নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

সমার্থক

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২





স্বাক্ষর নিতে হয় তোমার; এইটুকো অধিকার

জিহ্বাটা বড্ড বেড়ে গেছে খাদক তোমাদের!

খাওয়ার লোভে পাইকারি করো

. . . . . . নির্ধারণ করে দাও জীবনের দাম

. . . . . . . . . . ঘামের শ্রমে অন্ন যোগাতেও

কমিশন দিতে হয়; তোমাদের পুঁজিহীন আড়তে...



প্রাণিজগতে সম্ভবত কুত্তাদের জিহ্বাটা সবচেয়ে দীর্ঘ!

লা-ওয়ারিশ কুকুর যত খেতে চায় যত্রতত্র

সুযোগ পেলে খেতে খেতে হয়ে যায় নাদুসনুদুস

সময়মত কুকুর-মুগুর সমার্থক হয়ে গেলে

. . . . . . . . . . . . .. জীবন হাতে চলে উল্কা দৌড়...



লম্বা জিহ্বার দোষে জীবন প্রদীপ নিভে অপঘাতে- জলাতঙ্কে!



কালের প্রেক্ষাপটে বুদ্ধিমান কুত্তারা মানুষ হয়ে যা...

তওবার দরোজায় লেগে আছে অসংখ্য দাবীর অর্গল।









১৯.০৭.২০১৩

রাজনগর

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++ :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

কবি,
কেমন আছেন?

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

রোজেল০০৭ বলেছেন: চমৎকার !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা...

স্বাগতম আমার ব্লগে...

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

বোকামন বলেছেন:
সমার্থক, সামর্থক এবং সমার্থক ........।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ বোকামন...

মনটা আপনার বোকা হলেও মাথাটা আপনার ঠিকই বুদ্ধিমান...

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন সমার্থক ++++++++

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন:


প্লাস পেয়ে আমুদিত...

সমার্থক... সমার্থক..............

ধন্যবাদ আপনাকে...

ভাল থাকবেন কান্ডারী....

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ++++++++++++++++++

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

সুপান্থ সুরাহী বলেছেন:

কবি ভাই!!!

এত্ত পিলাস কই রাখমু...?


ধন্যবাদ জানবেন সুহৃদ...

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতার বক্তব্য খুব কড়া

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ

মাসুম ভাই...

ভাল থাকেবন সবসময়...

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লাগসে, তবে বক্তব্যটা ব্যক্তিগত নাকি সর্বজনীন এ নিয়ে ভাবছি।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

সুপান্থ সুরাহী বলেছেন:

সার্বজনীন থেকে ব্যক্তিগত হয়েছে...

এরপর ব্যক্তিগত থেকে সার্বজনীন হয়েছে...


ধন্যবাদ হামা...

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:


দারুন সমার্থক ++++++++

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

ভাল থাকেবন সবসময়...

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল আছি।
আপনি কেমন আছেন কবি?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
এই তো!

আলহামদুলিল্লাহ...

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১

নস্টালজিক বলেছেন: লম্বা জিহবার লোভে জীবন প্রদীপ নেভে অপঘাতে!



সমার্থক- ভালো লাগসে!

আরও শক্ত হয়ে, আরও সরাসরি ধরা পড়ুক দ্রোহ-


তোমার হৃদকলমে!



শুভেচ্ছা, সুপান্থ!


২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার সুভাশীষ পেয়ে ধন্য...


ভাল থাকুন


গানে কবিতায় আর শব্দপাখি হয়ে...

১১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: ঝাঝালো। বেশ লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন সদাসর্বদা...

১২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা মেটাফরিক কবিতা। অনেক ভালো লাগল।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
সুন্দর কমেন্ট...


ধন্যবাদ

ভাল থাকুন সবসময়...

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

সোমহেপি বলেছেন: দ্রোহ কলম ফুড়ে বেরিয়ে আসুক।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০২

সুপান্থ সুরাহী বলেছেন:

আজ বড়ো দ্রোহের অভাব
বাড়ছে তাই চুরির স্বভাব

দেশটা নিয়ে ভাবছিনা আর
পেটটা এখন ভরাই সার

ধন্যবাদ...

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

মামুন রশিদ বলেছেন: কবিতার ঝাঁঝটা ভালো লেগেছে ।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

সুপান্থ সুরাহী বলেছেন:
আজ বড়ো দ্রোহের অভাব
বাড়ছে তাই চুরির স্বভাব

দেশটা নিয়ে ভাবছিনা আর
পেটটা এখন ভরাই সার


ধন্যবাদ...

১৫| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

জামিনদার বলেছেন: আমলাদের আসলে কোন পুজি নাই, তারপরো জীবনের প্রদীপ জ্বালাতে সেই আমলা কুত্তাদের সাইনের প্রয়োজন হয়। জিহ্বাটা একটু বেশি বড় হলেতো কথাই নাই। কুত্তার পেটে ভাত যুগিয়েই তবে মানুষ কিছুটা সুখে থাকতে পারে এটা সেই যুগ।

কবিতা চমৎকার। যেখানে শব্দ এবং সাহিত্যের চেয়ে বিষয়বস্থুর জোর বেশি সেখানে কবিতার সমালোচনা করা যায় না।
এখানেই থামলাম।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
জামিনদার ভাই!

