নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
ভয়
জীবনের ফুটপাতে প্রশ্নের হাটাহাটি
প্রবল ঔদ্ধত্যে নেমে আসে অবিচার
উন্নাসিক জনতা নিরাশায় অচেতন;
গরল অভিভাবক গিলে খায় অধিকার-
উত্তরহীন আমি নির্বাক খুঁজে চলি
জেগে ওঠা প্রশ্নের যুতসই উত্তর;
অলিক প্রশ্ন হয়ে অচেতন পণ্য
সবাই অজান্তেই; দেহটাই উর্বর।
প্রতিবাদ আসে যত অনুত্তীর্ণ সব
কথার অলংকারে; নিশ্চুপ প্রতিরোধ!
কোন উচ্ছ্বাস নেই প্রশ্নমিছিল ঘিরে
ঈর্ষার অঙ্গারে জেগে থাকে প্রতিশোধ;
ফুটন্ত কড়াইয়ে তেলের অভাব কম
হায়েনার হাসি দেয় গৃহদহনের যম।
১৯/০৪/১৩
ময়মনসিংহ
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
সুপান্থ সুরাহী বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা... আমিনুর রহমান ভাই...
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
পুংটা বলেছেন: লড়াই লড়াই লড়াই চাই, লড়াই যেখানে আমি নাই
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই এইডা কী কইলাইন...........?
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লেখসেন। খবর কী?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
কেমন আছেন?
আমার খবর এখনো হতাশার অপর নাম...এই লিংকটা পড়লেই বুঝবেন আশা করি
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
একজন আরমান বলেছেন:
ফুটন্ত কড়াইয়ে তেলের অভাব কম
হায়েনার হাসি দেয় গৃহদহনের যম।
দারুন।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
সুপান্থ সুরাহী বলেছেন:
শুভকামনা... আরমান ভাই...
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল হইছে
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
কবি ভাই...
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ পাঠ।
শুভকামনা।।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
কেমন আছো?
ধন্যবাদ ...
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
সুপান্থ সুরাহী বলেছেন:
আপ্নার + পেয়ে কৃতজ্ঞতা বোধ করছি...
ধন্যবাদ জানবেন সুহৃদ...
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার দারুন একটা লেখা!।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
সুপান্থ সুরাহী বলেছেন:
আপনাকে ধন্যবাদ...
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মানবতাবাদী কবিতা দারুণ হয়েছে!আর একটা মানুষের দূর্ভোগ চাই না।শান্তি চাই।
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ
আমরা শান্তি চাই.....
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
shfikul বলেছেন: +++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
শুভকামনা সবসময়
১১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লেকা ভালৈছে
কৈ থাহেন আজকাল ? দেহিনাক্যা? ভালাছেন?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
থাহি যে কই নিজেই জানিনা যাযাবর জীবন এখন আমার...
১২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ ভালো লাগলো সুপান্থ সুরাহী...
আপনাকে দ্যাখাই যায় না আজকাল।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
সুপান্থ সুরাহী বলেছেন:
আমি আছি আজকাল দৌড়ের উপ্রে...
শুভকামনা আপনার জন্য..........
১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
মুনসী১৬১২ বলেছেন: দুরন্ত
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
সুপান্থ সুরাহী বলেছেন:
সত্যিই!
ধন্যবাদ...
১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
সোহাগ ভাইয়া বলেছেন: onek valo legeche
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ জানবেন ... সুহৃদ
১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দাড়ুন লাগলো কবিতাটা
পেলাচ দিলাম +++++++++++++
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ নিন পাইলট সাহেব...
পেলাস পেয়ে খুশি ...
১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
অদৃশ্য বলেছেন:
'' ঈর্ষার অঙ্গারে জেগে থাকে প্রতিশোধ ''
সুপান্থ
কবিতা দূর্দান্ত...
অনেকদিন পর আবারো আপনার কাছ থেকে দূর্দান্ত একটি লিখা পেলাম... এভাবেই লিখালিখি চলতে থাকুক...
শুভকামনা...
