নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
■
প্রভু-ভক্ত কুকুর দেখে
অকৃতজ্ঞ আমায় দেখি
নতুন কোন কবর দেখে
আয়না দেখি নিয়ম করে।
সাদা চুলের মানুষ দেখে
হাত বাড়িয়ে নিজের চুলে
হাতাশ হয়ে হাতের প্রতি
একটু যেন রাগই করি।
ঘুমের ডাকে অবচেতনে
স্বজন খুঁজি বলতে কথা
প্রাণের মায়া প্রবল হয়ে
সাজায় কত ভয় অযথা।
ফুলসিরাতে একলা হাঁটি
রাত চিনে না চোখের পাতা।
ভাঁজ খেলানো চামড়াগুলো
চোখের পাতা সজল করে
ভীষণ ভেবে আমায় দেখি
আবার জাগে লোভের নদী।
কারুন হাসে আমার প্রাণে
আমি আবার মুসার কথা
জানাই ডেকে আমার সাথে
সজাগ থাকা আমিত্বকে।
কোথায় যাবো ভাবনা এলে
কেনান বলে পাহাড় আছে
প্লাবন এলো নূহের ডাকে
সে আর কত জল বাড়াবে!
বিরোধ ভরা আমার আমি
কোথায় রাখি ভেবেই মরি!
গানের সুরে ঐক্যতানে
রাতের নদী ডাকলে দেখি
কপাল জুড়ে ভবের গলি
ডুবছে হেসে প্রেমের গানে।
জায়নামাজে করুণ আমি
বোধের দ্বারে আটকে থাকি
সিজদা-নত কপাল-দাগে
লোভের আশা স্বর্গে ছুটে।
তিলাওয়াতে গোপন প্রেমে
মধ্য রাতে সজল চোখে
ভেতর থেকে পবিত্রতা
নামতে চেয়ে আটকে বলে
আসছে দিনে কেমন করে
থাকবো সাদা দিলের ঘোরে!
পানসে লাগা আরাম আয়ু
গুনছে বসে পথের বাঁক
হতাশ হয়ে বলছে শেষে
আয়না দেখা বাদই থাক।
নদীর স্রোতে বয়েস গেছে
বাতাস নিলো কোমল ত্বক
মেঘের জলে অশ্রু মিছে
হাতের ছোঁয়া শীতল সব।
দীর্ঘ পথে সফর শেষে
থাকছে স্মৃতি কালের চরে
কেউ আমাকে স্মৃতির পটে
রাখবে ভেবে অযুত কাজে
অনিচ্ছেতে থাকছি লেগে
তবুও স্মৃতি মুছেই যাবে।
প্রত্নতাত্ত্বিক এষণা
আমার থেকে আর খোঁজো না।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: একটু ছোট হলে, মন্দ হতো না। তবে সত্য বলেছেন। ভালো লাগা রইলো।
* মাঝে মাঝে কোথায় ডুব দেন ?
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭
তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছড়ায় নফসের কথা খুব সুন্দর করে ব্যক্ত করলেন।
পাঠে ভালো লাগা জানিয়ে গেলাম।