নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
[বহুদিন পর প্রিয় সামুতে লগইন করতে পারলাম।
জানি না নিয়মিত হতে পারবো কি না। তবে মাঝেমধ্যেই আসতে চেষ্টা করবো।]
খুব সুকৌশলে আমাদের মনে
গেঁথে দিয়েছে আই হেইট পলিটিক্স
এবং এভাবেই আমরা গিলেছি
আর সয়ে গেছি তাদের ডার্টি ট্রিক্স...
চেয়ারম্যান পদে ভালো মানুষের
আগমন হলে অবাক হই সবাই
যেনো বা নিয়ম জনতার ভোটে
জয় পাবে শুধু নীতিহীন কসাই...
মেধাবী হলেই ডাক্তার ইঞ্জিনিয়ার
গেঁথে নেয় মন নিপাতনে সিদ্ধ
দেশ কে চালাবে সেই প্রশ্ন এলে
লোভীদের লাইনের পাল্লা হয় ঋদ্ধ...
আলেম ইমামের যদি কেউ দাঁড়ায়
সমাজ বদলানো রাজনীতি মাঠে
দুনিয়াদার হয় তোমাদের ভাষায়
আর সবাই ফেরেশতা এ তল্লাটে...
সাম্রাজ্যবাদের কালো থাবা ওই
গিলছে আমাদের সমাজ মূল্যবোধ
ক্যারিয়ার নিয়ে ব্যস্ত যুবকের
জানা নেই কোনো দ্রোহ প্রতিরোধ...
শিক্ষা ফুরালো ব্যাংকের টাকা নাই
নাগরিক মনে অনিবার্য ভয়
ট্রলের বিষয় আজ আন্দোলন প্রদীপ
আমাদের সকল বিশ্ববিদ্যালয়...
আমরা তোমরা সব রাজনীতি ছেড়ে
নিরাপদ জীবন বেঁচে নিয়েছি
দেশ জাতি প্রাণের স্টিয়ারিংগুলো
মূর্খদের হাতে ছেড়ে দিয়েছি...
কারো জীবনের নেই নিরাপত্তা
যার হাতে সঁপে দিই দেশ প্রশাসন
তার ভাষা ভাবে প্রকাশ হয়ে যায়
ক্ষমতা ছাড়া আর সব অকারণ...
আই হেইট পলিটিক্স বলে রাজপথে
নেই কেউ জনতার হয়ে মুখপাত্র
চারদিকে ব্যানার-- আজদাহা দেখি
জোর করে হলো চাঁদাবাজ মাত্র...
ক্ষমতার প্রয়োজনে এই দেশ আর
দেশের জনতার বোধ-বুদ্ধির দুয়ার
বন্ধ করার সব আয়োজন করে
ক্ষোভের জায়গাটা করেছে উদার।
রাগ অথবা ক্ষোভ ফেসবুকে লেখে
ভেতরের বোঝা হালকা হওয়ার পর
ক্ষমতার কাছে সংক্ষুব্ধ মানুষ
খোঁজে না নিজেই আর কোনো উত্তর...
আই হেইট পলিটিক্স প্রজন্ম নিজের
ভেতর নিজেরাই নিজের শত্রু হয়
কোনো ব্যর্থতার একটু আঘাতেই
আত্মহত্যার পাপ নিজের কাঁধে লয়...
দেশ জাতি মানুষ। দেশের অবদান
তাদের জানা নেই। তারা জানে রোজ
দেশকে দিয়েছে। দেশ কী দেয় তাদের
সবখানে তাদের হয় শুধু এই খোঁজ...
এটিকেইট আচার জানে না। জানে
কিতাবের বাণী। কথায় অহংকার
বিয়ে শাদী হয়। দুজনেই সমান
ছাড় নেই আইন আছে। আগুনের সংসার।
দ্বীন-ধর্ম কীসের? উন্নত হোক দেশ
এইসব কথার জাল ভীষণ মায়াবী
শোনো! পলিটিক্সই সুন্দর স্বদেশের
একমাত্র আদি ও আসল চাবি...
ইউটিউবে আমার পাঠ
আই হেইট পলিটিক্স
১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪০
অরণি বলেছেন: বাংলাদেশের রাজনীতি একটা ফালতু ও ঘৃণবিষয়।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৯
সুপান্থ সুরাহী বলেছেন: ফালতু আমরা বানিয়েছি। আমরাই ভুগছি। আমাদেরই বদলাতে হবে।
৩| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: পলিটিশায়ানরা চায় কেউ যেন পলিটিক্স না করে, তারা নিজেরাই উপরে উঠে মই কেড়ে নেয় যেন অন্য কেউ চান্স না পায়
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০০
সুপান্থ সুরাহী বলেছেন: সব অসুন্দর ও অসুস্থতা এখন রাজনীতিতে। বদলাতে হবে আমাদেরই।
৪| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০০
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ অনেক। ভালো থাকুন সবসময়ই।
৫| ১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: পলিটিশিয়ানরা নিজের আপন ভাইকেও চান্স দিতে চায় না অন্য মানুষ তো দূরের কথা।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০২
সুপান্থ সুরাহী বলেছেন: চান্স তৈরি করতে হবে। বদলাতে হবে। না হয় ধুকতে হবে। ভোগতে হবে।
ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: একটু বড় হয়েছে তারপরও মন্দ নয়
অনেক শুভ কামনা জানাই