নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসো তোমার নিজস্বতায়

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০২





রং হারানো শিমুলের শরৎ-মেঘের পরিণতি

অথবা কাশবনের শরৎ অভিসার শেষে বিরহ সময় দেখার পর

... ... ...অজান্তেই সময়ের প্রতি বড্ড ক্ষেপে ওঠে আমার মন

... ... ...চোখের সীমানায় স্মৃতির দিগন্ত

... ... ... ... ... ... ... ... ... ... হয়ে ওঠে এ্যান্টিকস স্থিরচিত্র

একটা ড্রামাটিক নৈঃশব্দ্য নেমে আসে কুয়াশানির্জন রাতের মত

... ... ... ... ... ... ... ... ... ... ... আমার অপেক্ষার আঙ্গিনায়...



আমি তোমার সেই পুরনো পথের খোঁজে ভেঙ্গে ফেলি ইগোর দেয়াল

সময়ের আঘাতে তোমার সব; প্রত্নতাত্ত্বিক গবেষণায় কাল্পনিক সমাধান!



দৃষ্টিসুখ তুমি গতিময় বিস্মৃতি হতে চাও মনের গতির চেয়ে দ্রুত!



মেঘের সুখ বৃষ্টি

আলোর সুখ রোদ

চাঁদের সুখ রাতের আঁধার

জলের আশা বাষ্প উড়াল

রঙের মায়া চোখের জ্যোতি!



আর!

আমার সত্ত্বা সজীব তোমার স্মৃতির উত্থানে

ফিরে আসো আবারও একান্ত তোমার নিজস্বতায়...

... ... ... ... ... হেসে উঠুক ড্রামাটিক নৈঃশব্দ্য।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের লাইনটা মাথায় ঘুরবে ২/১ দিন !

কেমন আছেন? নতুন জব কেমন চলছে?

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

সুপান্থ সুরাহী বলেছেন:
তাই! একটা আশা জাগানিয়া কমেন্ট!


আছি আলহামদুলিল্লাহ।
চলছে ক্লাস আর প্ল্যান করে... ভালই তো লাগতেছে...

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ১ম ভাল লাগা ।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

আপনি তো নিয়মিত আসেন ব্লগে।

আমি পুরাই খাপছাড়া...

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত +++

হেসে উঠুক ড্রামাটিক নৈঃশব্দ্য। - দারুন একটা লাইন

তা চাকুরী কেমন চলছে ?

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আমিন ভাই ধন্যবাদ...


এই লাইনটাই পুরো কতিতাটার জন্ম দিল...


আর চাকুরী চলছে ... আলহামদুলিল্লাহ...


ভাল থাকুন সবসময়...

৪| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: রং হারানো শিমুলের শরৎ-মেঘের পরিণতি
অথবা কাশবনের শরৎ অভিসার শেষে বিরহ সময় দেখার পর
... ... ...অজান্তেই সময়ের প্রতি বড্ড ক্ষেপে ওঠে আমার মন
... ... ...চোখের সীমানায় স্মৃতির দিগন্ত
... ... ... ... ... ... ... ... ... ... হয়ে ওঠে এ্যান্টিকস স্থিরচিত্র
একটা ড্রামাটিক নৈঃশব্দ্য নেমে আসে কুয়াশানির্জন রাতের মত
... ... ... ... ... ... ... ... ... ... ... আমার অপেক্ষার আঙ্গিনায়...
শুরুতেই মুগ্ধতা !

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আপ্নার মুগ্ধতা যেন আমার চোখে ভেসে ওঠছে!!!

আমি তা অনুভব করছি...

ধন্যবাদ পাঠ ও উৎসাব্যঞ্জক মন্তব্যের জন্য...


শুভকামনা সবসময়...

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভ্রাতা +++++++++++

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

সুপান্থ সুরাহী বলেছেন:
আপ্নাকেও অনেক ধন্যবাদ...

ভাল থাকবেন সবসময়...

৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

ড্রামাটিক নৈশব্দ ...খুবই সুন্দর প্রকাশ !

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
পনিপু ধন্যবাদ নিয়েন...

শুভকামনা সবসময়...

৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

অদৃশ্য বলেছেন:




সুপান্থ

চমৎকার হয়েছে লিখাটি... আরাম লাগলো পড়তে


ভালো থাকা হোক
শুভকামনা...

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগছে আপনাকে পাঠ-আরাম দিতে পেরে।


ভাল থাকবেন সবসময়...


৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

সায়েম মুন বলেছেন: হেসে উঠুক ড্রামাটিক নৈঃশব্দ্য
--------ভাল লাগলো সুপান্থ। শুভকামনা সব সময়।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ আপনাকে...

সবসময় কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য....

৯| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

~মাইনাচ~ বলেছেন: শেষটায় অনেক চমৎকার

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ নিন!


