নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

আমি কেবলই সর্বনাম

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫



আমি বলে কিছু নেই। সবটাই তুমি!

আর যাকে ‘আমি’ বলি; সে তো কেবলই কামনার পেন্ডুরা-

দেহ-মন-প্রাণ এই ত্রয়ী মিলে জাগায় আমিত্ব অনুভব জুড়ে

... ... ... ... এখানেই জটিলতা; শূণ্য-প্রাণ-খাচা মূল্যহীন

... ... ... ... দ্রুতই লোক-চক্ষু-অন্তরাল; অশ্রুজল আবেগ...



সেই বোধে জেনে গেছি আমিত্ব অসার

সাময়িক মালিকানা; আমানত নিয়মে- উল্কাবৎ আলোর মত

সর্বনামেই থাকুক আমি; জীবনের অভিধানে তুমিত্বই হোক

... ... ... ... . সত্তার আরাধনা-কামনা-যাতনার শেষ অনুভব...



০১.১০.২০১৩

রাজনগর



অফটপিক তবুও অনটপিক:

অনেক দিন সামুতে আসি না। মন ভাল নেই। চারদিকের অস্থিরতা আর জীবনের নানা ব্যর্থতা আমাকে ক্রমশঃ স্থবির করে দিচ্ছে।

আজকে হঠাৎ লগিন করে দেখি সামুতে আমার বয়স তিন বছর হয়ে এক হপ্তাহ হয়ে গেছে।

সবাই বর্ষ পূর্তির পোস্ট দেয়। আমি দেই না। দেই না এটা কোন ভাল কথা না। তবে সত্য।

আজকেও কোন বর্ষ পূর্তির পোস্ট দিতে পারলাম না। তবে মনের মধ্যে নতুন বোধের উদয় হয়েছে... সেইটাই জানালাম...

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা প্রিয় সুপান্থ। আছেন কেমন?

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ প্রিয় ব্লগার...
আশা করি এখন ভাল আছেন...

আর আমি আছি; সকল প্রশংসা আল্লাহর...

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

মাহবু১৫৪ বলেছেন: +++++

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ...

তবে + লিখেছেন দেন নাই...!!!

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ !

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

কেমনাছেন?

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা ।


সাথে ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা ।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ... জানবেন...

ভাল থাকবেন সবসময়...

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

আলোর পরী বলেছেন: বাহ , খুব সুপাঠ্য কবিতা , আপনার জন্য অনেক দোয়া রইল ।

সব সঙ্কট কেটে যাক । :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার দুয়া কবুল হোক...

আপনিও ভাল থাকুন সবসময়........

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব সুন্দর হয়েছে +++

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... সুহৃদ...

ভাল থাকবেন সবসময়.....

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: সুপান্থ, ভেরি ইম্প্রেসিভ পোয়েম, থ্যাঙ্কস এ্যা লট...

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

সুপান্থ সুরাহী বলেছেন:

আপনাকেও ধন্যবাদ...

সুখে থাকা হোক নিরন্তর.......

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা, ভাই।

কবিতা ভাল্লাগছে।।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সুপান্থ সুরাহী বলেছেন:

সামুর ব্লগারদের ভালবাসা মাঝে মাঝে নতুন করে বাঁচতে সাহায্য করে...

তোমাদের ভালবাসা ভুলবার নয়...

সুখে থাকো নিরন্তর............

৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: অনেকদিন পর মাউলানা সাব

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

সুপান্থ সুরাহী বলেছেন:

হহ অনেক দিন পরেই তো...

তো তুইও তো মেলা দিন পরপর দেখা দেস...

১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

ফিহা দ্য লিজেন্ড বলেছেন: ভালো কবিতা।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ দ্য লিজেন্ড.........

১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

ভিয়েনাস বলেছেন: ৩য় বর্ষ পূর্তিতে শুভেচ্ছা :)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ....

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি বলে কিছু নেই। সবটাই তুমি।

এই দুটি লাইন ই একটা আলাদা কবিতা!

৩য় বর্ষ পূর্তিতে অভিনন্দন।

মাঝেমাঝে আমাদের দেখিয়া যাইয়েন :)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক ধন্যবাদ... প্রিয় কবি...

হ্যাঁ দু'টি লাইনই আলাদা কবিতা হয়...

মাসুম ভাই সময় পাই তবে মনের তাগিদটা ইদানিং কমে যাচ্ছে...

তবে একদিন নিয়মিত হবোই...

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০২

শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা!
ভালো লাগলো + +


৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা !:#P

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন:
পেলাস পেয়ে ভাল লাগল...

থেঙ্কু আপ্পি............

সুখের জবিন হোক নিরন্তর......

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

নস্টালজিক বলেছেন: মন ভালো করে ফেলো!

মন ভালো করে ভোর বেলায় আকাশের দিকে তাকাও!


বর্ষপূর্তির শুভেচ্ছা, সুপান্থ!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:

সকালের আকাশে
দু'চোখ রেখে
যাতনার বাতাসে
নিথর থেকে
মন ভাল হয়

মন ভাল হয়
রোদের কাব্য দেখে

ভোর-তাজা সমিরণে
পাখিদের আলাপনে
জীবনের মায়া পাণে
সবুজের ছায়া গাণে
মন ভাল হয়

মন ভাল হয়
সুখের ছবি একেঁ

চারপাশে অসুখেরা
চুপ থাকে অসুরেরা
মন আমার আবার নাকাল
মন পুরে দ্রোহের আকাল
মন ভাল হয়

মন ভাল হয়
দ্রোহের মিছিল ডেকে






১৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


৩য় বর্ষ পূর্তিতে শুভেচ্ছা

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

সুপ্রিয়...

ভাল থাকুন সকাল-বিকাল-সন্ধ্যা-রাত...

