নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
গণতন্ত্র
একটা ঘোড়া কিনেছিলাম
বাহন হিসেবে।
বহু বছর ধরে
সেই ঘোড়াটি
বাহন হিসেবে
আমাকেই ব্যবহার করছে।
মানবাধিকার
দীঘির পাড় কেটে
জল-প্রবহকে
স্বাভাবিক রাখতে হয়।
নইলে জলাধিকার
ব্যহত হবে।
স্বাধীনতা
বাঘের জন্য উন্মুক্ত রাখো
সবার দেহের মাংস।
সবার জন্য উন্মুক রাখো
বাঘের দরোজা।
চিন্তা
তুমি কেন আমার শ্রম নেবে?
আমার টয়লেট পরিষ্কার করে দেবে?
ডক্টর চলুন কাপড় সেলাই।
মাওলানা আসুন রকেট বানাই।
ফেরিওয়ালা চলো অধ্যাপনা করি।
বুদ্ধিজীবী
ধানের গাছে চাল হলে
শ্রমঘণ্টা বেঁচে যেতো!
কাঁঠালের কাঁটা
কাঁঠালের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়।
স্বীকৃতি
বাল কেটে দাও
আমি তোমাকে নরসুন্দর বানাবো।
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানাই আন্তরিক ।
২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
এবছর এটি নিয়ে আপনি ৪টি পোস্ট করেছেন।
এত কম পোস্ট দিলে হবে!!
নিয়মিত পোস্ট করুন।
নতুন ব্লগাররা তো আপনাকে চিনতে হবে।
বাঘের জন্য উন্মুক্ত রাখো
সবার দেহের মাংস।.............. বাঘের স্থানে ধর্ষক বসাতে ইচ্ছা করছে।
শুভকামনা রইল সুপান্থ।
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২
সুপান্থ সুরাহী বলেছেন: আসলে ব্লগে আসতে সময় হয়ে ওঠে না।
এছাড়া মফস্বলের নেটও থাকে স্লো।
আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন নিরন্তর।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অর্থবহ ও বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক।
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন নিরন্তর ।
৪| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪
আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,
অনেকদিনের পরে ।
বক্তব্য সমৃদ্ধ । "গণতন্ত্র"টা বেশি ভালো হয়েছে ।
শুভেচ্ছান্তে ।
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: হ্যাঁ, অনেক দিন পরেই আসতে হয়। তবুও আপনাদের ভালোবাসা আসতে বাধ্য করে মাঝেমধ্যে।
ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন নিরন্তর।
৫| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে পেলাম। সুস্বাগতম ।
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ কবি । ভালোবাসা জানবেন।
৬| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা অসাধারণ!
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩
সুমন কর বলেছেন: অর্থবহ। +।