নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

নিরুপায় যন্ত্রণা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

চারপাশ যন্ত্রণাময়। ভেতরে কষ্টের দহন। অযাচিত অন্যায়। ক্ষিপ্ত মন-মনন-চেতনা। অসময়ে মন খারাপের আয়োজন। মুর্খতার সীমান্তে আমি! জ্ঞান আমাকে প্রতারণা করে না। প্রজ্ঞা আমাকে সতর্ক করে। অভ্যাস অযথাই টানে উপকার মঞ্চে।



আমার ভুল হয়। আমি ভুলে যাই। ফানুসে পেতে চাই আলোর উচ্ছ্বাস! আবার ফানুসকেই দিয়ে দেই আমার অভিজ্ঞতার দে'শলাই। একসময় সে নেভে যায়। হারিয়ে যায়। সব দায় দিয়ে দেয় আমাকেই। আমি ভেতর-আগুনে ভষ্ম হই। প্রকাশাযোগ্য ক্ষোভে ফিরে যাই পরম সত্ত্বার আঁচলে।



সৃষ্টির অপার রূপমোহে মশগুল আমার যন্ত্রণারা নিরুপায়। আমি মুক্তির আনন্দে হয়ে যাই শব্দকৃষক। অক্ষরের রঙে আঁকি বিষাদহীন ছবি। গড়ে তুলি হৃদয়ের আকুল আন্দোলন...



বেসুরো সুরে স্তব্ধরাতের নীরবতা ভাঙ্গে। অন্ধকার আর অন্ধকারের মালিক ছাড়া কেউ জানেনা। কেউ শোনেনা। আমি গেয়ে যাই ...





তোমার সনে

সঙ্গোপনে

চাই যে মনের কথা বলি

রাতের শেষে

প্রেমাবেশে

নীল বিরহে নিত্য জ্বলি...



মারিফতের

মায়া-পথের

পথিক হবো দিন-রজনী

অশ্রু-নদী

নিরববধি

সাক্ষী হবে তুই অবনী



সাক্ষী রবে

তরিকতের অলিগলি...



কোথায় তুমি

মনো-ভূমি

চায় তোমারই প্রেম-ছোঁয়া

দু’হাত তোলা

আত্ম-ভোলা

করছি আমি অঝর দোয়া





হচ্ছি দামী

হকিকতের পথে চলি...

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

বোকামন বলেছেন:





বাহ্ বাহ্ ! কী চমৎকার !
তৃপ্তপাঠ ...

হে শব্দকৃষক,
খুব গভীরের কিছু অনুভূতি প্রকাশ করতে পেরেছেন।
বেসুরো সুরে এত যাদু !

ভালোলাগা এবং শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার কমেন্ট সাহস যোগাচ্ছে আরো চাষের...

ধন্যবাদ...

ভাল থাকুন সবসময়...

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

সায়েদা সোহেলী বলেছেন: আপনি সবসময়ই ভালো লিখেন , যখন যাই লিখেন না কেন! !! এটিও তার ব্যতিক্রম নয় .

শুভেচ্ছা রইলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার সার্টিফিকেট পেয়ে ভাল লাগলো...


শুভকামনা...

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মারিফত-তরিকত-হকিকত

এবং নিরাবেগীয় আবেশ। চমৎকার!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন:
হ্যাঁ অনেকটাই নিরাবেগীয় আবেশ...


ধন্যবাদ প্রোফেসর স্যার...

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: মুক্তগদ্যের পরেই দারুন গীতিময় লিরিকস..


দারুণ ++

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা...

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

রোকসানা লেইস বলেছেন: অনেকদিন দেখিনা সুপান্থ

ভালোলাগল

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ আপু। অনেকদিন আপনাকেও দেখিনা।


আমি এখন প্রায়ই আসি ব্লগে........

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ভুল হয়। আমি ভুলে যাই। ফানুসে পেতে চাই আলোর উচ্ছ্বাস! আবার ফানুসকেই দিয়ে দেই আমার অভিজ্ঞতার দে'শলাই।
মুগ্ধপাঠ !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ অভি ভাই...


শুভকামনা।
আপনার মুগ্ধতা হোক আপনাতে নিরন্তর...

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

পাঠে মুগ্ধ!!


তোমার সনে
সঙ্গোপনে
চাই যে মনের কথা বলি
রাতের শেষে
প্রেমাবেশে
নীল বিরহে নিত্য জ্বলি...


+++++++++++++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সুপান্থ সুরাহী বলেছেন:
পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ..

