নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Kisu Katha

Ai Ami

প্রিয় অপ্রিয়

I am a Believer.....

প্রিয় অপ্রিয় › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগ বন্ধের আসল ও নকল কারণ।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:২১

জব্বার সাহেবের ইতিহাস অনেক পুরনো। জব্বার লিখে সামুতে খুঁজলে অনেক কুকর্ম সামনে চলে আসবে। বিজয় তার নিজের প্রোগ্রামিং(দাবি)। এলিফ্যান্ট রোডের কম্পিউটার মার্কেট বন্ধের চেষ্টা।সেখান থেকে গণধোলাই খাওয়া। অভ্র এর বিরুদ্ধে অপপ্রচার ও মামলা। হৃদিক কিবোর্ডের বিরুদ্ধে অপপ্রচার এবং মামলা। এরকম অপকর্মের উদাহরণ প্রচুর। ব্লগটি একটা সময়ে উনার বিরুদ্ধে সরব ছিল। এটাই মূল কারণ। আমি বলছি কারণ সামুতে তার জন্মদিন থেকেই তিনি।তবে সামু পক্ষপাত দুষ্ট এটা অনেকাংশেই সত্য।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অসম্ভব নয় আমার জানামতে ব্লগাররা কেউ উনার পক্ষে তোষামোদ করেন না।

২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: চাটুকারিতায় হয়তো অনেক কিছুই হয়ে যেতো। কিন্তু একজন ব্লগার চাটুকাতা বা তৈলমর্দন এ বিশ্বাসী না।

৩| ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৪:০৬

বলেছেন: জব্বার ছাবের কুকার্য শেষ করে দিলো সবকিছু।
বেডা নাকি আবার কমপিউটার বিগাগানী ---

ব্যাপক ভয় হয় --
সামু পক্ষাপাত দুষ্ট নহে -- কোনভাবেই না -- স্বাধীন মত প্রকাশের একমাত্র বাহন সামুর জয় হোক।

৪| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

রাজীব নুর বলেছেন: জব্বার সাহেবের মানসিকতা যদি এরকম হয় তাহলে উনি দেশের জন্য কি ভালো কাজ করবেন?
মিঃ জব্বার প্লীজ।

৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: নাথিং টু স্যে

৬| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: আসল-নকল উভয় কারণ তিরোহিত হোক, ব্লগে পূর্বে্র পরিবেশ ফিরে আসুক!
মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণের এ ঘৃৃণ্য্ চক্রান্তের অবসান হোক!

৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:০৫

সুমন কর বলেছেন: আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

৮| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কিছুই করার নাই ! এর নীরব প্রতিবাদস্বরূপ আমরা আমজাদ হোসেনের "জব্বর আলী" নাটকগুলো আরেকবার দেখতে পারি| নাকি সেগুলোও ব্লক করে দিতে পারে ? ;)

৯| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জব্বার সাহেবের বিজয় সফটওয়্যার এখন আর কেউ পয়সা দিয়ে কিনে না। উনার মাথায় বাড়ি পড়ছে, তাই উনিও আমাদের মাথায় বাড়ি দিছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.