নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

শহরে বিলাস ঘুরে

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

শহরে বিলাস ঘুরে
বহুতল বাড়ি ঘরে
পাথরে পাথর জুড়ে
টাকার পাহাড় ধরে
সুখের আশায় শুধু
মন জুড়ে মরু ধু ধু
জীবনের গ্যারাকলে
অসহায় হয়ে পড়ে।

ইটের পরে ইটের
সাজানো দেয়াল জুড়ে
পাথরে পাথর মিলে
হৃদয় তো থাকে দূরে
দেখানো সুখের ভীড়ে
চাহিদার আশা ফিরে
দেয়ালের রোদে পুড়ে
ভালোবাসা যায় মরে।

কাঁচের মত নিরস
কাঁচের ঘরে যে বস
হিসেবের খাতা নিয়ে
মনিটরে বসে গিয়ে
সেখানে ভোগের আশা
নিরামিষ ভালোবাসা
চেতনা কথার কথা
মানবতা কেঁদে মরে

মেকাপে আড়াল হয়ে
মুখোশে হৃদয় জয়ে
ললনার ছুটে চলা
অধিকার কথা বলা
রাজনীতি মারপ্যাঁচে
জীবনটা ফেঁসে গেছে
বকোয়াস করে করে
জননেতা ভেক ধরে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

২| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লিক্সেন।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:
কথাগুলো দিয়ে গান শুনতে ইচ্ছে করছে।


এটি সম্ভবত আমার ২৪ হাজারতম মন্তব্য। :)

৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

আরজু পনি বলেছেন:
পোস্ট করেছি: ১০০টি !:#P
মন্তব্য করেছি: ৭৩০৪টি
মন্তব্য পেয়েছি: ৪৯৬১টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৫ মাস
অনুসরণ করছি: ১১ জন
অনুসরণ করছে: ১৪৬ জন

শততম পোস্টের শুভেচ্ছা রইল, প্রিয় সুপান্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.