নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

আজকে রাতে ঘর-বিছানা পর করেছি পর

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭



আজ পৃথিবীর ছাদের তলে চাঁদ ওঠেছে চাঁদ
জোস্না দিয়ে সবার লাগি ফাঁদ পেতেছে ফাঁদ
চাঁদের কাঁধে ভর করে তাই রাত নেমেছে রাত
জোস্না পেতে চাঁদের কাছে হাত পেতেছি হাত।

আজকে রাতে ঘাসেরা সব বুক পেতেছে বুক
ঝিঝিগুলোও গানের সুরে মুখ খোলেছে মুখ
ঘুম আসে না আদুল পায়ে খুব হেঁটে যাই খুব
জোস্না-মাতাল রাত পাথারে ডুব দিয়েছি ডুব।

আমার সাথে চাঁদও হাঁটে ভাব জমেছে ভাব
আমার ঘরে চাঁদ এসেছে খাব দেখেছি খাব
আকাশ পুরে শরৎ কালে মেঘ জমেছে মেঘ
চাঁদের সাথে সাদা মেঘও বেগ পেয়েছে বেগ।

চাঁদের ফাঁদে আটকে গেছি ভুল হয়েছে ভুল
রাতের বাতাস সরব হয়েই চুল ওড়ালো চুল
আম্মু ডাকেন ফিরতে ঘরে ঘুম যাবি না ঘুম
এমন সময় চাঁদ প্রেমিদের ধুম লেগেছে ধুম।

আমার ভেতর চাঁদের মায়া ভর করেছে ভর
সবুজ ঘাসে পথ হেঁটে তাই ঘর ছেড়েছি ঘর
চাঁদ হঠাতই হাত বাড়িয়ে দূর নিয়ে যায় দূর
তারারা সব গাইছে কোরাস সুর উঠেছে সুর।

অপার মোহন চাঁদের মায়ায় চুপ হয়েছি চুপ
ঘর পালিয়ে মনভরা এক রূপ দেখেছি রূপ
চাঁদের দেশে যাই অবিরাম ঘর চিনি না ঘর
আজকে রাতে ঘর-বিছানা পর করেছি পর।

পিক: ফ্রম গুগল...

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার মায়ারথে ভালো লেগেছে ভালো
তাইতো দিলাম লাইক মেরে, ঢালো সবাই ঢালো!!!

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৯

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা সবসময়।

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কাব্যটােতা বাহ খাসা, বেশ লিখেছেন বেশ
ছন্দ ছড়ায় ছড়িয়ে দিয়ে মুগ্ধ আবেশ :)

++++++++++++

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৪

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক শুকরিয়া।
শুভেচ্ছা নিবেন।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

নায়না নাসরিন বলেছেন: মায়াভরা কবিতাখানি কত যে ভালোলাগলো ভাইয়া বলতে পারছিনা।
++++++

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,



কবিতাটি পড়তে পড়তে মনে হচ্ছিলো দ্বৈত শব্দেই মন্তব্য করবো । নীচে নেমে দেখি "ভ্রমরের ডানা" আর "বিদ্রোহী ভৃগু"
সে কাজটি আগেই সেরে রেখেছেন ।
এখন আমি কি করি..... কি করি !!!!!!

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
কী আর করবেন! সামুতে আরেকটা পোস্ট দিয়া দেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ভিন্ন রকম কবিতা, চমৎকার লাগল।

কেমন আছেন?

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো আছি। আলহামদু লিল্লাহ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৪

রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার এই কবিতা পড়ে প্লাস দিলাম প্লাস,
আগেই দুজন এমন দ্বৈত মন্তব্য করায় হতাশ হলাম হতাশ।

+++

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ অনেক।


তবু আপনি বেশ বলেছেন বেশ
কৃতজ্ঞতার শেষ হবে না শেষ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এহহে দুর্দান্ত হইছে । অসম্ভব ভাল্লাগলো ।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯

শরতের ছবি বলেছেন:


ভীষণ ভাল লেগেছে ভীষণ । অন্তর ছোঁয়ে জ্যোৎস্নার মত নেমে এসেছে সব কিছু সব ।
ভাল থাকেন কবি ভাল থাকেন ।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভকামনা নিরন্তর।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

অরুনি মায়া অনু বলেছেন: চাঁদটাকে ফাঁদ পেতে ধরে নিয়ে আসি চলুন।
সুন্দর হয়েছে কবিতা।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন: ধরতে পার্লে তো কামই হইতো।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

জুন বলেছেন: বহুদিন পর পর অদ্ভুত সুন্দর কবিতা নিয়ে হাজির হন সুপান্থ সুরাহী।
কেমন আছেন? ভাবী ভাতিজি সব ভালোতো? সবার জন্য রইলো আমার আন্তরিক শুভকামনা।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ওরা সবাই ভালো আছে। তবে আড়াই বছরের একজন ভাতিজাও হয়েছে আপনার।

দুয়া করবেন।
ভাল থাকবেন সবসময়।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
সামুতে আপনার এই বিষয়টা খুব ভালো লাগে। যে কোন পোস্টই আপনাকে এড়িয়ে যেতে দেখি না। লং লিভ হামা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.