নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
মনোলগ- ০১
প্রতিটা কষ্টের পর আগামী দিনের পথ চেয়ে
নতুন স্বপ্ন দেখার পরিণত বিবেক আমার
শৈশবের অপ্রাপ্তিতে দুঃখ কাতরতার আবহে
আঁকেনি মগজে তার প্রতিশোধের শপথ চিত্র।
কৈশোরিক উদারতা জীবনের মাঝ পথে এসে
হয়ে গেছে অজান্তেই নির্মম ইতিহাসের পাঠ।
মনোলগ- ০২
পথের ধারে এখন পারবো কি দাঁড়াতে বেখেয়ালে
যেখানে মেঘের দেশে ভেসে যাবো এই দুঃসাহসে
বুনে গেছি কল্প-জাল! ডেকে এনেছি বন্ধু শতেক
খেলার আহ্বানে মাঠে; উড়ে গেছে কত ঊর্ণাজাল।
অজান্তেই বন্ধু আজ বুনে গেছে বিরোধের জাল
আমার চারপাশে দেখি; যুদ্ধ দিনের অঙ্গার ছবি।
মনোলগ- ০৩
নাহ! আর যাবোই না! কেন আজ এতটা বিরোধ?
এক সাথে বেঁচে থাকি; সহাবস্থানেই পাবো সুখ।
এতটা উদারতার কী পেয়েছো? একি পিছু টান!
আরে! কী বলিস মন? রক্ত-প্রপাত হবে নির্ভয়ে!
আমার বিশ্বাসে যদি ঠেলে দেয় ঘৃণার বারুদ;
দৃপ্ত শপথেই জাগবো; ডাকুক যতই মন্দ নামে।
মনোলগ- ০৪
জীবনের আগন্তুক মায়াবী দিনগুলো কেটে যাবে
তোমাকে নিয়ে অথবা প্রজন্মের এগিয়ে চলায়
নস্টালজিক হয়ে একা; অনুভূতির মগজ চাষে
ফিরে এলে মোহকাল; কতটা আপন হবে তুমি?
মোহকাল সে তো ছিল প্রথম স্পর্শের জড়তায়
ফিরবে কি তোমার চোখে মত্ত-মায়াগ্রস্থতার সুখ?
১৭/০৪/১৩
বিরই, গফরগাঁও
মনোলগ- ০৫
এতটা পথ হাটার আগেই যদি যেনে যেতাম
কোথায় আমার শেষ হবে জীবন-গল্প-কথন
সময় পথের বাঁকে যত সুখ কুড়িয়ে পেতাম
নির্মোহ বিশ্বাসে শুধু সপে দিতাম রত্ন-যতন;
হতো না নিজের মাঝে সহসাই নিজের পতন
চলতো না জীবন ভর পাপিষ্ট এ দেহের বহন।
মনোলগ- ০৬
নিজের প্রতি অযথা নির্ভর করে আত্মবিশ্বাসী
আমি ধারণ করিনি জনকের অভিজ্ঞ আদেশ
অন্ধ উচ্ছ্বাসে ছুটেছি সহজ পথে স্বপ্নপিয়াসী
নিরন্তর নতহীন খোঁজে গেছি সুখের আবেশ;
সুখের হাটে বারবার ব্যর্থ হয়ে স্বপ্ন দেখা শেষ
আমায় ঘিরে জমেছে স্বজনের মনে ঘেন্না-শ্লেষ।
মনোলগ- ০৭
যতটা উদার হলে নপুংশক হওয়া সহজ
কিংবা বন্ধুঅন্তপ্রাণ; অবচেতন পরোপকারী
নিত্য অন্ন অন্বেষণ যখন অঘোষিত ফরজ
কতটা আর তখন হই উদার চেতনাধারী;
অন্ন তালাশের পাপে! এখন আমার শূন্য বাড়ি
অসহ্য দহনে পুড়ে; সয়ে যাই বন্ধুদের আঁড়ি।
মনোলগ- ০৮
স্বপ্ন দেখানোর দায়ে যদি চাই তোমাদের বিচার
অথবা ‘কাগজ’ দিয়ে অহংকারী বানিয়ে দেবার
জন্য আদালতে যাই; লিখি কষ্ট-ব্যথার ফিচার
পারবে কি সেই যন্ত্রণা; নিজের ভেতর নেবার?
এত কান্নার গমক ভেসে যাবে শূন্যে কত আর!
জনতার নামে কেন ক্যানভাস বানাবে লাঞ্চনার?
১৯/০৪/১৩
ময়মনসিংহ
মনোলগ- ০৯
উত্তরাধুনিক চিন্তারা- সব আমার ভেতরে থাক
অতি ভাবনায় কেনো বাড়িয়ে যাবো অযথা চাপ
সময়টা বড্ড বিরূপ চারপাশে অন্ধকারের ডাক
অভিযোজিত হচ্ছিনা বলে যাও আমাকে খারাপ;
অনুকূল স্রোতে চলে নেবোনা জাতির অভিশাপ
সায়াহ্ণে আসুক নেমে চাইনা জীবনের অনুতাপ।
২১/০৪/১৩
মুঠোফোনে,
ময়মনসিংহ থেকে বাসে বাড়ি আসতে
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
সুপান্থ সুরাহী বলেছেন:
তাই!
অনেক অনেক... থেঙ্কুস লইন........
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
একজন আরমান বলেছেন:
এক আর চার বেশি ভালো লেগেছে।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
সুপান্থ সুরাহী বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা...
ভাল থাকবেন
সবসময়...
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: আজ আর কমেন্ট দিতে শক্তি পাচ্ছি না। এখন সাভারের বাতাসে মেহনতি জনতার হাহাকার!
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
সুপান্থ সুরাহী বলেছেন:
মনটা এখন ভীষণ খারাপ.......
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো একটা সিরিজ।
ভালো লাগলো।।
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
ভাল থাকা হোক সবসময়...
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল।
০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
শুভকামনা সবসময়...
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। চিন্তায় মিলও পেলাম।
০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন:
তাই নাকি হামা ভাই!
ধন্যবাদ...
ভাল থাকবেন সবসময়...
৭| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
সুপান্থ সুরাহী বলেছেন:
কবির ভাল লাগায় ধন্য হলুম...
৮| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১
অদৃশ্য বলেছেন:
সুপান্থ
সবগুলো লিখাই চমৎকার লেগেছে আমার... আশাকরছি সামনে আরো ভালো লিখা পাবো...
বাসে মুঠোফোনে কিছুক্ষন চাপাচাপি করলেই আমার মাথা ঘুরায়... বিগ প্রব্লেম...
শুভকামনা...
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন:
বাকী ভাই !
অনেক ধন্যবাদ...
দুয়া চাই যেন আরো ভাল লিখতে পারি...
আর বিগ প্রব্লেম নিয়া কিছু কবার চাইনা!
৯| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: মনোলগ- ০৩ টা চমৎকার লাগলো !
১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ...
আমার মনোকথন আপ্নাদের ভালগায় আমারো ভাল লাগতেছে...
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বেরি বেরি গুড হৈছে