দারুণ একটা কমেন্ট করলেন...

বাঁধিয়ে রাখার মত...


আর মনে ধরেছে... এইটা...

যেখানে শব্দ এবং সাহিত্যের চেয়ে বিষয়বস্থুর জোর বেশি সেখানে কবিতার সমালোচনা করা যায় না।

এমন একটা কোট যা কালের পর কাল চালানো যাবে...

১৬| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

অদৃশ্য বলেছেন:




সুপান্থ

দ্রোহের আগুনে পুড়ে উড়ে যাক কিছু আগাছা
যারা এমনেও পুড়বে অমনেও পুড়বে...

ক্ষোভের প্রকাশটা দূর্দান্ত হলো...


শুভকামনা...

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনাকে বিশেষ ধন্যবাদ...

সবসময় আমার সময় অসময়ে দেওয়া পোস্ট গুলো পড়ে উৎসাহ যোগানোর জন্য...


আসুক দ্রোহ
কাটুক মোহ...

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২

ময়নামতি বলেছেন: লম্বা জিহ্বার দোষে জীবন প্রদীপ নিভে অপঘাতে- জলাতঙ্কে!

গভীরে লুকানো কোন অর্ন্তনিহিত বার্তা।++++++++++++++

ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

সুপান্থ সুরাহী বলেছেন:

অর্ন্তনিহিত বার্তাটা হলো দ্রোহ... এবং মুক্তির আওয়াজ...

ধন্যবাদ নজরুল ভাই...


আপনি কেমনাছেন...

১৮| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

প্রাণিজগতে সম্ভবত কুত্তাদের জিহ্বাটা সবচেয়ে দীর্ঘ!
----------------------------------------------
লম্বা জিহ্বার দোষে জীবন প্রদীপ নিভে অপঘাতে- জলাতঙ্কে!
----------------------------------------------------
কালের প্রেক্ষাপটে বুদ্ধিমান কুত্তারা মানুষ হয়ে যা...
তওবার দরোজায় লেগে আছে অসংখ্য দাবীর অর্গল।
----------------------------------------------

শেষের উপদেশ খুব ভালো লাগলো।

কড়া কবিতা।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ

খলিল ভাইয়ের কমরন্ট সবসময় অনুপ্রেরণা...

শুভকামনা নিরন্তর

১৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: জীভটাই সকল সমস্যার কারণ

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সুপান্থ সুরাহী বলেছেন:

সত্য বলেছেন। কঠিন সত্য...


ধন্যবাদ...

২০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

জুন বলেছেন: জিভ অর্থাৎ লোভ আমাদের সমস্ত সমাজকে সবদিক দিয়েই চেটেপুটে খেয়ে শেষ করে দিচ্ছে। আর মাঝখানে আমরা নিরুপায় অসহায় দর্শকের ভুমিকায়।
রাগ ক্ষোভ আর ব্যর্থতা ফুটে বেরুনো দারুন এক কবিতায় + সুপান্থ ।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ জুনাপু।

অনেক দিন পর আমার পোস্টে আপনার পদধুলি পড়ল...

সুন্দর কমেন্টে লাইক...

২১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর সাহেব...


কেমনাছেন?

২২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১

নস্টালজিক বলেছেন: কবিতার অনুবাদ ভালো হচ্ছে সুপান্থ, খুবই ভালো হচ্ছে!

সব এক সাথে শেষ করে পোস্ট করে দাও!

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

সুপান্থ সুরাহী বলেছেন:
রানা ভাই কাজ শেষ। এখন চলছে রিভিশন। একসময় পোস্ট দিব...

ধন্যবাদ ফর ইন্সপায়ারিং...

২৩| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: খেপাখেপি কাব্য!

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

সুপান্থ সুরাহী বলেছেন:
আপু ইফতারি খামু... :P

২৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

হৃদয় রিয়াজ বলেছেন: ভাল লাগল ++++++

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

ভাল থাকবেন....

২৫| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

রাইসুল নয়ন বলেছেন:

অসাধারন,অসাধারন এবং অসাধারণ!!

সংসদ ভবনের গেটে একটা কপি ঝুলানোর কি কোন ব্যবস্থা করা যায়!?

পৃথিবীর সকল কুত্তা মানুষ হোক শান্তি লাভ করুক!!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:

অসাধারণ আইডিয়া...
যদি বাস্তবায়ন করা যায়...


ধন্যবাদ... কবি...

২৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

ত্রিশোনকু বলেছেন: "খাওয়ার লোভে পাইকারি করো
. . . . . . নির্ধারণ করে দাও জীবনের দাম
. . . . . . . . . . ঘামের শ্রমে অন্ন যোগাতেও
কমিশন দিতে হয়; তোমাদের পুঁজিহীন আড়তে..."

-এই লোভটাকে যদি কমাতে পারতাম আমরা।

অপূর্ব কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
কেমনাছেন...

চলেন লোভমানোর একটা আন্দোলন করি...
আপনার সাইকেল চালানো আন্দোলনের মতো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.