নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
পথিকের জাম্বিলে কালের কলিজা
পুরো পৃথিবীর রুদ্ধশ্বাঃস অপেক্ষা
কখন থামবে পথিক স্বানুভব ক্লান্তিতে
খোলবে তার প্রাগৈতিহাসিক জাম্বিলের মুখ...
আরো বহু বছর আগে
কে যেন হেঁকে গেছে
“সাবধান! সাবধান!!
কালের কলিজাবাহী পথিকের পথ
কেউ থামিও না। থামালেই কলিজাটা
খেয়ে নেবে সেই রুষ্ট পথিক! থেমে যাবে
কালের ক্রমধাবমানতা আর প্রাণের প্রেম...”
পথিক হাঁটে আর নয়া ঘটনার জন্ম দেয়
প্রবল বিষ্ময়ে চোখেরা হয় কানের অনুগামী
কালের কলিজায় আটকে থাকা নিখাদ সুখের-
মুক্তির প্রতীক্ষায় দিন গুণে পৃথিবীর সন্তানেরা!
মূসার অলোক লাঠি, আসহাবে কাহাফ আর
দাউদের কণ্ঠ-প্রেমিক মাছেদের হৃদয় দেখে
জাম্বিলের ভেতরে ভয়ে সিটিয়ে গেছে ফেরাউন
আর কারুন-হামান। জুলকারনাইনের হাসিমুখ
কোথায় আছে? প্রশ্নটা ঘুরছে পথিকের চারপাশে।
পথিকের মুখে হঠাৎ কথার আওয়াজ
আশায় বুক বাঁধে পৃথিবীর সব চাতক-
ঘটনা ঘটে যাবে যাবে করে ডুবে যায়
পৃথিবীর মায়াবন।
পথিকের অবিরাম পথ হারানোর দায়ে
কেউ একজন- ক্ষোভে ফুঁসতে ফুসতে
ছিঁড়ে ফেলে সেই প্রাগৈতিহাসিক জাম্বিল
ক্রমাগত নামতে থাকে কালের কলিজা
প্রবল আক্রোশে নামে নূহের বন্যার জল,
নমরুদের অগ্নোদ্যান, ইয়াজুজ মা’জুজ
আরো আরো যন্ত্রণাময় আগত-বিগত ইতিহাস...
সেইসব কলিজা মিশে যায় মানুষের কলিজার সাথে...
থেমে যায় প্রেমের প্রবহ। পথ হারায় কালের ডানা!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
এমডি এআর মুবিন বলেছেন: অভূতপূর্ব এবং নতুনত্বে ভরপুর। অনন্য এক স্বাদ পেলাম, ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
ভাল থাকবেন ভাইয়া।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
লেখোয়াড়. বলেছেন:
এখানে আমার কিছু বলা ঠিক হবে না।
অনবদ্য বলেই বিদায়।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
সুপান্থ সুরাহী বলেছেন: ভাই কি রাগ করলেন! কিছু কহেন না। সমালোচনাই সাহিত্যের প্রাণ।
ভাল থাকবেন সবসময়।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
অগ্নি সারথি বলেছেন: চরম কবিতা। ভাললাগা অশেষ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
নেক্সাস বলেছেন: দার্শনিক সুপান্থ। ভাল হয়েছে কবিতা। তবে ভাবার অবকাশ বেশী। পড়তে হবে বেশ কয়েকবার কবিতার জাম্বিলে কি আছে বুঝতে হলে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
বিলম্বিত রিপ্লাইয়ে স্যরি।
শুভকামনা নিরন্তর।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
গেম চেঞ্জার বলেছেন: ভাবনার গভীরে নিয়ে যাবার মতো কবিতা। চালিয়ে যান +
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন সবসময়।
বিলম্বিত রিপ্লাইয়ে স্যরি।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুপাঠ্য.. সুগভীর .. সুন্দর কাব্যে +++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন সবসময়।
বিলম্বিত রিপ্লাইয়ে স্যরি।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: গভীর বোধের কবিতা।অনবদ্য
+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক ধন্যবাদ।
বিলম্বিত রিপ্লাইয়ে স্যরি।
শুভকামনা নিরন্তর।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
সুপান্থ সুরাহী বলেছেন:
অনেক ধন্যবাদ।
বিলম্বিত রিপ্লাইয়ে স্যরি।
শুভকামনা নিরন্তর।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগলো সাইফ ভাই। সব কাহিনী ঠিকমত জানি না বলে বোঝার মাত্রা যদিও কম।
শুভকামনা রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
সুপান্থ সুরাহী বলেছেন: ইসলামিক মিথ নিয়ে কিছু করতে চেয়েছিলাম। কতটা হয়েছে জানি না।
ভাল থাকবেন সবসময়।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! বেশ হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনন্য
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ কামাল।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন: মারাত্নক। ++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো বেশ ভারিক্কি। জাম্বিল। কালের কলিজা। তবে এর সাথে ইতিহাসের যে সংযোগ সেটা ঠিকমত বুঝতে না পারায় আমার রসাস্বাদন ঠিকমতো হলো না!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: আপনার এই মন্তব্যের কী জবাব দেব ভাবতে ভাবতে মন্তব্যের জবাবই দেরি হয়ে গেল।
আসলে আমি চেয়েছিলাম ইসলামিক মিথগুলো নিয়ে কিছু একটা করতে। সেইটাই এই কবিতা। কতটুকু কী হল পুরোটাই পাঠকের ওপর।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @শতদ্রু একটি নদী... ভাই আশা করি ভালো আছেন! আপনার দোকান বন্ধ কেন ভাই?আপনার সামগ্রীগুলো খুব প্রয়োজন ছিল!
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনবদ্য ও দুর্দান্ত +++++