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

অদৃশ্য বলেছেন:





আমি বলে কিছু নেই
আমিতো খোলস

আগুনে পুড়ে ধোঁয়াছাই
মাটিতে মিশে জলমাটি

____________


প্রিয় সুপান্থ

বেশ কিছুদিন বাদে আপনার দুর্দান্ত সুন্দর একটি লিখা পাঠে অতীব মুগ্ধ হলাম... ভাবনাটা মস্তিষ্কের এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে...


আমরা চাই আপনার মন ভালো হয়ে যাক... আর সামুতেও দেখতে চাই নিয়মিত... নিয়মিত বলতে, আপনার সুবিধামতো নিয়মিত...

শুভকামনা...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

সুপান্থ সুরাহী বলেছেন:
বাকী ভাই, আপনার প্রতিটি মন্তব্য যতটা আন্তরিকতার পরশ পাই তাতে মনে হয় ব্লগিংটা সার্থক...

ভাল থাকবেন সবসময়...

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে সুপান্থ ।

অস্থিরতা কেটে যাক

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
প্রার্থনা হোক কায়মনে....

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

সোমহেপি বলেছেন: চমৎকার অনুধাবন।


শুভেচ্ছা

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা নিরন্তর...

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা প্রিয় সুপান্থ। আছেন কেমন?


সত্যি দারুণ। কিছুটা জটিলও বটে। তবে দুর্বোদ্ধতা আধুনিক কবিতার বৈশিষ্ট।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ জানবেন...

তবে এই কবিতায় জটিলতার কিছু তো নাই কবি ভাই...

আরেকটু মন দিয়ে দেখুন। কোন জটিলতা নাই...

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

বৃতি বলেছেন: চমৎকার কবিতা । ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

শুভকামনা...

২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিন বছর পূর্তিতে আভিনন্দন।

কবিতা অনেক ভালো লাগলো। শুভ কামনা।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার কমেন্ট সবসময় উৎসাহ জাগানিয়া........

ভাল থাকবেন সবসময়...

২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতা। শুভ বর্ষপূর্তি। শুভকামনা।

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
হামা ভাই, ধন্যবাদ...

শুভকামনা সবসময়ের জন্য...

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শাহেদ খান বলেছেন: সেই বোধে জেনে গেছি আমিত্ব অসার

সুন্দর। গাঢ় হোক অনুভব।

শুভেচ্ছা, সুপান্থ ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

সুপান্থ সুরাহী বলেছেন:
প্রিয় শাহেদ!

কেমন চলছে?
হ্যাঁ অনুভব গাঢ় হলে জমবে ভাল...

শুভকামনা নিরন্তর!

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

দুর্দান্ত কবিতা!!!

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো কবি :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
কবি, মিসাই আপনাদের...

কিন্তু নিয়তি আমারে খালি খোয়ারে ঢুকায়...

ধন্যবাদ...
ভাল থাকবেন সময় অসময়...

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর ভাইয়া।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সুপান্থ সুরাহী বলেছেন:
শায়মাপ্পি...!

কিরাম আছেন?

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।

সর্বনামেই থাকুক আমি; জীবনের অভিধানে তুমিত্বই হোক
... ... ... ... . সত্তার আরাধনা-কামনা-যাতনার শেষ অনুভব...


লেখা ভালো লেগেছে। নিয়মিত হবেন আশা করি।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

নিয়মিত হওয়ার চান্স খুবই কম...

তবে চেষ্টা করবো অনিয়মিত হলেও সামুতে থেকে যেতে...

ভাল থাকবেন সবসময়...

২৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

বোকামন বলেছেন:
তুমির ঘনত্বে ভেসে থাকা আমি !
অনুভবের প্রকটতা অনেকটাই গভীর ...

এখানেই জটিলতা; শূণ্য-প্রাণ-খাচা মূল্যহীন
দ্রুতই লোক-চক্ষু-অন্তরাল; অশ্রুজল আবেগ


বাহ্ ! বেশ ভালো লাগলো, মুগ্ধপাঠ :-)


ভালো থাকা হোক সবসময়
কবির জন্য শুভকামনা রইলো ।।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ ভাই...

আপনার কমেন্টে লাইক...

শুভকামনা নিরন্তর....

২৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

অ্যানোনিমাস বলেছেন: গুণে গুণে ভালোলাগায় প্রেস করলাম ভাই :)


শুভকামনা!

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

তোমাকে দেখে ভাল লাগল................

২৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সায়েম মুন বলেছেন: কবিতাটা অনেক ভাল লেগেছে।
ঘাত প্রতিঘাতেই বেঁচে থাকা!
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...

ভাল থাকুন সবসময়...

আপনাকে পেলে ব্লগিংটা সার্থক হয়ে ওঠে............

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর। আসলে আমিত্ব প্রধান জীবনে প্রাপ্তি থাকলেও হয়তো তুষ্টিটা তেমন থাকে না। আমার স্যার বলতেন, যার ভেতরে আমিত্ব বোধ বেশি তার মনের আসনে সে নিজে বসে থাকে আর ঈশ্বর বসেন মেঝেতে। :P

মাঝে মাঝে ব্যর্থতা আসতেই পারে। তা সারা জীবন থাকবে না। ভাল থাকুন।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার একটা কমেন্ট ভাই!
আমার কবিতার বোধের সাথে একদম পারফেক্ট...

আপনাকে ধন্যবাদ বস...

আপনার জন্য একটা রুবাঈ...

ঊন্মুল আমার অদিব্য সব কামনায় চুপ থাকো
উন্মুখ আমার অনিত্য সব বাসনায় মুখ রাখো
উৎসুক আমি আবার আসি তোমার ডাকে হেসে
উজবুক আমায় সদয় তুমি মায়ার কোলে ডাকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.