নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
আব্বু এখন কোথায় যাবে
আমায় সাথে নিবে
জাম তলাতে মেলায় নিয়ে
মুড়কি কিনে দিবে?
একটা মাটির রঙিন হাঁড়ি
আরেকটা লাল গাড়ি
ঘুড্ডি আবার কিনতে হবে
ফেরার সময় বাড়ি।
নাগরদোলায় চড়তে দিয়ো
কয় টাকা আর নিবে
জিলাপি আর বাদাম কেন
জল এনে দেয় জিভে?
তালের আঁটি তিনটি হলেই
ভাইয়া আমার হবে
বাড়ির আবার সবাই নাকি
পথ চেয়ে চুপ রবে।
আব্বু তোমার টাকা এখন
তোমার কাছেই রাখো
সকাল সকাল মেলায় যাব
খুব সচেতন থাকো।
তোমার নাকি মন থাকে না
কালকে ভুলে গেলে
আমরা সবাই খেলতে যাব
তোমায় ঘরে ফেলে।
আমায় কিনে দিতেই হবে
একটা বেলুন সাদা
আরেকটা নীল বড় বেলুন
লম্বা সুতায় বাধা।
মডেল: আমাদের সাদীদ আল মুনাদী
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লেখনি ভালো লাগলো +
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
মামুন আহমেদ জয় বলেছেন: ভালো লাগলো।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছড়া কবিতাটি ভাল লাগল।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর!! ভালো লাগলো।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
ইকরাম উল হক বলেছেন:
দারুণতো!!!!!
৭| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: সুইট!
৮| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
ময়নামতি বলেছেন: ভাল লাগল।
।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।