে তাই মূখে!!!! তাদেরও সকলেই মন্দ চোখে দেখে- আপনারাও ;) :P =p~

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: হাহাহা......বেশ বলেছেন ;)

মুখে মুখে সবাই খুব সন্নাসী সেজে বসে আছেন। ভেতরে ভেতরে তাদেরও পেট ফেটে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.