তো আছেন কেমন?

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: কোথায় তুমি
মনো-ভূমি
চায় তোমারই প্রেম-ছোঁয়া
দু’হাত তোলা
আত্ম-ভোলা
করছি আমি অঝর দোয়া

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ আপনাকে...

ভাল থাকবেন সবসময়...

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: লেখা এবং কবিতায় ভাললাগা কবি। ভাল থাকবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ আপনাকে...

আপনিও ভাল থাকবেন সবসময়.......

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

অদৃশ্য বলেছেন:




প্রিয় সুপান্থ

এসে এসে ঘুরে যাই... নতুন লিখা পাইনা... পেলাম তাও মাস পর!

খুব ব্যস্ততা যাচ্ছে? তা না হলে মাসে মিনিমাম ৩টা লিখাতো আশা করতে পারি নাকি...

আর এখন যা পড়লাম তা তো অত্যন্ত সুন্দর... একান্ত মনের গভীর ভাবের কথা... খুবই ভালো লেগেছে আমার...

ভাবের কথা কার সাথে হয়? নিজের সাথে... ভালোবাসা বা প্রেমের সাথে... স্রষ্ঠার সাথে...

শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক ধন্যবাদ...

আমি একটু ব্যস্ত সময় কাটাচ্ছি...

পোস্ট কম দেই। কারণ, পোস্ট দিয়ে সময় দিতে পারবো না তাই...

আর হ্যাঁ আমি সবসময় একটা ভাবাগের ভেতরই থাকি...

ভালোবাসাবাসি হয় নিজের সাথে... মহামহিমের সাথে...

ভাল থাকা হোক সবসময়.............

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

একজন আরমান বলেছেন:
চমৎকার মুক্ত গদ্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা সবসময়...

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

রাইসুল নয়ন বলেছেন:
সালাম কবি!
বরাবরের মতই অসাধারণ।

শুভকামনা রইলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ওয়ালাইকুমুসসালাম...

ধন্যবাদ...

ভাল থাকুন কবি...

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

জামিনদার বলেছেন: মারেফতের লিরিক!!! এবারতো হকিকতের লিরিক বানাইতে হবে। তার পর না হয় তরিকত......
এক কথা চমৎকার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সুপান্থ সুরাহী বলেছেন:
সেইটা আপনে বানাইবেন.............

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর ! কিছু অনকমন শব্দের ব্যবহার দারুণ!

তোমার সনে
সঙ্গোপনে
চাই যে মনের কথা বলি
রাতের শেষে
প্রেমাবেশে
নীল বিরহে নিত্য জ্বলি...

উপরের অংশটা নিচের মত করে পড়লাম!

তোমার সনে
সঙ্গোপনে
মনের কথা বলি
রাতের শেষে
প্রেমাবেশে
নীল বিরহে জ্বলি...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

মাসুম ভাই...

হ্যাঁ, আপনার মত করেও লিখতে পারতাম... কিন্তু সুরের একটা বিষয় তো আছেই...

ভাল থাকবেন সবসময়...

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

তুমি তো বেশ ব্যস্ত!
ইদানিং কম দেখি...

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালই আছি ভ্রাতা। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আরো ভাল থাকুন...


সবসময়...

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: লেখার মরমী টোনটা মোহময়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ... হামা


ভাল থাকবেন সবসময়...

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

তুষার কাব্য বলেছেন: তোমার সনে
সঙ্গোপনে
চাই যে মনের কথা বলি
রাতের শেষে
প্রেমাবেশে
নীল বিরহে নিত্য জ্বলি...

চমৎকার ভাবাবেগ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভ কামনা নিরন্তর...

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

সুপান্থ সুরাহী বলেছেন:
নেন ভাই এক্টা ধইন্যা লইন.........

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

সামুর মুসা বলেছেন: লিরিক নিয়ে আপনাকে আরো নিরিক্ষার মধ্য দিয়ে যেতে হবে...

তবে আপনার ছন্দজ্ঞান ভালো...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ।


ট্রাই করবো...


২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্য ধন্য ধন্যবাদ...

২২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

অরুদ্ধ সকাল বলেছেন:
অন্যরকম :::::

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনাকে পেয়ে ভাললাগলো...

অনেকদিন পর এসেই প্রিয় মানুষ...........

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+ ।কবি কেমন আছেন? :)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

কবি এই শীতে অবশ্য তেমন ভালা থাকা যায় না...

তবে আপনি যখন জানতে চেয়েছিলেন তখন কেমন ছিলাম মনে নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.