নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
ষোলই ডিসেম্বর স্বাধীন স্বনির্ভর
একটা পতাকার পেলাম অধিকার
যুদ্ধ জয়ের পর নিজের আপন ঘর
পাই বলে আমার বিজয় অহংকার
আমার ঠিকানায় বিস্ময়ে তাকায়
সারা দুনিয়ার মানুষ প্রতিবার।
রক্ত-নদী বয় তীব্র শপথ হয়
মুক্তি চেতনায় যুদ্ধে যুবক যায়
আর পিছুটান নয় চিত্তে নাহি ভয়
রক্ত ঢেলে হায় যুদ্ধে লড়ে যায়
আনে রক্ত ঘাম বাংলাদেশের নাম
পালায় হানাদার রেখে অবিচার।
লক্ষ জীবন ক্ষয় তবুও স্বাধীন হয়
মুক্তি-বাহিনীর উন্নত হয় শীর
নয়টি মাসের ভয় করলো জাতি জয়
আনলো স্বাধীন নীড় বাংলাদেশের বীর।
কবির চোখে আজ রূপের কারুকাজ
জন্ম প্রতিবার দিচ্ছে কবিতার।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।