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
সময়টা এতই ক্ষতিবক্ষত যে, মানুষের জীবনের কোন মূল্য নাই। না নেতাদের কাছে না আমলাদের কাছে। চারিদেক একটা স্নায়ূ ক্ষয়ী নীরবতা , শীতল শঙ্কা, অদ্ভুত জীবনবোধ আর তীব্র লোভ দাপিয়ে বেড়াচ্ছে। আগমীর দিনগুলোতে আমাদের কপাল মানচিত্রে কী আছে একমাত্র আল্লাহই জানেন। অস্থির দহন চলেছ হৃদয়তন্ত্রীতে...
কোন আলোর সম্ভাবনা নাই!
যন্ত্রণাময় প্রতীক্ষা একটা স্থিতিশীল শান্তির জন্য!
ভাল থাকুন বাকী ভাই...
১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
নস্টালজিক বলেছেন: ভয়,
আমূলক নয়!
সুপান্থ, শুভেচ্ছা!
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
সুপান্থ সুরাহী বলেছেন:
সেদিন 'মনে চায় শুক্কুর পাগলা হয়ে যাই' খ্যাত কবি শামসুল ফয়েজ ভাই বললেন, ''আমারা যেভাবে চলতাছি আগামি ১০ বছরে দেশটা একটা আফ্রিকান অথবা আফগানিস্তান হয়ে যাবে। এমনটা অমুলক নয়।''
আমি তার কথাটাকে সিরিয়াসলি নিছি। চারদিকে যে বিভাজনের খেল চলচে। তাতে করে ভয়টা এখন গলার মাঝে দলা পাকিয়ে যাচ্ছে।
রানা ভাই একটা প্রতিবাদী গান হোক!
১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী,
"গরল অভিভাবক গিলে খায় অধিকার-"
হুমমম... সত্য কথাটিই বলেছেন । গিলে খায় পাঁচ পাঁচটি বছর ধরে ।
ভয়ে ভয়ে বলি , প্রশ্নটি কিন্তু করেননি !
প্রশ্নটি কি এই - আর কতোকাল জনতা উন্নাসিকতায় আর নিরাশায় অচেতন হয়ে থাকবে ?
শুভেচ্ছান্তে -
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
প্রশ্ন আছে অনেক। সবগুলো প্রশ্ন যখন একসাথে হয় তখন আমি নিজেই আরকেটা প্রশ্ন হয়ে যাই।
ভীষন ভয়ে আছি।
ধন্যবাদ ....
১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
সায়েম মুন বলেছেন: ভয় করতে হবে জয়।
ভাল লিখেছেন সুপান্থ।
আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ জানবেন ...
সুহৃদ!
হ্যাঁ, ভয়কে জয় করার চেষ্টায় আছি..............
২০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
বোকামন বলেছেন:
হূম .... ......। .....
ভালো থাকবেন
শুভকামনা
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
সুপান্থ সুরাহী বলেছেন:
শুভ কামনা...
পাঠে কৃতজ্ঞতা...........
২১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
সায়েদা সোহেলী বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম. +
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
সুপান্থ সুরাহী বলেছেন: ভাল লাগা পেয়ে খুশি হলাম...
ধন্যবাদ...
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫
ভিয়েনাস বলেছেন: পরিস্থিতি দেখে তো তাই মনে হয়...
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
ভালো লাগলো।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
সুপান্থ সুরাহী বলেছেন:
আপ্নাকে ধন্যবাদ...
চারদিকে ভয় কখন কীজানি হয়...!
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লাগলো ++++
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ নিবেন সুহৃদ...
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
তিথির অনুভূতি বলেছেন: ++
শুভকামনা
শব্দ চয়নে ভালো **
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
শুভকামনা আপনার জন্যও........
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। আপনি এত কম আসেন কেন? কেমন আছেন?
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন:
জীবন নদীর ভাঙ্গা তীরে
সময় চলেছে খুবই ধীরে..
আমি আছি
শুধু বাঁচি...
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আল্লাহ আপ্নের স্মৃতি শক্তি ফিরায়া দিক
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
সুপান্থ সুরাহী বলেছেন:
আমীন.........
২৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
নেক্সাস বলেছেন: ফুটন্ত কড়াইয়ে তেলের অভাব কম
হায়েনার হাসি দেয় গৃহদহনের যম।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
শুভকামনা...
সুহৃদ...
২৮| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা।
+++++
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
শুভকামনা সবসময়...
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় ভালো লাগা +++