আচ্ছা সবাই চায় প্লাস বাট আপনি কেন মাইনাচ হইলেন?

১০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ... ... ... ... ... ... ... ... ... ... হয়ে ওঠে এ্যান্টিকস স্থিরচিত্র
একটা ড্রামাটিক নৈঃশব্দ্য নেমে আসে কুয়াশানির্জন রাতের মত
... ... ... ... ... ... ... ... ... ... ... আমার অপেক্ষার আঙ্গিনায়.


সুন্দর কবিতা! বিষেশ করে শব্দের কারুকাজ ভালো লেগেছে!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার কাজ কিন্তু আরো ভাল লাগে।


ধন্যবাদ...

মনোযোগী পাঠের জন্য...

১১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো ভাই।
রাতেই পড়ছিলাম, ঘুম কাতুরে চোখ মন্তব্য করতে দিলো না :)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

সুপান্থ সুরাহী বলেছেন:
দুর্জয় কেমন আছো...

নানা কারণে বেশ কিছুদিন ব্লগে আসতে পারিনা।

তোমাদের ভাললাগা আমাকে বাঁচার এবং লেখার প্রেরণা দেয়...


ভাল থাকো সবসময়...

১২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক + ভাইয়া।


কেমন আছো???


১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
শায়মাপুর কমেন্ট মানেই প্রেরণা...


ভালাছি...

ধন্যবাদ...

১৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

মামুন রশিদ বলেছেন: ড্রামাটিক নৈঃশব্দ্যে ভালোলাগা জানিয়ে গেলাম । :)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ

ভাললাগা পেয়ে খুশি হলুম...

১৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

হুপফূলফরইভার বলেছেন: যেমন করে হয়ে উঠে,
মেঘের সুখ বৃষ্টি
আর বৃস্টির সুখ রংধনু?

ঠিক তেমন করেই খুজে নিয়ো
চাঁদের সুখে আঁধার
আর সেই আধারে আমার সুখ তুমি তুমি.. কেবল তুমি?

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন:
আমর মনে হয় এই কবিতার সফরল্য এটাই যে হুপুকে লগিন করতে হয়েছে...


আর কী কমু!

১৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

মেঘের সুখ বৃষ্টি
আলোর সুখ রোদ
চাঁদের সুখ রাতের আঁধার
জলের আশা বাষ্প উড়াল
রঙের মায়া চোখের জ্যোতি!


এই লাইনগুলো অসাধারণ!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগছে বলে আরাম পাচ্ছি...

এই লাইনগুলো দেখে ভাবছিলাম কেউ হয়তো বলবে আরে এগুলোতো কমন...

কিন্তু আপ্নার কথায় কবিসুলভ অহংকার চলে এল!

১৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো কবিতা ।
শুভকামনা রইলো।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ ...


শুভকামনা আপনার জন্যও...

১৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

রেজোওয়ানা বলেছেন: চমৎকার কবিতা সুপান্থদা।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

ভাল থাকবেন সবসময়...

১৮| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার !!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা সবসময়...

১৯| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মাক্স বলেছেন: পাঠমুগ্ধ!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ নিন...


ভাল থাকুন সবসময়...

২০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার সত্ত্বা সজীব তোমার স্মৃতির উত্থানে
ফিরে আসো আবারও একান্ত তোমার নিজস্বতায়...
... ... ... ... ... হেসে উঠুক ড্রামাটিক নৈঃশব্দ্য।



ভাললাগা রেখে গেলাম।

++++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ

ভাল লাগা পেলাম...

ভাল থাকুন...

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
ফিরে আসো আবারও একান্ত তোমার নিজস্বতায়...
... ... ... ... ... হেসে উঠুক ড্রামাটিক নৈঃশব্দ্য।


চমৎকার একটা কবিতা।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ


ভাল থাকবেন...

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ কবিতা ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

২৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তোমার সেই পুরনো পথের খোঁজে ভেঙ্গে ফেলি ইগোর দেয়াল
সময়ের আঘাতে তোমার সব; প্রত্নতাত্ত্বিক গবেষণায় কাল্পনিক সমাধান


অস্থির কবিতা ++++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

আপনআর সাম্প্রিতক পোস্টটি আমার খুব কাজে আসবে...

ধন্যবাদ...

২৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমি তোমার সেই পুরনো পথের খোঁজে ভেঙ্গে ফেলি ইগোর দেয়াল

লাইনটা খুব ভালো লাগলো। পুরো কবিতাটা চমৎকার।

শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

আপনার কমেন্ট মানেই উৎসাহ...

শুভকামনা সবসময়.............

২৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

ময়নামতি বলেছেন: আমদের জন্য আপনি ফিরে আসবেন মনে হচ্ছিল..............


কেমন আছেন সুপান্থ ভাই।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
আলহামদুলিল্লাহ...


ব্লগ একটা অদম্য ভালবাসার নাম... না এসে উপায় নাই...

২৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

সানড্যান্স বলেছেন: ঠিক এরকম হলে আপনার সাথে মেলে না, ফাকিবাজি করেছেন, ওই যে বলে না শেষ হইয়াও হইল না শেষ!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

সুপান্থ সুরাহী বলেছেন:
কেমন হলে আমার সাথে মেলে? বস!


পাঠে কৃতজ্ঞতা...

শুভকামনা...

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

লেখোয়াড় বলেছেন:
বাংলা কবিতায় ইংরেজী শব্দের ব্যবহার কারণটাকি জানাবেন দয়া করে?
ড্রামাটিক নৈশব্দ............ নৈশব্দ এর আগে একটি বাংলা শব্দ মনে হয় বেশি মানাতো।

সুপান্থ!!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
লেখোয়াড় ভাই কোন করণ নাই! হঠাৎ রুচি বদলাতে গিয়ে এমনটা হয়!
লেখার সময় এত কারণ-টারণ মনে থাকে না ...


হ্যাঁ একটা বাংলা শব্দ দেয়া যেত। মানাতো কিনা সেটা তর্ক সাপেক্ষ!

তবে আমি এই কিবতাটি লিখার আগে মাথায় বেশ কিছু দিন ' ড্রামাটিক নৈঃশব্দ্য' শব্দদ্বয় ফিরে ফিরে আসছিল...

এই দুটি শব্দকে ঘিরেই কবিতাটির জন্ম... এবার বাকীটা আপনার হাতে...

২৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

ইমন কুমার দে বলেছেন: মুগ্ধ!!!! অনেক দিন পর!!!!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
আরেহ্ আপনি!

কেমন আছেন?

ধন্যবাদ নেন...

আর হ্যাঁ অনেক দিন পর পরই আসা হয়। জীবন যে তার প্রয়োজনে আটকায়!!

২৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

লেখোয়াড় বলেছেন:
উত্তর সুন্দর হয়েছে।
ভাল লাগল।

আসলেই তো কবিতার আবার সীমারেখা কি কিংবা বাংলা -ইংলিশ কি।
মনের অনুভূতি বলতে পারলেই হলো।

সুপান্থ, আবার কথা হবে।
ভাল থাকুন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১২

সুপান্থ সুরাহী বলেছেন:


''আসলেই তো কবিতার আবার সীমারেখা কি কিংবা বাংলা -ইংলিশ কি।
মনের অনুভূতি বলতে পারলেই হলো।''

পুরোটা একমত হতে পার্লামনা! যথযথ প্রয়োগটা দরকার। আমি অনুভূতি প্রকাশ করতে এমন কিছু শব্দ ব্যবহার করলাম যে দৃষ্টিকটু হয়ে গেল অথবা বাংলিশ হয়ে গেল ! সেটা কাম্য না।

আর শুরুতে বলা কতাটায়ও আছে আপত্তি! নাম যখন আছে তার একটা পরিচয়ও আছে। কবিতা যেহেতু একটা পরিভাষা তার একটা অবয়ব থাকতেই হবে...

ধন্যবাদ কথা হবে আবার...

৩০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

সাগর রহমান বলেছেন: ড্রামাটিক নৈঃশব্দ্য.... শব্দটি খুব মনে ধরলো।
নৈঃশব্দের দারুন আয়োজন।
কবিতায় বরাবরের মুগ্ধতা সুপান্থ কবি।

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ

কেমন আছেন... কবি?

পাঠে কৃতজ্ঞতা জানবেন...

৩১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

শাহেদ খান বলেছেন: চমৎকার কবিতা !

অন্য অনেকের মত 'ড্রামাটিক নৈঃশব্দ্য' শব্দটা সত্যি মনে ধরল !

শুভেচ্ছা, সুপান্থ ভাই !

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শাহেদ

সুখে থাকো সবসময়...

৩২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

বোকামন বলেছেন:
ফিরে আসো আবারও একান্ত তোমার নিজস্বতায়...

খুব সুন্দর কবিতা !
ভালোলাগা রইলো

ছবিটাও বেশ ! আপনি তুলেছেন ?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

পেছনের লেখায় কমেন্ট করায় আবারও ধন্যবাদ...


আর হ্যাঁ ছবিটা আমার মোবাইলে তোলা...

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

রাইসুল নয়ন বলেছেন:

শুরুর ছবি থেকে শেষের সামাজিকতা পুরটাই একটা আক্ষেপি আয়োজন!!

ভালো লাগলো কবি!!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন:
কম কথা বিশাল ক্যানভাসের কমেন্ট...

ধন্যবাদ... কবি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.